সংবিধানের কোন ভাগে 'নির্বাচন' নিয়ে আলোচনা করা হয়েছে?
A
সপ্তম ভাগে
B
চতুর্থ ভাগে
C
পঞ্চম ভাগে
D
ষষ্ঠ ভাগে
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান ১১টি ভাগে বিভক্ত।
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচারবিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম-ক ভাগ: জরুরি বিধানাবলী
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম ভাগ: সংবিধান সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ
উৎস:

0
Updated: 19 hours ago
ইলবার্ট বিলের বিষয়বস্তু কী?
Created: 1 week ago
A
ইউরোপীয় অপরাধীদের ভারতীয় বিচারকদের দ্বারা বিচার করার বিধান।
B
ভারতীয় কৃষকদের ওপর অতিরিক্ত কর আরোপ।
C
ব্রিটিশদের দ্বারা পরিচালিত বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ।
D
ভারতীয় সংবাদপত্রের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ।
ইলবার্ট বিল (Elbert Bill)
-
ইলবার্ট বিলের বিষয়বস্তু: ইউরোপীয় অপরাধীদের ভারতীয় বিচারকদের দ্বারা বিচার করার বিধান।
-
প্রসঙ্গ: ১৮৮৩ সালে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের আইন-সদস্য স্যার সি.পি. ইলবার্ট এই বিল প্রস্তাব করেন।
-
উদ্দেশ্য: ভারতীয় বিচারকদের কাছে ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা প্রদান করা এবং ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের মধ্যে সমমর্যাদা স্থাপন।
-
বিরোধ: ইউরোপীয়রা তীব্রভাবে বিরোধিতা করে, কারণ তারা মনে করত এটি তাদের শাসক অবস্থানে আঘাত করবে।
-
প্রভাব: ইলবার্ট বিল বিতর্ক ভারতের শিক্ষিত মধ্যবিত্তকে জাতীয়তাবাদী আন্দোলনের দিকে উদ্বুদ্ধ করে, যা পরবর্তীতে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ও রাজনৈতিক সংগঠন গঠনের পথ সুগম করে।
সূত্র:

0
Updated: 1 week ago
’তথ্য অধিকার আইন’ কত সালে পাস হয়?
Created: 2 weeks ago
A
২০১১ সালে
B
২০০৭ সালে
C
২০০৯ সালে
D
২০১৩ সালে
তথ্য অধিকার আইন, ২০০৯ বাংলাদেশের জনগণের তথ্য অধিকার নিশ্চিত এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত একটি গুরুত্বপূর্ণ আইন।
-
আইনটি ৬ এপ্রিল, ২০০৯ তারিখে পাশ হয়।
-
এ আইনকে তথ্য অধিকার আইন, ২০০৯ নামে অভিহিত করা হয়েছে।
-
আইন অনুযায়ী—
-
ধারা ৮, ২৪ এবং ২৫ ব্যতীত অন্যান্য ধারা ২০ অক্টোবর, ২০০৮ থেকে কার্যকর বলে গণ্য হবে।
-
ধারা ৮, ২৪ এবং ২৫ ধারা ১ জুলাই, ২০০৯ থেকে কার্যকর হবে।
-
উৎস:

0
Updated: 2 weeks ago
সংবিধানের খসড়া প্রণয়নের জন্য কত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়?
Created: 1 week ago
A
৩৫ জন
B
৩৬ জন
C
৩৪ জন
D
৩৮ জন
বাংলাদেশের সংবিধান (১৯৭২) প্রণয়ন সংক্ষিপ্ত বিবরণ:
-
প্রকল্প আরম্ভ: ১৯৭২ সালের ১১ এপ্রিল, গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান প্রণয়ন আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
-
প্রণয়ন কমিটি: ১১ এপ্রিল, ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
-
প্রথম বৈঠক: কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ১৭ এপ্রিল।
-
খসড়া উত্থাপন: দীর্ঘ আলোচনার পর ১২ অক্টোবর ১৯৭২ সালে সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপন করা হয়।
-
গৃহীত: ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদে আনুষ্ঠানিকভাবে সংবিধান গৃহীত হয়।
-
কার্যকর: ঐতিহাসিকভাবে সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস)।
-
বিরোধী দলের অংশগ্রহণ: প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত খসড়ায় স্বাক্ষর করেননি।

0
Updated: 1 week ago