সংবিধানের কোন অনুচ্ছেদে "জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার" এর নিশ্চয়তা দেওয়া হয়েছে?
A
৩২ নং অনুচ্ছেদ
B
৩৩ নং অনুচ্ছেদ
C
৩৪ নং অনুচ্ছেদ
D
৩৫ নং অনুচ্ছেদ
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকারসমূহ সন্নিবেশিত আছে, যা ২৬ নং অনুচ্ছেদ থেকে ৪৭ নং অনুচ্ছেদ পর্যন্ত বিস্তৃত।
-
৩২ নং অনুচ্ছেদ: জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার রক্ষা।
-
আইনানুযায়ী ব্যতীত কোনো ব্যক্তিকে জীবন বা ব্যক্তি-স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না।
-
-
৩৩ নং অনুচ্ছেদ: গ্রেপ্তার ও আটক সম্পর্কিত রক্ষাকবচ।
-
৩৪ নং অনুচ্ছেদ: জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ।
-
৩৫ নং অনুচ্ছেদ: বিচার ও দণ্ড সম্পর্কিত রক্ষা।
উৎস:

0
Updated: 19 hours ago
পায়রা সমুদ্র বন্দর দেশের কততম সমুদ্র বন্দর?
Created: 5 days ago
A
প্রথম
B
দ্বিতীয়
C
চতুর্থ
D
তৃতীয়
• পায়রা বন্দর:
- বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা।
- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলের তীরে অবস্থিত।
- ১৩ আগস্ট ২০১৬ সালে সীমিত পরিসরে পায়রা বন্দরের কার্যক্রম শুরু হয়।
- সেপ্টেম্বর ২০১৯ থেকে নিয়মিতভাবে কয়লা ও অন্যান্য পণ্যবাহী জাহাজ এই বন্দরে আগমন করছে।
- নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান রয়েল হাসকনিংডিএইচভি এর মাধ্যমে বন্দরের মাস্টার প্ল্যান প্রস্তুত হয়েছে।
- রাবনাবাদ চ্যানেলে মূল খনন (ক্যাপিটাল ড্রেজিং) চলছে।
উল্লেখ্য,
- চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর।
- এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- ইংরেজ শাসনের প্রথম দিকে ইংরেজ ও দেশীয় ব্যবসায়ীরা বার্ষিক এক টাকা সেলামির বিনিময়ে নিজ ব্যয়ে কর্ণফুলি নদীতে কাঠের জেটি নির্মাণ করেন।
- ১৮৬০ খ্রিস্টাব্দে প্রথম দুটি অস্থায়ী জেটি নির্মিত হয়।
- ১৯৫৪ সালের ২০শে
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 5 days ago
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) -এর প্রতিষ্ঠাতা পরিচালক কে ছিলেন?
Created: 1 week ago
A
ড. আব্দুল হামিদ খান
B
ড. আখতার হামিদ খান
C
ড. আখতার হামিদ
D
ড. আখতার সিদ্দিক খান
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)
-
প্রতিষ্ঠা: ১৯৫৯ সালের ২৭ মে
-
অধীন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ
-
প্রতিষ্ঠাতা পরিচালক: ড. আখতার হামিদ খান
-
মূল কার্যক্রম:
-
পল্লী উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণ, গবেষণা ও প্রয়োগমূলক উন্নয়ন কার্যক্রম পরিচালনা
-
উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ এর মাধ্যমে দেশে ও বিদেশে সুনাম অর্জন
-
-
প্রাপ্তি ও সম্মাননা:
-
১৯৮৬: স্বাধীনতা পদক
-
২০১৩: জাতীয় পল্লী উন্নয়ন পদক
-
২০২২: আজিজ-উল-হক রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড
-

0
Updated: 1 week ago
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধনের বিধান রয়েছে?
Created: 3 days ago
A
১৪১ নং অনুচ্ছেদ
B
১৪২ নং অনুচ্ছেদ
C
১৪৩ নং অনুচ্ছেদ
D
১৪৪ নং অনুচ্ছেদ
বাংলাদেশের
সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান উল্লেখ রয়েছে। এখানে বলা হয়েছে, সংসদের কমপক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে অনুমোদিত হলে সংবিধানের কোনো অনুচ্ছেদ সংশোধন, সংযোজন বা রহিত করা যেতে পারে।
অনুচ্ছেদ
১৪২: সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা:
- বাংলাদেশের সংবিধানের দশম ভাগের ১৪২
নং অনুচ্ছেদে সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে।
- ১৪২নং অনুচ্ছেদ অনুযায়ী, এই সংবিধানে যা
বলা হয়েছে, তা সত্ত্বেও -
- সংসদের আইন-দ্বারা এই
সংবিধানের কোন বিধান সংযোজন,
পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা
সংশোধিত হতে পারবে:
তবে শর্ত থাকে যে,
- অনুরুপ সংশোধনীর জন্য আনীত কোন
বিলের সম্পূর্ন শিরনামায় এই সংবিধানের কোন
বিধান সংশোধন করা হক]ব
বলে স্পষ্টরুপে উল্লেখ না থাকলে বিলটি
বিবেচনার জন্য গ্রহণ করা
যাবে না;
- সংসদের মোট সদস্য-সংখ্যার
অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে
গৃহীত না হইলে অনুরুপ
কোন বিলে সম্মতিদানের জন্য
তা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হবে
না;
- উপরি-উক্ত উপায়ে কোন
বিল গৃহীত হবার পর সম্মতির
জন্য রাষ্ট্রপতির নিকট তা উপস্থাপিত
হলে উপস্থাপনের সাত দিনের মধ্যে
তিনি বিলটিতে সম্মতিদান করবেন, এবং তিনি তা
করতে অসমর্থ হলে উক্ত মেয়াদের
অবসানে তিনি বিলটিতে সম্মতিদান
করেছেন বলে গণ্য হবে।
অন্যদিকে,
- ১৪৩নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের সম্পত্তি,
- ১৪১নং অনুচ্ছেদে জরুরী বিধানাবলী,
- ১৪৪নং অনুচ্ছেদে সম্পত্তি ও কারবার প্রভৃতি
প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব সম্পর্কে উল্লেখ আছে।

0
Updated: 3 days ago