সংবিধানের কোন সংশোধনীতে "রাষ্ট্রধর্ম ইসলাম" সংযোজিত হয়?
A
দ্বিতীয় সংশোধনী
B
চতুর্থ সংশোধনী
C
অষ্টম সংশোধনী
D
দশম সংশোধনী
উত্তরের বিবরণ
অষ্টম সংশোধনী সংসদে ১১ মে ১৯৮৮ তারিখে উত্থাপিত হয়, উত্থাপনকারী ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ। সংসদে এটি গৃহীত হয় ৭ জুন ১৯৮৮ এবং রাষ্ট্রপতির সম্মতি লাভ করে ৯ জুন ১৯৮৮ তারিখে।
মূল বিষয়বস্তু:
-
ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা।
-
হাইকোর্ট বিভাগের ছয়টি বেঞ্চ যথাক্রমে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রংপুর ও সিলেট এ স্থাপন।
-
বাংলাদেশের নাগরিকরা রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে বিদেশ থেকে কোনো উপাধি গ্রহণ করতে পারবে।
-
রাজধানীর নামের ইংরেজি বানান Dacca এর পরিবর্তে Dhaka, এবং বাংলা ভাষার ইংরেজি নাম Bengali এর পরিবর্তে Bangla গৃহীত হয়।
প্রসঙ্গ:
-
হাইকোর্ট বিভাগের বেঞ্চ স্থাপনের বিষয়ে দুটি নাগরিক রীট পিটিশন দায়ের করেন—আনোয়ার হোসেন চৌধুরী ও জালাল উদ্দিন।
-
তাদের রীট পিটিশনের কারণে ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ৬টি স্থায়ী বেঞ্চ স্থগিত হয়। পরবর্তীতে এটি বাতিল করা হয়।
উৎস:

0
Updated: 19 hours ago
১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
Created: 1 week ago
A
নূরুল আমিন
B
খাজা নাজিমুদ্দীন
C
আতাউর রহমান খান
D
এ. কে. ফজলুল হক
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নূরুল আমিন নেতৃত্বাধীন মুসলিম লীগ সরকার ১৪৪ ধারা জারি করেছিল এবং ছাত্রদের মিছিলে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল।
-
ফিরোজ খান নুন ছিলেন ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর।
-
পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন গোলাম মোহাম্মদ।
-
প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দীন।
-
পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নূরুল আমিন।
-
ভাষা আন্দোলন ছিল বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম উল্লেখযোগ্য ঘটনা।
-
এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
-
ভাষা আন্দোলনের সূত্রপাত হয় ১৯৪৭ সালে এবং এটি চূড়ান্ত রূপ পায় ১৯৫২ সালে।
সূত্র:

0
Updated: 1 week ago
জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ ও প্রতিষ্ঠান মোট কতবার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
১০ বার
B
১১ বার
C
১২ বার
D
১৩ বার
নোবেল শান্তি পুরস্কার এবং জাতিসংঘ
জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যক্তি বা সংস্থা মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে।
জাতিসংঘের মহাসচিব যারা নোবেল পেয়েছেন:
-
দ্যাগ হেমারশোল্ড – ১৯৬১
-
কফি আনান – ২০০১
গুরুত্বপূর্ণ নোবেল শান্তি পুরস্কার (জাতিসংঘ সংক্রান্ত):
বছর | বিজয়ী | মন্তব্য |
---|---|---|
২০২০ | বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) | খাদ্য সুরক্ষা ও দুর্ভিক্ষ নিবারণে অবদান |
২০১৩ | অর্থনৈতিক ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW) | রাসায়নিক অস্ত্র ধ্বংস ও মনিটরিং |
২০০৭ | আইপিসিসি (IPCC) ও আল গোর জুনিয়র | জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবদান |
২০০৫ | আইএইএ (IAEA) ও মোহামেদ এলবারাদি | পারমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তি প্রচেষ্টা |
২০০১ | জাতিসংঘ ও কফি আনান | শান্তি ও মানবাধিকার সংরক্ষণে অবদান |
১৯৮৮ | জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী | শান্তি প্রতিষ্ঠা ও বিরোধ শমন |
১৯৮১ | ইউএনএইচসিআর (UNHCR) | শরণার্থী সংরক্ষণ ও মানবিক সহায়তা |
১৯৬৯ | আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) | শ্রম অধিকার ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় অবদান |
১৯৬৫ | ইউনিসেফ (UNICEF) | শিশুদের কল্যাণ ও স্বাস্থ্যসেবা উন্নয়ন |
১৯৬১ | দ্যাগ হেমারশোল্ড | শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব |
১৯৫৪ | ইউএনএইচসিআর (UNHCR) | শরণার্থী সাহায্য ও পুনর্বাসন |
১৯৫০ | রালফ বাঞ্চ (Ralph Bunche) | মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা |

0
Updated: 1 week ago
সংবিধানের কোন ভাগে 'নির্বাচন' নিয়ে আলোচনা করা হয়েছে?
Created: 19 hours ago
A
সপ্তম ভাগে
B
চতুর্থ ভাগে
C
পঞ্চম ভাগে
D
ষষ্ঠ ভাগে
বাংলাদেশের সংবিধান ১১টি ভাগে বিভক্ত।
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচারবিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম-ক ভাগ: জরুরি বিধানাবলী
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম ভাগ: সংবিধান সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ
উৎস:

0
Updated: 19 hours ago