সংবিধানের কোন সংশোধনীতে "রাষ্ট্রধর্ম ইসলাম" সংযোজিত হয়?
A
দ্বিতীয় সংশোধনী
B
চতুর্থ সংশোধনী
C
অষ্টম সংশোধনী
D
দশম সংশোধনী
উত্তরের বিবরণ
অষ্টম সংশোধনী সংসদে ১১ মে ১৯৮৮ তারিখে উত্থাপিত হয়, উত্থাপনকারী ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ। সংসদে এটি গৃহীত হয় ৭ জুন ১৯৮৮ এবং রাষ্ট্রপতির সম্মতি লাভ করে ৯ জুন ১৯৮৮ তারিখে।
মূল বিষয়বস্তু:
-
ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা।
-
হাইকোর্ট বিভাগের ছয়টি বেঞ্চ যথাক্রমে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রংপুর ও সিলেট এ স্থাপন।
-
বাংলাদেশের নাগরিকরা রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে বিদেশ থেকে কোনো উপাধি গ্রহণ করতে পারবে।
-
রাজধানীর নামের ইংরেজি বানান Dacca এর পরিবর্তে Dhaka, এবং বাংলা ভাষার ইংরেজি নাম Bengali এর পরিবর্তে Bangla গৃহীত হয়।
প্রসঙ্গ:
-
হাইকোর্ট বিভাগের বেঞ্চ স্থাপনের বিষয়ে দুটি নাগরিক রীট পিটিশন দায়ের করেন—আনোয়ার হোসেন চৌধুরী ও জালাল উদ্দিন।
-
তাদের রীট পিটিশনের কারণে ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ৬টি স্থায়ী বেঞ্চ স্থগিত হয়। পরবর্তীতে এটি বাতিল করা হয়।
উৎস:
0
Updated: 1 month ago
বায়ান্নের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন কে?
Created: 1 month ago
A
টিক্কা খান
B
খাজা নাজিমুদ্দিন
C
ফিরোজ খান নুন
D
মোঃ নূরুল আমীন
বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল এক ঐতিহাসিক সংগ্রাম। এই আন্দোলনের পেছনে রাজনৈতিক নেতাদের বক্তব্য ও সরকারের অবস্থান বড় ধরনের প্রভাব ফেলেছিল। বিশেষ করে খাজা নাজিমুদ্দিন ও গভর্নর ফিরোজ খান নুনের ভূমিকা আন্দোলনকে আরও তীব্র করে তোলে।
-
ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন ফিরোজ খান নুন।
-
১৯৫২ সালের জানুয়ারির শেষ দিকে খাজা নাজিমুদ্দিনের একটি উক্তিকে কেন্দ্র করে ভাষা আন্দোলন নতুন করে জোরদার হয়।
-
২৭ জানুয়ারি নাজিমুদ্দিন ঘোষণা দেন— “পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু।”
-
২২ ফেব্রুয়ারি পূর্ববাংলা আইন পরিষদের অধিবেশনে পুনরায় ভাষা প্রশ্নে তীব্র বিতর্ক সৃষ্টি হয়।
-
অধিবেশনের সরকারি কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করা হয়।
-
পরিস্থিতি বিবেচনা করে সরকারি দল রাষ্ট্রভাষা বাংলা সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করে।
-
তবে এই বিলের ওপর এক সংশোধনী প্রস্তাবে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য কেন্দ্রের নিকট সুপারিশ করা হয়।
-
এর পর বিধানসভা ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়।
-
কিন্তু গভর্নর ফিরোজ খান নুনের অবস্থান আন্দোলনকারীদের দাবির প্রতি সহানুভূতিশীল ছিল না, বরং তা আন্দোলনকে আরও বেগবান করে।
0
Updated: 1 month ago
বাংলাদেশের মাঠ প্রশাসনের প্রথম ধাপ হলো-
Created: 1 month ago
A
সচিবালয়
B
বিভাগীয় প্রশাসন
C
জেলা প্রশাসন
D
উপজেলা প্রশাসন
বাংলাদেশের প্রশাসনিক কাঠামো
বাংলাদেশের প্রশাসন দুটি স্তরে বিভক্ত:
১. কেন্দ্রীয় প্রশাসন (সচিবালয়)
-
দেশের সব প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত কেন্দ্রীয় পর্যায়ে গ্রহণ করা হয়।
-
কেন্দ্রীয়ভাবে গৃহীত নীতি ও সিদ্ধান্ত মাঠ প্রশাসনের মাধ্যমে পুরো দেশে বাস্তবায়িত হয়।
২. মাঠ প্রশাসন
-
কেন্দ্রীয় প্রশাসনের নীতি বাস্তবায়নের জন্য মাঠ প্রশাসনের ব্যবস্থা গড়ে তোলা হয়।
-
মাঠ প্রশাসনের ধাপসমূহ:
-
বিভাগীয় প্রশাসন – প্রশাসনের সর্বোচ্চ স্থানীয় স্তর।
-
জেলা প্রশাসন – প্রতিটি জেলার প্রশাসন পরিচালনা করে।
-
উপজেলা প্রশাসন – জেলা প্রশাসনের অধীনে উপজেলা পর্যায়ের প্রশাসন।
-
-
উপজেলা প্রশাসন তৃণমূল পর্যায়ে নাগরিকদের নিকটবর্তী প্রশাসনিক কার্য সম্পাদন করে।
-
মাঠ প্রশাসন মূলত কেন্দ্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়।
0
Updated: 1 month ago
মোট কতটি দেশের অনুমোদন নিয়ে IMF প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
২৯টি
B
৩২টি
C
৪২টি
D
৪৪টি
IMF (International Monetary Fund / আন্তর্জাতিক মুদ্রা তহবিল)
-
পূর্ণরূপ: The International Monetary Fund (IMF)
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
প্রতিষ্ঠিত: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference
-
প্রাথমিক অনুমোদিত দেশ: ২৯টি
-
বর্তমান সদস্য: ১৯১টি দেশ
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও চীনা ইউয়ান)
IMF-এর প্রধান কাজ:
-
অর্থনৈতিক স্থিতিশীলতা: সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।
-
ঋণ ও সহায়তা প্রদান: কোনো দেশ অর্থনৈতিক সংকটে পড়লে ঋণ ও আর্থিক সহায়তা প্রদান।
-
পরামর্শ ও গবেষণা: সদস্য দেশগুলোর অর্থনীতি বিশ্লেষণ করে নীতি প্রণয়নে পরামর্শ দেওয়া এবং বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত তথ্য প্রদান।
-
মুদ্রা বিনিময় ও মানের স্থিতিশীলতা: আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে এবং মুদ্রার মান স্থিতিশীল রাখতে সহায়তা।
-
Special Drawing Rights (SDR): সংকটকালীন সময়ে আন্তর্জাতিক লেনদেনে ব্যবহারের জন্য সদস্য দেশগুলোকে SDR প্রদানের মাধ্যমে অর্থনৈতিক সহায়তা।
0
Updated: 2 weeks ago