'গ্রাম সরকার' ব্যবস্থার প্রবক্তা কে ছিলেন?
A
জিয়াউর রহমান
B
তাজউদ্দিন আহমদ
C
বিচারপতি আবদুস সাত্তার
D
হুসেইন মুহম্মদ এরশাদ
উত্তরের বিবরণ
গ্রাম সরকার ব্যবস্থা গঠনের মূল প্রবর্তক ছিলেন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান।
-
জিয়াউর রহমান গ্রাম পুলিশকে ব্রিটিশ চৌকিদার মডেলে সংগঠিত করেন।
-
তিনি গ্রামে গ্রামে ঘুরে জনগণকে উদ্বুদ্ধ করেন এবং তাদের নেতৃত্ব, সততা ও কর্মস্পৃহায় অনুপ্রাণিত হয়ে স্বনির্ভর গ্রাম সরকার গঠনের সিদ্ধান্ত নেন।
-
এই গ্রাম সরকারের মাধ্যমে জনগণ নিজেদের সমস্যা নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে পারতেন।
-
গ্রাম সরকারের মোট সদস্য সংখ্যা ছিল ১৪ জন, যার মধ্যে ৬ জন নারী সদস্য থাকতেন।
-
১৯৮২ সালে জেনারেল এরশাদ থানাগুলোকে উপজেলায় উন্নীত করে উপজেলা পরিষদ গঠন করেন।
উৎস:

0
Updated: 20 hours ago
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন সিনেমা বিশেষ স্বীকৃতি পেয়েছে? [আগস্ট - ২০২৫]
Created: 1 week ago
A
গেরিলা
B
মাটির ময়না
C
আলী
D
মুক্তি
৭৮তম কান চলচ্চিত্র উৎসব – ২০২৫
-
আয়োজক ও স্থান: ১২–২৩ মে ২০২৫, কান শহর, ফ্রান্স
-
উল্লেখযোগ্য পুরস্কার:
-
স্বর্ণপাম: It Was Just an Accident, পরিচালনা: জাফর পানাহি
-
সেরা পরিচালক: ক্রেবার মেনডোরসে ফিল (The Secret Agent)
-
সেরা অভিনেত্রী: নাদিয়া মেল্লিতি (Little Sister)
-
সেরা অভিনেতা: ওয়ানার মাউরা (The Secret Agent)
-
বাংলাদেশের অর্জন:
-
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় স্পেশাল মেনশন: আলী (পরিচালনা: আদনান আল রাজীব)
-
সিনেমার গল্প: নারীকণ্ঠে গান গাইতে পারে এমন এক কিশোরকে কেন্দ্র করে।

0
Updated: 1 week ago
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কবে কার্যক্রম শুরু করে?
Created: 1 day ago
A
১৬ ডিসেম্বর, ১৯৭১
B
২৬ ডিসেম্বর, ১৯৭১
C
৩১ অক্টোবর, ১৯৭২
D
১৬ ডিসেম্বর, ১৯৭২
বাংলাদেশ
ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক দেশের মুদ্রা ব্যবস্থাপনার প্রবর্তক ও নিয়ন্ত্রক, আর্থিক
খাতের রেগুলেটর এবং ব্যাংকের ব্যাংক।
- এটি মুদ্রানীতি ও ব্যাংকিং বিষয়ক
সরকারের পরামর্শদাতা এবং 'সরকারের ব্যাংক
বা কোষাগার' হিসেবেও দায়িত্ব পালন করে।
⇒
বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১২৭) এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হলেও এর কার্যক্রম শুরুর তারিখ ধরা হয় ১৯৭১ এর ১৬ ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস থেকে।
- এর পূর্বে ১৯৭২ সালের রাষ্ট্রপতির
২৬ নম্বর অধ্যাদেশ বলে এদেশে কার্যরত
বারোটি বাণিজ্যিক ব্যাংককে জাতীয়করণ এবং পুনর্বিন্যাসের মাধ্যমে
ছয়টি বাণিজ্যিক ব্যাংকে রূপ দেয়া হয়।
- তবে বিদেশি ব্যাংকগুলোকে জাতীয়করণের আওতামুক্ত রাখা হয়। এছাড়া
তদানীন্তন দু'টি বিশেষায়িত
ব্যাংক- পাকিস্তান কৃষি উন্নয়ন ব্যাংক
ও শিল্প উন্নয়ন ব্যাংককে যথাক্রমে 'বাংলাদেশ কৃষি ব্যাংক' এবং
'বাংলাদেশ শিল্প ব্যাংক' নামে নামকরণ করা
হয়।
উল্লেখ্য,
- ১৯৭২ সালে সদ্য স্বাধীন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির ৩১ অক্টোবর ১৯৭২
তারিখের অনুমোদনক্রমে জারিকৃত বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নম্বর ১২৭/১৯৭২) এর মাধ্যমে বাংলাদেশ
ব্যাংক প্রতিষ্ঠিত হয়; যা ১৯৭১
সালের ১৬ ডিসেম্বর থেকেই
কার্যকর বলে গণ্য হয়।
দীর্ঘ নয়মাস সশস্ত্র স্বাধীনতা যুদ্ধে জয়লাভের পর ১৯৭১ সালের
১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় একটি
স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ। সেই
দিন থেকে যাত্রা শুরু
হয় বাংলাদেশ ব্যাংকের।

0
Updated: 1 day ago
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?
Created: 5 days ago
A
শিল্প মন্ত্রণালয়
B
অর্থ মন্ত্রণালয়
C
প্রধানমন্ত্রীর কার্যালয়
D
বাণিজ্য মন্ত্রণালয়
বাণিজ্য মন্ত্রণালয়:
- স্বাধীনতা উত্তর বাংলাদেশে ১৯৭২ খ্রিস্টাব্দে বাণিজ্য মন্ত্রণালয়ের যাত্রা শুরু হয়।
- ১৯৮১ খ্রিস্টাব্দে বাণিজ্য মন্ত্রণালয়কে বাণিজ্য বিভাগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগ নামে দু’টি বিভাগে বিভক্ত করা হয়।
- ১৯৮২ খ্রিস্টাব্দে শিল্পের সাথে একীভূত হয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় হিসেবে আত্মপ্রকাশ করে।
- সে সময় বাণিজ্য বিভাগ, শিল্প বিভাগ এবং পাট বিভাগ এ মন্ত্রণালয়ের আওতাভুক্ত করা হয়।
- ১৯৮৫ খ্রিস্টাব্দ থেকে বাণিজ্য মন্ত্রণালয় হিসেবে পুনঃকার্যক্রম শুরু হয়।
- বাণিজ্য মন্ত্রণালয়ের উপর অর্পিত এ সকল কার্যক্রম পরিচালনার জন্য বেশ কয়েকটি অধীনস্থ দপ্তর/সংস্থা রয়েছে।
• রপ্তানি উন্নয়ন ব্যুরো,
• বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন,
• আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর,
• জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,
• যৌথমূলধন কোম্পানী

0
Updated: 5 days ago