'গ্রাম সরকার' ব্যবস্থার প্রবক্তা কে ছিলেন?
A
জিয়াউর রহমান
B
তাজউদ্দিন আহমদ
C
বিচারপতি আবদুস সাত্তার
D
হুসেইন মুহম্মদ এরশাদ
উত্তরের বিবরণ
গ্রাম সরকার ব্যবস্থা গঠনের মূল প্রবর্তক ছিলেন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান।
-
জিয়াউর রহমান গ্রাম পুলিশকে ব্রিটিশ চৌকিদার মডেলে সংগঠিত করেন।
-
তিনি গ্রামে গ্রামে ঘুরে জনগণকে উদ্বুদ্ধ করেন এবং তাদের নেতৃত্ব, সততা ও কর্মস্পৃহায় অনুপ্রাণিত হয়ে স্বনির্ভর গ্রাম সরকার গঠনের সিদ্ধান্ত নেন।
-
এই গ্রাম সরকারের মাধ্যমে জনগণ নিজেদের সমস্যা নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে পারতেন।
-
গ্রাম সরকারের মোট সদস্য সংখ্যা ছিল ১৪ জন, যার মধ্যে ৬ জন নারী সদস্য থাকতেন।
-
১৯৮২ সালে জেনারেল এরশাদ থানাগুলোকে উপজেলায় উন্নীত করে উপজেলা পরিষদ গঠন করেন।
উৎস:
0
Updated: 1 month ago
২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট অনুযায়ী, মহিলা বা ৬৫ তদূর্ধ্ব ব্যক্তির জন্য বার্ষিক করমুক্ত আয়সীমা কত?
Created: 1 month ago
A
৩,৫০,০০০ টাকা
B
৫,০০,০০০ টাকা
C
৪,০০,০০০ টাকা
D
৪,৭৫,০০০ টাকা
বাংলাদেশে করমুক্ত আয় সীমা বিভিন্ন শ্রেণির ব্যক্তির জন্য নির্ধারিত, যা তাদের আয়কর দায়বদ্ধতা কমাতে সহায়তা করে।
-
সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০,০০০ টাকা
-
নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪,০০,০০০ টাকা
-
প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫,০০০ টাকা
-
গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার করমুক্ত আয় সীমা: ৫০০,০০০ টাকা
-
তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫,০০০ টাকা
উল্লেখ্য, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে নারী এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা বৃদ্ধি পেয়ে হবে ৪,২৫,০০০ টাকা।
0
Updated: 1 month ago
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNMISS কোথায় কার্যরত?
Created: 1 month ago
A
দক্ষিণ সুদান
B
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
C
সাইপ্রাস
D
লেবানন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission)
-
সংজ্ঞা: সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং মানবিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক উদ্যোগ।
-
প্রধান লক্ষ্য:
১. সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি করা।
২. মানবাধিকার রক্ষা করা।
৩. রাজনৈতিক প্রক্রিয়ায় সহায়তা করা।
৪. যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা।
চলমান মিশনসমূহ:
-
আঞ্চলিক ভিত্তিতে: আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া
-
মিশনের উদাহরণ:
১. MINURSO – পশ্চিম সাহারা
২. MINUSCA – মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
৩. MONUSCO – গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
৪. UNDOF – গোলান হাইটস
৫. UNFICYP – সাইপ্রাস
৬. UNIFIL – লেবানন
৭. UNISFA – আবিয়েই
৮. UNMIK – কসোভো
৯. UNMISS – দক্ষিণ সুদান
১০. UNMOGIP – ভারত ও পাকিস্তান
১১. UNTSO – মধ্যপ্রাচ্য
মূল উদ্দেশ্য:
-
সংঘাতময় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও সশস্ত্র পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন।
-
যুদ্ধবিধ্বস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।
-
আঞ্চলিক সরকারের সহায়তায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।
-
অবকাঠামো পুনর্নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য পুনর্গঠন কার্যক্রম পরিচালনা।
ইতিহাস:
-
শুরু: ১৯৪৮ সালে
-
প্রথম মিশন: United Nations Truce Supervision Organization (UNTSO)
-
প্রেক্ষাপট: ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধ; লক্ষ্য ছিল যুদ্ধবিরতি কার্যকর করা এবং চুক্তি পালন মনিটর করা।
0
Updated: 1 month ago
ভাষা আন্দোলনে শহিদ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে?
Created: 1 month ago
A
আবুল বরকত
B
রফিক উদ্দিন আহমদ
C
আবদুল জব্বার
D
আব্দুস সালাম
বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও বাঙালির জাতীয়তাবোধের উদ্ভব ঘটানোর ইতিহাসে ১৯৫২ সালের ভাষা আন্দোলন এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের সময় ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ এবং পুলিশের নৃশংসতার কারণে বহু শহীদ প্রমাণ হয়ে ওঠে সংগ্রামের তীব্রতা।
-
১৯৫২ সালের ২৭ জানুয়ারি খাজা নাজিমুদ্দীন করাচি থেকে ঢাকায় আসেন।
-
তিনি পল্টন ময়দানে এক জনসভায় বলেন, প্রদেশের সরকারি কাজকর্মে কোন ভাষা ব্যবহৃত হবে তা প্রদেশের জনগণই ঠিক করবে, কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কেবল উর্দু।
-
২০ ফেব্রুয়ারি সন্ধ্যায়, আবুল হাশিমের (১৯০৫–১৯৭৪) সভাপতিত্বে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
-
২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজের একাংশে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রদের সভা হয়।
-
ছাত্ররা পাঁচ-সাতজন করে ছোট ছোট দলে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ শ্লোগান নিয়ে রাস্তায় বের হয়।
-
পুলিশের গুলিতে শহীদ হন রফিক উদ্দিন আহমদ, আবদুল জব্বার, আবুল বরকত।
-
আবুল বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে এমএ শ্রেণীর ছাত্র।
0
Updated: 1 month ago