What will be the correct preposition to complete the sentence? 'I am not bad ____ tennis'.
A
in
B
at
C
about
D
with
উত্তরের বিবরণ
• Bad at something:
English meaning: These words describe a person who lacks skill in doing something.
• The word with the broadest use is bad. You can be bad at something or bad at doing something.
Example: We’re really bad at predicting future costs.
• দক্ষতা/অদক্ষতা বুঝাতে শব্দের সাথে at ব্যবহৃত হয়। যেমন- good at, bad at etc.
যেমনঃ
He is bad/good at cricket. [a bad/good player]
Running is bad/good for you. [unhealthy/healthy]
I am not bad at tennis.
He is good at chess.
Complete sentence: I am not bad at tennis.
Source: Cambridge Dictionary.

0
Updated: 4 months ago
Choose the correct spelling.
Created: 4 weeks ago
A
Mischievious
B
Miscevious
C
Mischievous
D
Misschivous
Correct Answer: গ) Mischievous
Mischievous (Adj)
-
Bangla Meaning: অনিষ্টকর; দুষ্টবুদ্ধি; ক্ষতিকর
-
English Meaning: able or tending to cause annoyance, trouble, or minor injury
Examples:
-
You were so mischievous when you were a child!
-
She had a mischievous look in her eyes.
Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary

0
Updated: 4 weeks ago
Choose the appropriate alternative to complete the sentence. He had a _____ of fever.'
Created: 4 months ago
A
strong attack
B
severe attack
C
serious kind
D
bad attack
• Complete Sentence: He had a severe attack of fever.
• Severe- English Meaning: causing very great pain, difficulty, worry, damage, etc.; very serious.- Bangla Meaning: তীব্র, কঠোর।
- সাধারণত আবহাওয়া ও রোগের অবস্থা বুঝাতে শব্দটি ব্যবহৃত হয়। সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - severe attack.
• Severe
- সাধারণত আবহাওয়া ও রোগের অবস্থা বুঝাতে শব্দটি ব্যবহৃত হয়।

0
Updated: 4 months ago
Which sentence is correct?
Created: 1 month ago
A
This is an unique case
B
This is a unique case
C
This is a very unique case
D
This is the most unique case
• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA.
- কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
• Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
Correct sentence: This is a unique case.
সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।

0
Updated: 1 month ago