বাংলাদেশের সংবিধানের কত নং তফসিলে 'ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী'র কথা উল্লেখ করা হয়েছে?
A
দ্বিতীয়
B
তৃতীয়
C
চতুর্থ
D
পঞ্চম
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল সংযোজন করা হয়েছে, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধান ও ঐতিহাসিক ঘটনার রেকর্ড হিসেবে সংরক্ষিত।
-
প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন
-
দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন (বর্তমানে বিলুপ্ত)
-
তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা
-
চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
-
পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ মার্চের ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ
-
ষষ্ঠ তফসিল: ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা
-
সপ্তম তফসিল: ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র
উৎস:

0
Updated: 20 hours ago
বাংলাদেশের জাতীয় সংসদ কতো কক্ষবিশিষ্ট?
Created: 1 week ago
A
দুই কক্ষবিশিষ্ট
B
তিন কক্ষবিশিষ্ট
C
এক কক্ষবিশিষ্ট
D
চার কক্ষবিশিষ্ট
বাংলাদেশের আইনসভা (জাতীয় সংসদ)
-
সরকারের তিনটি বিভাগের মধ্যে আইনসভা অন্যতম।
-
বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, যা এককক্ষবিশিষ্ট।
-
জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০।
-
এর মধ্যে ৩০০ জন সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন।
-
৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত।
-
-
বাংলাদেশকে মোট ৩০০টি নির্বাচনী এলাকায় ভাগ করা হয়েছে।
-
প্রতিটি নির্বাচনী এলাকা থেকে একজন করে সংসদ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন।
-
-
সংরক্ষিত মহিলা আসনের সদস্যরা সাধারণ আসনে নির্বাচিত সদস্যদের ভোটে নির্বাচিত হন।
-
তবে মহিলা সদস্যরা চাইলে ৩০০ আসনের যে কোনো সাধারণ আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
-
-
সংসদে একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার থাকেন।
-
তাঁরা সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন।
-
-
সংসদের কার্যকাল ৫ বছর।
-
তবে রাষ্ট্রপতি প্রয়োজনে প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভেঙে দিতে পারেন।
-
-
অধিবেশন সংক্রান্ত নিয়ম:
-
একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে।
-
কোরাম: মোট সদস্যের মধ্যে কমপক্ষে ৬০ জন উপস্থিত থাকলে অধিবেশন পরিচালনা সম্ভব।
-
-
নেতৃত্ব ও বিরোধী দল:
-
প্রধানমন্ত্রী সাধারণত সংসদের নেতা।
-
নির্বাচনে দ্বিতীয় স্থানে আসা দলের প্রধান সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
-

0
Updated: 1 week ago
অষ্টম সংশোধনীতে সংবিধানের ৩০নং অনুচ্ছেদে কী ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়?
Created: 1 month ago
A
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
B
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া রাজনৈতিক সংগঠন গঠনে নিষেধাজ্ঞা
C
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া বিদেশি খেতাব গ্রহণে নিষেধাজ্ঞা
D
৩০ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বিদেশি রাষ্ট্রের খেতাব, পুরস্কার, অভিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়।
অষ্টম সংশোধনী:
-
অষ্টম সংশোধনী আইন ১৯৮৮ সালের ৭ জুন পাস হয়।
-
এর দ্বারা সংবিধানের ২, ৩, ৫, ৩০ ও ১০০ অনুচ্ছেদ সংশোধন করা হয়।
এই সংশোধনী আইনবলে:
-
ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষিত হয়।
-
ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ স্থাপনের মাধ্যমে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করা হয়।
-
সংবিধানের ৩০ অনুচ্ছেদ সংশোধন করে বাংলাদেশের রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া এদেশের কোনো নাগরিক কর্তৃক কোনো বিদেশী রাষ্ট্রের প্রদত্ত খেতাব, সম্মাননা, পুরস্কার বা অভিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়।
উল্লেখযোগ্য তথ্য:
-
পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট সংবিধানের ১০০ অনুচ্ছেদের সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে, কারণ তার দ্বারা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তিত হয়েছে।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সর্বোচ্চ কত শতাংশ টেকনোক্র্যাট মন্ত্রী হতে পারেন?
Created: 5 days ago
A
৫ শতাংশ
B
১০ শতাংশ
C
৮ শতাংশ
D
২০ শতাংশ
- সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সর্বোচ্চ ১০% টেকনোক্র্যাট হতে পারেন।
টেকনোক্র্যাট মন্ত্রী:
- সর্বোচ্চ ১০ শতাংশ সদস্য এমন ব্যক্তিদের মধ্য থেকে নিয়োগ দেওয়া যাবে যাঁরা সংসদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য।
- এরা টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে পরিচিত।
- সংবিধানের ৫৬ ধারা অনুযায়ী, মন্ত্রিপরিষদের অন্তত ৯০ শতাংশ সদস্যকে জাতীয় সংসদ সদস্যদের মধ্য থেকে নিয়োগ দিতে হবে।
- এছাড়া, প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা’ পদেও ব্যক্তিদের নিয়োগ দিতে পারেন।

0
Updated: 5 days ago