বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে 'কাস্টিং ভোট' সম্পর্কে বলা হয়েছে?
A
৭১ নং
B
৭২ নং
C
৭৩ নং
D
৭৫ নং
উত্তরের বিবরণ
কাস্টিং ভোট (Casting Vote) হলো সংসদে স্পীকারের বিশেষ ভোটাধিকার, যা সংবিধানের ৭৫ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী প্রযোজ্য।
-
সংসদে কোনো বিষয়ে দুই পক্ষের ভোট সমান হলে স্পীকার নিজের ভোট প্রয়োগ করে সংসদের অচলাবস্থা দূর করেন।
-
অন্যভাবে বলতে গেলে, কোনো বিলের ভোটাভুটিতে যখন পক্ষে ও বিপক্ষে সমান ভোট পড়ে, তখন স্পীকার তার নির্ণায়ক ভোট প্রয়োগ করেন।
-
সাধারণ ক্ষেত্রে স্পীকার নিজের ভোটাধিকার ব্যবহার করতে পারেন না; কেবল সমসংখ্যক ভোটের অবস্থায়ই এটি প্রযোজ্য।
-
এই বিশেষ ভোটকে ‘কাস্টিং বা নির্ণায়ক ভোট’ বলা হয়।
অন্য সংবিধানিক প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
৭১ নং অনুচ্ছেদ: দ্বৈত-সদস্যতায় বাধা
-
৭২ নং অনুচ্ছেদ: সংসদের অধিবেশন
-
৭৩ নং অনুচ্ছেদ: সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
উৎস:

0
Updated: 20 hours ago
কত সালে বাংলাদেশ টেলিভিশন রাষ্ট্রীয় টিভি চ্যানেলে পরিণত হয়?
Created: 2 weeks ago
A
১৯৭১ সালে
B
১৯৭১ সালে
C
১৯৭৩ সালে
D
১৯৭৪ সালে
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)
-
বাংলাদেশ টেলিভিশন বাংলাভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন।
-
১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর একটি পাইলট প্রকল্প হিসেবে যাত্রা শুরু।
-
১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ (পি.ও নং-১১৫) অনুযায়ী রাষ্ট্রীয় টিভি চ্যানেল হিসেবে নামকরণ করা হয়।
-
১৯৭৫ সালের ৯ ফেব্রুয়ারি বিটিভি স্থানান্তরিত হয় রামপুরার নিজস্ব টিভি ভবনে।
-
১৯৮০ সালে শুরু হয় রঙিন সম্প্রচার।
-
সম্প্রচার সুবিধার জন্য বর্তমানে রয়েছে ১৪টি উপকেন্দ্র/রিলে কেন্দ্র।
উল্লেখযোগ্য তথ্য:
-
বিদেশে সম্প্রচার শুরু করার লক্ষ্যে ১১ এপ্রিল ২০০৪ সালে চালু হয় বিটিভি ওয়ার্ল্ড।
-
২০১২ সালের ৫ নভেম্বর থেকে বিটিভির অনুষ্ঠান টেরিস্ট্রিয়াল এবং স্যাটেলাইটের মাধ্যমে ২৪ ঘণ্টা সম্প্রচার করা হচ্ছে।
-
২০১৩ সাল থেকে আইপিটিভি, মোবাইল টিভি ও ওয়েবটিভি এর মাধ্যমে দেশে ও বিদেশে অনুষ্ঠান দেখার সুযোগ প্রদান করা হচ্ছে।

0
Updated: 2 weeks ago
অ্যাটর্নি-জেনারেল কত সময় পর্যন্ত তার পদে বহাল থাকতে পারেন?
Created: 1 month ago
A
রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী
B
৫ বছর
C
৪ বছর
D
১০ বছর
অ্যাটর্নি-জেনারেলের নিয়োগ ও মেয়াদ
-
নিয়োগের মেয়াদ রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী নির্ধারিত হয়।
-
বাংলাদেশ সংবিধান, অনুচ্ছেদ ৬৪(৪) অনুযায়ী, অ্যাটর্নি-জেনারেল কত সময় পর্যন্ত তার পদে বহাল থাকবেন তা রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী নির্ধারিত হয়।
-
অর্থাৎ, অ্যাটর্নি-জেনারেলের জন্য কোনো নির্দিষ্ট মেয়াদ নেই; তিনি যতক্ষণ রাষ্ট্রপতি চান, ততদিন দায়িত্ব পালন করবেন।
-
রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় তাকে অপসারণ করতে পারেন বা নতুন কাউকে নিয়োগ দিতে পারেন।
-
এই বিধান অ্যাটর্নি-জেনারেলের দায়িত্ব ও পদাবধিকে সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির নিয়ন্ত্রণাধীন রাখে।
-
তাই, অ্যাটর্নি-জেনারেল কার্যত রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী পদে বহাল থাকেন এবং পারিশ্রমিকও রাষ্ট্রপতির দ্বারা নির্ধারিত হয়।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago
পাকিস্তানের কোন গভর্নর যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রিসভা বাতিল করেন?
Created: 5 days ago
A
ইয়াহিয়া খান
B
চৌধুরী খালিকুজ্জমান
C
জুলফিকার আলী ভূট্টো
D
জেনারেল গোলাম মোহাম্মদ
মন্ত্রিসভা গঠন:
- যুক্তফ্রন্ট ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে।
- শেরে বাংলা এ কে ফজলুল হক ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রীসভার মুখ্যমন্ত্রী হন।
- তিনি নিজে মুখ্যমন্ত্রির দায়িত্ব ছাড়াও অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব নেন।
- মে মাসে ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হয়।
- মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের আবু হোসেন সরকার বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার, সৈয়দ আজিজুল হক শিক্ষা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগের দায়িত্ব লাভ করেন।
- যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে পাকিস্তানের গভর্ণর জেনারেল গোলাম মুহাম্মদ।
- কেন্দ্রীয় সরকার ১৯৫৪ সালের ৩০ মে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে।
- ১৯৫৬ সাল পর্যন্ত পূর্ব বাংলায় কেন্দ্রের শাসন বলবৎ ছিল।

0
Updated: 5 days ago