বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে 'কাস্টিং ভোট' সম্পর্কে বলা হয়েছে?
A
৭১ নং
B
৭২ নং
C
৭৩ নং
D
৭৫ নং
উত্তরের বিবরণ
কাস্টিং ভোট (Casting Vote) হলো সংসদে স্পীকারের বিশেষ ভোটাধিকার, যা সংবিধানের ৭৫ (১) নং অনুচ্ছেদ অনুযায়ী প্রযোজ্য।
-
সংসদে কোনো বিষয়ে দুই পক্ষের ভোট সমান হলে স্পীকার নিজের ভোট প্রয়োগ করে সংসদের অচলাবস্থা দূর করেন।
-
অন্যভাবে বলতে গেলে, কোনো বিলের ভোটাভুটিতে যখন পক্ষে ও বিপক্ষে সমান ভোট পড়ে, তখন স্পীকার তার নির্ণায়ক ভোট প্রয়োগ করেন।
-
সাধারণ ক্ষেত্রে স্পীকার নিজের ভোটাধিকার ব্যবহার করতে পারেন না; কেবল সমসংখ্যক ভোটের অবস্থায়ই এটি প্রযোজ্য।
-
এই বিশেষ ভোটকে ‘কাস্টিং বা নির্ণায়ক ভোট’ বলা হয়।
অন্য সংবিধানিক প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
৭১ নং অনুচ্ছেদ: দ্বৈত-সদস্যতায় বাধা
-
৭২ নং অনুচ্ছেদ: সংসদের অধিবেশন
-
৭৩ নং অনুচ্ছেদ: সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
উৎস:
0
Updated: 1 month ago
রাজনৈতিক দল কীসের উপর ভিত্তি করে গড়ে উঠে?
Created: 2 months ago
A
মত, পথ ও আদর্শের ভিত্তিতে
B
স্বজাতিবোধের ভিত্তিতে
C
সম্পর্কের ভিত্তিতে
D
ন্যায়নীতির ভিত্তিতে
বাংলাদেশে রাজনৈতিক দলের সমস্যাবলী:
- বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র।
- গণতন্ত্রের আদর্শকে সফলভাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
- যেকোনো ধরনের মত, পথ ও আদর্শের উপর ভিত্তি করে বাংলাদেশে রাজনৈতিক দল গড়ে উঠতে পারে।
- যেকোনো গোষ্ঠী বা দল প্রচলিত বিধির আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যেকোনো রাজনৈতিক দল গঠন করতে পারে।
- বর্তমানে বিরাজমান এত অধিকসংখ্যক রাজনৈতিক দল কোন দেশের জন্য সুস্থ রাজনীতির লক্ষণ হতে পারে না।
- বাংলাদেশে রাজনৈতিক দলের অন্যতম সমস্যা হচ্ছে এ দলগুলো বিভিন্ন রকম।
- রক্ষণশীল, উদারনৈতিক, প্রগতিশীল, প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল আছে যারা কোন পরিবর্তন চায় না।
- ধনিক শ্রেণি নিয়ে তাদের দল গঠিত। তারা পুরোমাত্রায় রক্ষণশীল। এই দল গুলোর সমর্থকগণ রক্ষণশীল।
- আবার কতগুলো দল আছে যারা বর্তমান সমাজ ভেঙ্গে নতুন সমাজ গড়তে চায়।
- এই দলের সমর্থকগণ প্রগতিশীল হিসেবে পরিচিত।
তথ্যসূত্র - পৌরনীতি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago
পিআর নির্বাচন পদ্ধতিতে আসন বণ্টন কিসের ভিত্তিতে হয়?
Created: 2 months ago
A
এলাকার জনসংখ্যার ভিত্তিতে
B
রাজনৈতিক দলের বয়সের ভিত্তিতে
C
সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর ভিত্তিতে
D
প্রতিটি দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে
পিআর (Proportional Representation) নির্বাচন পদ্ধতি
-
সংজ্ঞা:
-
আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) এমন একটি নির্বাচন পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে।
-
এতে প্রতিটি ভোট কাজে লাগে এবং সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। উদাহরণস্বরূপ, কোনো দল যদি ১০% ভোট পায়, তাদের আসনও হবে প্রায় ১০% হারে।
-
-
প্রক্রিয়া:
-
ভোটের আগে প্রতিটি দল ক্রম ভিত্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করে।
-
প্রাপ্ত ভোটের হার অনুযায়ী সংসদে আসন বণ্টন হয়।
-
-
ধরণসমূহ:
১. মুক্ত তালিকা পদ্ধতি: ভোটের ভিত্তিতে তালিকাভুক্ত প্রার্থীদের মধ্যে থেকে আসন বরাদ্দ।
২. বদ্ধ তালিকা পদ্ধতি: দল নির্ধারণ করে কে হবেন সংসদ সদস্য।
৩. মিশ্র পদ্ধতি: কিছু আসন প্রতীকভিত্তিক, কিছু পিআর ভিত্তিক। -
বাংলাদেশে প্রেক্ষাপট:
-
দেশে বর্তমান সংসদীয় নির্বাচন ব্যবস্থায় ৩০০টি আসনে আলাদা প্রার্থী দিয়ে নির্বাচন হয়।
-
‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ (FPTP) পদ্ধতিতে যে দল বেশি আসনে জয় পায়, তারা সরকার গঠন করে, ভোটের মোট শতাংশ নয়।
-
উৎস: BBC
0
Updated: 2 months ago
অপারেশন সার্চলাইটের সময় ঢাকা শহরের বাইরে নেতৃত্ব দেন কে?
Created: 1 month ago
A
জেনারেল খাদিম হোসেন রাজা
B
লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি
C
জেনারেল রাও ফরমান আলী
D
জেনারেল টিক্কা খান
অপারেশন সার্চলাইট
-
সংজ্ঞা ও উদ্দেশ্য: অপারেশন সার্চলাইট হলো ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত সশস্ত্র অভিযান, যার উদ্দেশ্য ছিল পাকিস্তানে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনকারী মুক্তিকামী বাঙালিদের কঠোর হস্তে দমন করা।
-
পরিচালনার সময়কাল: অভিযান শুরু হয় ২৫ মার্চ রাত সাড়ে এগারটা থেকে এবং মধ্য মে পর্যন্ত বড় বড় শহরে বিস্তৃত হয়।
-
মূল সময়সূচি ও নেতৃত্ব:
-
মূল পরিকল্পনা অনুসারে অভিযান শুরু হওয়ার সময় ছিল ২৬ মার্চ রাত ১টা।
-
ঢাকায় অভিযানে নেতৃত্ব দেন জেনারেল রাও ফরমান আলী।
-
ঢাকার বাইরের অঞ্চলে নেতৃত্ব দেন জেনারেল খাদিম হোসেন রাজা।
-
সূত্র:
0
Updated: 1 month ago