নিম্নের কোনটির ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশ অনুসরণে বাধ্য নয়?
A
জরুরি অবস্থা ঘোষণা
B
সংসদ অধিবেশন আহ্বান
C
প্রধান বিচারপতি নিয়োগ
D
সংসদ ভেঙ্গে দেওয়া
উত্তরের বিবরণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের চতুর্থ ভাগের ৪৮ (৩) নং অনুচ্ছেদ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করেন। সাধারণত, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সমস্ত দায়িত্ব পালন করবেন, তবে সংবিধানের ৫৬ অনুচ্ছেদ (৩) এবং ৯৫ অনুচ্ছেদ (১) অনুযায়ী প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে তিনি স্বতন্ত্রভাবে কাজ করতে পারেন।
-
সংসদীয় প্রথা অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হয়।
-
সংবিধানের ১৪১ক অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির জরুরি-অবস্থা ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বে প্রধানমন্ত্রীর স্বাক্ষর প্রয়োজন।
-
সংবিধানের ৭২ নং অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি সংসদ আহবান, স্থগিত ও ভঙ্গ করতে পারেন এবং এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী কাজ করবেন।
উৎস:

0
Updated: 20 hours ago
'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' গ্রন্থ দুটি কে রচনা করেন?
Created: 1 week ago
A
বিজয়সেন
B
বল্লালসেন
C
লক্ষ্মণসেন
D
জয়দেব সেন
সেন রাজা বল্লালসেন একজন সুপণ্ডিত রাজা ছিলেন এবং তিনি ‘দানসাগর’ ও ‘অদ্ভুতসাগর’ নামক দুটি বিখ্যাত স্মৃতিশাস্ত্র গ্রন্থ রচনা করেন।
বল্লাল সেন:
-
বিজয় সেনের মৃত্যুর পর আনুমানিক ১১৬০ সালে তার পুত্র বল্লাল সেন সিংহাসনে আরোহণ করেন।
-
তিনি রাজ্য জয়ের চেয়ে দেশের ভেতরে উন্নয়ন, নতুন প্রথা চালু এবং সংস্কারের কাজে বেশি মনোযোগী ছিলেন।
-
গোবিন্দপালকে পরাজিত করে মগধের পূর্বাঞ্চল অধিকার করেন।
-
কথিত আছে যে, তিনি তাঁর পিতার রাজত্বকালে মিথিলা জয় করেন।
-
বল্লাল সেন ছিলেন বিদ্যান ও বিদ্যোৎসাহী রাজা।
-
তিনি ব্রতসাগর, আচারসাগর, প্রতিষ্ঠাসাগর, দানসাগর, অদ্ভুতসাগর নামে পাঁচটি গ্রন্থ রচনা করেন।
-
কৌলিন্য প্রথার প্রবর্তক হিসেবে ইতিহাসে বিশেষভাবে পরিচিত।
-
পিতার ন্যায় তিনি শৈব ধর্মের অনুগামী ছিলেন।
-
ধর্মপ্রচারে তার বিশেষ আগ্রহ ছিল।
-
তিনি তার পিতার অন্যান্য উপাধির সঙ্গে ‘অরিরাজ নিঃশঙ্কর’ উপাধি গ্রহণ করেন।
-
আনুমানিক ১৮ বছর রাজত্ব করার পর বৃদ্ধ বয়সে পুত্র লক্ষণ সেনের হাতে রাজ্যভার হস্তান্তর করেন এবং সস্ত্রীক ত্রিবেণীর কাছে গঙ্গাতীরে বাণপ্রস্থ অবলম্বন করে শেষ জীবন অতিবাহিত করেন।
সূত্র:

0
Updated: 1 week ago
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান কততম? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
১০০তম
B
১০২তম
C
১০৪তম
D
১০৭তম
ফিফা র্যাঙ্কিং (নারী ফুটবল)
-
নারী ফুটবলে ফিফার সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২৪ ধাপ এগিয়েছে।
-
১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ ১০৪তম স্থানে অবস্থান করছে।
-
বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে +৮০.৫১।
-
ফিফা জানিয়েছে, এবারের হালনাগাদ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ এবং সর্বাধিক পয়েন্ট (+৮০.৫১) অর্জন করেছে বাংলাদেশ দল।
উল্লেখযোগ্য:
-
গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১২৮তম।
-
এরপর ২৯ জুন বাহরাইনকে হারায় (৩৬ ধাপ এগিয়ে থাকা) এবং ২ জুলাই মিয়ানমারকে হারায় (৭৩ ধাপ এগিয়ে থাকা)।
-
প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে নাম লেখায় পিটার বাটলারের দল।
-
এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের।
তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন [Link]

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনীর মাধ্যমে নতুন কোন অনুচ্ছেদ সংযোজন করা হয়?
Created: 1 week ago
A
৪৭ক
B
৪৮ক
C
৫১ক
D
৫৩ক
বাংলাদেশের সংবিধান: প্রথম সংশোধনী (১৯৭৩)
-
প্রবর্তন: ১৯৭৩ সালের ১৫ জুলাই, সংবিধান (প্রথম সংশোধনী) আইন, ১৯৭৩।
-
মূল উদ্দেশ্য: যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচার ও শাস্তি নিশ্চিত করা।
-
সংশোধনের বিষয়বস্তু:
-
সংবিধানের ৪৭ অনুচ্ছেদে অতিরিক্ত একটি দফা সংযোজন।
-
সংযোজনের মাধ্যমে বলা হয়েছে যে, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনে অন্যান্য অপরাধের জন্য যে কোনো ব্যক্তিকে বিচার ও শাস্তি দেওয়া যাবে।
-
৪৭ক অনুচ্ছেদ সংযুক্ত করা হয়েছে, যাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, এই অপরাধসমূহের ক্ষেত্রে নির্দিষ্ট মৌলিক অধিকার প্রযোজ্য হবে না।
-

0
Updated: 1 week ago