গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪(১) অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা'র প্রথম কত চরণ নেওয়া হয়?
A
৮
B
১০
C
১২
D
১৪
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগ, ৪ নং অনুচ্ছেদে দেশের জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী সংরক্ষিত আছে।
-
জাতীয় সঙ্গীত: প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত হলো **‘আমার সোনার বাংলা’**র প্রথম দশ চরণ।
-
জাতীয় পতাকা: সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত।
-
জাতীয় প্রতীক: উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, যার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পর সংযুক্ত পত্র এবং উভয় পার্শ্বে দুইটি করে তারকা।
-
উপরোক্ত সব দফা-সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত অন্যান্য বিধানাবলী আইন দ্বারা নির্ধারিত হবে।
উৎস:

0
Updated: 20 hours ago
নিচের কোনটি নির্বাহী বিভাগের অংশ নয়?
Created: 2 weeks ago
A
মন্ত্রিপরিষদ
B
প্রধানমন্ত্রী
C
প্রধান বিচারপতি
D
রাষ্ট্রপতি
বাংলাদেশ সরকারের কাঠামো তিনটি প্রধান বিভাগে বিভক্ত, যেখানে প্রতিটি বিভাগ রাষ্ট্র পরিচালনার নির্দিষ্ট দায়িত্ব পালন করে। এর মধ্যে প্রধান বিচারপতি বিচার বিভাগের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
-
নির্বাহী বিভাগকে শাসনবিভাগও বলা হয়। এটি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ নিয়ে গঠিত এবং রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব পালন করে।
-
আইন বিভাগ আইন প্রণয়ন ও সংশোধনের কাজ করে থাকে। এ দায়িত্ব সাধারণত জাতীয় সংসদ পালন করে।
-
বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে। এটি সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে গঠিত। এর নেতৃত্বে থাকেন প্রধান বিচারপতি।
উৎস:

0
Updated: 2 weeks ago
মুক্তিযুদ্ধে ’যৌথ কমান্ড' গঠন হয়েছিল কবে?
Created: 5 days ago
A
২১ নভেম্বর, ১৯৭১ সালে
B
২৬মার্চ, ১৯৭১ সালে
C
২৩ অক্টোবর, ১৯৭১ সালে
D
১৬ ডিসেম্বর, ২০২৫ সালে
যৌথ কমান্ড গঠন:
- মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী মিলে 'যৌথ কমান্ড' গঠন করে।
- সময়: ১৯৭১ সালের ২১ নভেম্বর।
- লেফটেন্যান্ট জেনারেন জগজিৎ সিং অরোরার নেতৃত্বে এই বাহিনী গঠিত হয়।
- ৩ ডিসেম্বর পাকিস্তান ভারতে আক্রমণ করলে ভারত সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়।
- ৬ থেকে ১৬ ডিসেম্বর ভারতীয় বাহিনী মুক্তিবাহিনীর সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এই যৌথ কমান্ড এর নিকট পাক-বাহিনী আত্মসমর্পণ করে।

0
Updated: 5 days ago
দেশের প্রথম অর্গানিক চা উৎপাদন শুরু হয় কোন জেলায়?
Created: 5 days ago
A
কুড়িগ্রাম
B
পঞ্চগড়
C
মৌলভীবাজার
D
সিলেট
অর্গানিক চা:
- অর্গানিক বা ভেষজ চা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোনোরকম ক্ষতিকর রাসায়নিক ও কৃত্রিম উপাদান ছাড়া উৎপাদন প্রক্রিয়া।
- অর্গানিক চা চাষে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহৃত হয় না।
- বাংলাদেশে পঞ্চগড় জেলার তেতুঁলিয়ায় সর্বপ্রথম অর্গানিক চায়ের চাষ শুরু হয়।
- ২০০০ সালে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে চায়ের আবাদ শুরু হয়।
- উৎপাদন শুরু হয় ২০০৪ সালে।
- বর্তমানে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায় ক্ষুদ্র ও বৃহৎ পরিসরে অর্গানিক চায়ের চাষ হচ্ছে।
উল্লেখ্য,
- দেশে বর্তমানে নিবন্ধিত চা বাগান ১৭০ টি। [আগস্ট,২০২৫]
- মৌলভীবাজার জেলায় অবস্থিত ৯০টি চা বাগান,
- সিলেট জেলায় অবস্থিত ১৯টি চা বাগান,
- পঞ্চগড় জেলায় অবস্থিত ১০ টি চা বাগান,
- রাঙ্গামাটি জেলায় অবস্থিত ০২টি
উৎস: প্রথম আলো ও জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 5 days ago