একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৫ সে.মি. এবং ১২ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?
A
৩০ বর্গ সে.মি.
B
৬০ বর্গ সে.মি.
C
১২০ বর্গ সে.মি.
D
৭০ বর্গ সে.মি.
উত্তরের বিবরণ
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৫ সেমি এবং ১২ সেমি হলে, রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
-
রম্বসের ক্ষেত্রফল সূত্র: (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
-
ক্ষেত্রফল = (১/২) × ৫ × ১২
-
ক্ষেত্রফল = (১/২) × ৬০
-
ক্ষেত্রফল = ৩০ বর্গ সেমি
সুতরাং, রম্বসটির ক্ষেত্রফল ৩০ বর্গ সেমি।
0
Updated: 1 month ago
কোন পরীক্ষায় ৭৫% গণিতে এবং ৬৫% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৫৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
Created: 1 month ago
A
১০%
B
১৫%
C
২০%
D
২৫%
প্রশ্ন: কোন পরীক্ষায় ৭৫% গণিতে এবং ৬৫% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৫৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
সমাধান:
গণিতে পাশ = n(M) = ৭৫%
বাংলায় পাশ = n(B) = ৬৫%
উভয় বিষয়ে পাশ = n(M ∩ B) = ৫৫%
যে কোনো এক বিষয় বা উভয় বিষয়ে পাশ = n(M ∪ B)
n(M ∪ B) = n(M) + n(B) - n(M ∩ B)
= ৭৫% + ৬৫% - ৫৫%
= ১৪০% - ৫৫%
= ৮৫%
∴ উভয় বিষয়ে ফেল করল = ১০০% - ৮৫%
= ১৫%
0
Updated: 1 month ago
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে.মি. এবং ১২ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?
Created: 2 months ago
A
২৪ বর্গ সে.মি.
B
৪৮ বর্গ সে.মি.
C
৯৬ বর্গ সে.মি.
D
১২ বর্গ সে.মি.
সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৮ সে.মি. এবং ১২ সে.মি.
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৮ × ১২ বর্গ সে.মি.
= ৪৮ বর্গ সে.মি.।
0
Updated: 2 months ago
শতকরা বার্ষিক ৫ টাকা হারে সরল সুদে ১৩০০ টাকা তিন বছরে সুদে-আসলে কত টাকা হবে?
Created: 1 month ago
A
১৪৭৫ টাকা
B
১৪৯৫ টাকা
C
১৪২০ টাকা
D
১৩৮০ টাকা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা হারে সরল সুদে ১৩০০ টাকা তিন বছরে সুদে-আসলে কত টাকা হবে?
সমাধান:
দেওয়া আছে,
আসল, p = ১৩০০ টাকা
সুদের হার, r = ৫%
সময়, n = ৩ বছর
আমরা জানি,
সুদ, I = pnr/১০০
বা, I = (১৩০০ × ৩ × ৫)/১০০
বা, I = ১৯৫
∴ সুদ-আসল = I + p = (১৯৫ + ১৩০০) টাকা = ১৪৯৫ টাকা
0
Updated: 1 month ago