একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৫ সে.মি. এবং ১২ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?
A
৩০ বর্গ সে.মি.
B
৬০ বর্গ সে.মি.
C
১২০ বর্গ সে.মি.
D
৭০ বর্গ সে.মি.
উত্তরের বিবরণ
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৫ সেমি এবং ১২ সেমি হলে, রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
-
রম্বসের ক্ষেত্রফল সূত্র: (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
-
ক্ষেত্রফল = (১/২) × ৫ × ১২
-
ক্ষেত্রফল = (১/২) × ৬০
-
ক্ষেত্রফল = ৩০ বর্গ সেমি
সুতরাং, রম্বসটির ক্ষেত্রফল ৩০ বর্গ সেমি।

0
Updated: 21 hours ago
অসমতাটির সমাধান কত?
Created: 21 hours ago
A
- 2 < x < 3
B
x < -1 অথবা x > 4
C
x > 4
D
- 3 < x < 2
প্রশ্ন: অসমতাটির সমাধান কত?
সমাধান:

0
Updated: 21 hours ago
একটি টেবিল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি টেবিলটি আরও ১১২৫ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তবে ১০% লাভ হতো। টেবিলটির ক্রয়মূল্য কত?
Created: 1 week ago
A
৬৫০০ টাকা
B
৭০০০ টাকা
C
৭৫০০ টাকা
D
৮০০০ টাকা
প্রশ্ন: একটি টেবিল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি টেবিলটি আরও ১১২৫ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তবে ১০% লাভ হতো। টেবিলটির ক্রয়মূল্য কত?
সমাধান:
ধরি,
টেবিলটির ক্রয়মূল্য = ১০০ টাকা।
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৫) টাকা = ৯৫ টাকা
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা
∴ বিক্রয়মূল্য বেশি = (১১০ - ৯৫) টাকা = ১৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা
∴ বিক্রয়মূল্য ১১২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ১১২৫)/১৫ টাকা = ৭৫০০ টাকা

0
Updated: 1 week ago
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
Created: 2 days ago
A
২(দৈর্ঘ্য + প্রস্থ)
B
দৈর্ঘ্য × প্রস্থ
C
ভূমি × উচ্চতা
D
১/২(ভূমি × উচ্চতা)
প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো- (ভূমি × উচ্চতা) ।
অন্যদিকে,
• বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)২,
• আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) এবং
• রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল ।

0
Updated: 2 days ago