অসমতাটির সমাধান কত?
A
- 2 < x < 3
B
x < -1 অথবা x > 4
C
x > 4
D
- 3 < x < 2
উত্তরের বিবরণ
প্রশ্ন:
অসমতাটির সমাধান কত?
সমাধান:
0
Updated: 1 month ago
একটি সংখ্যা ১১৫ থেকে যত বড়, ২০৫ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
Created: 1 month ago
A
১৬৫
B
১৫৫
C
১৬০
D
১৮০
প্রশ্ন: একটি সংখ্যা ১১৫ থেকে যত বড়, ২০৫ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
সমাধান:
মনে করি, সংখ্যাটি ক।
প্রশ্নমতে,
ক - ১১৫ = ২০৫ - ক
বা, ক + ক = ২০৫ + ১১৫
বা, ২ক = ৩২০
বা, ক = ৩২০ / ২
∴ ক = ১৬০
অতএব, সংখ্যাটি হলো ১৬০।
0
Updated: 1 month ago
(√3, 1) কে পোলার স্থানাঙ্কে প্রকাশ করলে কত হয়?
Created: 1 month ago
A
(2, π/6)
B
(4, - π/6)
C
(2, - π/3)
D
(3, 4π)
প্রশ্ন: (√3, 1) কে পোলার স্থানাঙ্কে প্রকাশ করলে কত হয়?
সমাধান:
ধরি,
(√3, 1) কে পোলার স্থানাঙ্ক (r, θ)
এখানে,
r = √[(√3)2 + (1)2]
= √4
= 2
আবার,
θ = tan-1 (1/√3)
= tan-1 (1/√3)
= π/6
∴ (√3, 1) এর পোলার স্থানাঙ্ক = (2, π/6)
0
Updated: 1 month ago
বাস্তব সংখ্যায় | 3x+2 | < 7 অসমতাটির সমাধান:
Created: 1 month ago
A
-3 < x < 3
B
-5/3 < x < 5/3
C
-3 < x < 5/3
D
5/3 < x < -5/3
। 3x + 2 । < 7
⇒ - 7 < 3x + 2 < 7
⇒ - 7 - 2 < 3x + 2 - 2 < 7 - 2
⇒ - 9 < 3x < 5
⇒ (- 9/3) < (3x/3) < (5/3)
⇒ - 3 < x < (5/3)
0
Updated: 1 month ago