পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের ৩ গুণ। পিতার বর্তমান বয়স কত?
A
৩০ বছর
B
৪০ বছর
C
৪৫ বছর
D
৬০ বছর
উত্তরের বিবরণ
প্রশ্ন: পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের ৩ গুণ। পিতার বর্তমান বয়স কত?
সমাধান:
ধরি, পুত্রের বর্তমান বয়স = ক বছর।
∴ পিতার বর্তমান বয়স = ৪ক বছর।
৫ বছর পরে,
পুত্রের বয়স = ক + ৫
পিতার বয়স = ৪ক + ৫
প্রশ্নমতে,
৪ক + ৫ = ৩(ক + ৫)
⇒ ৪ক + ৫ = ৩ক + ১৫
⇒ ৪ক - ৩ক = ১৫ - ৫
⇒ ক = ১০
∴ পিতার বর্তমান বয়স = ৪ × ১০ = ৪০ বছর

0
Updated: 21 hours ago
f(x) = x3 + kx2 - 4x - 8 হয়, তাহলে k-এর কোন মানের জন্য f(- 2) = 0?
Created: 2 weeks ago
A
- 4
B
- 2
C
2
D
3
প্রশ্ন: f(x) = x3 + kx2 - 4x - 8 হয়, তাহলে k-এর কোন মানের জন্য f(- 2) = 0?
সমাধান:
দেওয়া আছে,
f(x) = x3 + kx2 - 4x - 8
∴ f(- 2) = (- 2)3 + k (- 2)2 - 4(- 2) - 8
⇒ f(- 2) = - 8 + 4k + 8 - 8
⇒ f(- 2) = 4k - 8
যেহেতু,
f(- 2) = 0
⇒ 4k - 8 = 0
⇒ 4k = 8
⇒ k = 8 /4
⇒ k = 2

0
Updated: 2 weeks ago
যদি p3 + hp + 10 = 0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত?
Created: 17 hours ago
A
- 9
B
- 8
C
4
D
9
প্রশ্ন: যদি p3 + hp + 10 = 0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত?
সমাধান:
p3 + hp + 10 = 0 এর একটি সমাধান 2 হলে p = 2 হবে।
f(2) = 0
ধরি
f(p)= p3 + hp + 10
f(2) = 23 + h × 2 + 10
⇒ 8 + 2h + 10 = 0
⇒ 2h + 18
যেহেতু
f(2) = 0
বা, 2h + 18 = 0
বা, 2h = - 18
∴ h = - 9

0
Updated: 17 hours ago
একটি খামারে হাঁস ও ছাগল একত্রে ১০০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২৬০টি। তা হলে কতটি হাঁস আছে?
Created: 3 weeks ago
A
৩৫
B
৬৫
C
৫০
D
৭০
গণিত
অসমতা (Inequality)
বীজগণিত (Algebra)
সরল সমীকরণ (Simple/linear equation)
সরল-সহসমীকরণ (Simultaneous linear equations)
প্রশ্ন: একটি খামারে হাঁস ও ছাগল একত্রে ১০০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২৬০টি। তা হলে কতটি হাঁস আছে?
সমাধান:
ধরি,
হাঁস আছে = ক টি
∴ ছাগল আছে = (১০০ - ক) টি
প্রশ্নমতে,
২ক + ৪(১০০ - ক) = ২৬০
⇒ ২ক + ৪০০ - ৪ক = ২৬০
⇒ ৪০০ - ২ক = ২৬০
⇒ - ২ক = ২৬০ - ৪০০
⇒ - ২ক = -১৪০
⇒ ২ক = ১৪০
∴ ক = ৭০
সুতরাং, হাঁস আছে ৭০টি।

0
Updated: 3 weeks ago