একটি সমান্তর ধারায় 15 তম পদ 59 হলে তার প্রথম 29 পদের সমষ্টি কত?
A
1620
B
1711
C
1814
D
1964
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি সমান্তর ধারায় 15 তম পদ 59 হলে তার প্রথম 29 পদের সমষ্টি কত?
সমাধান:
ধরি, সমান্তর ধারার প্রথম পদ = a
এবং সাধারণ অন্তর = d
n-তম পদ = a + (n−1)d
∴ 15-তম পদ = a + (15 - 1)d
= a + 14d
প্রশ্নমতে, a + 14d = 59 … (1)
আমরা জানি,
প্রথম n সংখ্যক পদের সমষ্টি:
Sn = (n/2)[2a + (n - 1)d]
অতএব, প্রথম 29 পদের সমষ্টি:
S29 = (29/2)[2a + (29 - 1)d]
= (29/2)[2a + 28d]
= (29/2)[2(a + 14d)]
= 29(a + 14d)
= 29 × 59 [(1) থেকে a + 14d = 59]
= 1711
0
Updated: 1 month ago
একটি শ্রেণিতে ২৫ জন ছাত্রের মধ্যে ১২ জন জীববিজ্ঞান এবং ৭ জন জীববিজ্ঞান ও উচ্চতর গণিত উভয় বিষয় নিয়েছে। ২ জন ছাত্র কোনো বিষয় নেয়নি। কতজন ছাত্র শুধু উচ্চতর গণিত নিয়েছে?
Created: 1 month ago
A
২ জন
B
৮ জন
C
১১ জন
D
১৩ জন
প্রশ্ন: একটি শ্রেণিতে ২৫ জন ছাত্রের মধ্যে ১২ জন জীববিজ্ঞান এবং ৭ জন জীববিজ্ঞান ও উচ্চতর গণিত উভয় বিষয় নিয়েছে। ২ জন ছাত্র কোনো বিষয় নেয়নি। কতজন ছাত্র শুধু উচ্চতর গণিত নিয়েছে?
সমাধান:
কোনো বিষয় নেয়নি = ২ জন
উভয় বিষয় নিয়েছে = ৭ জন
শুধু জীববিজ্ঞান নিয়েছে = (১২ - ৭) জন = ৫ জন
ধরি,
শুধু উচ্চতর গণিত নিয়েছে = x জন
প্রশ্নমতে,
৫ + x + ৭ + ২ = ২৫
⇒ ১৪ + x = ২৫
⇒ x = ২৫ - ১৪
⇒ x = ১১
অর্থাৎ ১১ জন ছাত্র শুধু উচ্চতর গণিত নিয়েছে।
0
Updated: 1 month ago
১ থেকে ১০০ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
Created: 1 month ago
A
৫০
B
৫০.৫
C
৫১
D
৪৯.৫
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
সমাধান:
ক্রমিক সংখ্যার গড় নির্ণয়ের সূত্র:
গড় = (প্রথম পদ + শেষ পদ)/২
এখানে, প্রথম পদ = ১, শেষ পদ = ১০০
অতএব, গড় = (১ + ১০০)/২
= ১০১/২
= ৫০.৫
∴ ১ থেকে ১০০ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় হল ৫০.৫
0
Updated: 1 month ago
In a class, 30 students play basketball, 20 students play volleyball, and 8 students play both. 12 students play neither basketball nor volleyball. What is the total number of students in the class?
Created: 1 month ago
A
45
B
72
C
60
D
54
Question: In a class, 30 students play basketball, 20 students play volleyball, and 8 students play both. 12 students play neither basketball nor volleyball. What is the total number of students in the class?
Solution:
Number of students who play basketball, n(B) = 30
Number of students who play volleyball, n(V) = 20
Number of students who play both basketball and volleyball, n(B ∩ V) = 8
Number of students who play neither = 12
n(B ∪ V) = n(B) + n(V) - n(B ∩ V)
= 30 + 20 - 8 = 42
Total students in the class = students who play basketball or volleyball + students who play neither
n(U) = n(B ∪ V) + neither = 42 + 12 = 54
∴ Total 54 students in the class.
0
Updated: 1 month ago