একটি চেয়ার ৭২০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হবে?
A
৫৪০ টাকা
B
৪৮০ টাকা
C
৬৬০ টাকা
D
৬০০ টাকা
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি চেয়ার ৭২০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হবে?
সমাধান:
২০% লাভে,
বিক্রয়মূল্য ১২০ টাকায় ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকায় ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা
বিক্রয়মূল্য ৭২০ টাকায় ক্রয়মূল্য = (১০০ × ৭২০)/১২০ টাকা
= ৬০০ টাকা
আবার,
১০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০/১০০ টাকা
ক্রয়মূল্য ৬০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৯০ × ৬০০)/১০০ টাকা
= ৫৪০ টাকা
0
Updated: 1 month ago
At what rate of compound interest per annum will a sum of Tk. 4000 becomes Tk. 4840 in 2 years?
Created: 1 month ago
A
20%
B
10%
C
9%
D
12%
Question: At what rate of compound interest per annum will a sum of Tk. 4000 becomes Tk. 4840 in 2 years?
Solution:
Principal, P = Tk. 4000
Compound Amount, C = Tk. 4840
Time, n = 2 years
Rate, r = ?
We know,
C = P × (1 + r/100)n
⇒ 4840 = 4000 × (1 + r/100)2
⇒ (1 + r/100)2 = 4840/4000
⇒ (1 + r/100)2 = 484/400
⇒ 1 + r/100 = 22/20 [উভয়পাশে বর্গমূল করে]
⇒ r/100 = (11/10) - 1
⇒ r/100 = (11 - 10)/10
⇒ r/100 = 1/10
⇒ r = (1 × 100)/10
∴ r = 10
∴ Interest Rate = 10%
0
Updated: 1 month ago
সুলেমান তার সঞ্চয়ের তিন-সপ্তমাংশ দিয়ে একটি জমি কিনে এবং জমির মূল্যের এক-তৃতীয়াংশ দিয়ে একটি বাড়ি কিনে। জমি ও বাড়ি কেনার পর তার মোট সঞ্চয়ের কত অংশ অবশিষ্ট রইল?
Created: 1 week ago
A
১/৭
B
৩/৭
C
২/৭
D
৪/৭
সুলেমান বাড়ি কিনে = ৩/৭ × ১/৩ = ১/৭
∴ মোট জমি ও বাড়ি কিনে = ৩/৭+১/৭ = ৪/৭
সুতরাং জমি ও বাড়ি কেনার পর তার মোট সঞ্চয়ের অবশিষ্ট রইল = ১-৪/৭ = ৩/৭
0
Updated: 1 week ago
১৪, ২৭, ৩৫, ৪০, ১২, ৫৩, ২২ উপাত্তগুলোর পরিসর কত?
Created: 1 month ago
A
২৭
B
৩৮
C
৪০
D
৪২
প্রশ্ন: ১৪, ২৭, ৩৫, ৪০, ১২, ৫৩, ২২ উপাত্তগুলোর পরিসর কত?
সমাধান:
প্রদত্ত উপাত্ত সমূহের,
সর্বনিম্ন সংখ্যা = ১২
সর্বোচ্চ সংখ্যা = ৫৩
∴ পরিসর = (সর্বোচ্চ সংখ্যা - সর্বনিম্ন সংখ্যা) + ১
= (৫৩ - ১২) + ১
= ৪১ + ১
= ৪২
0
Updated: 1 month ago