শতকরা ৬ টাকা হার সরল সুদে ৫ বছরে সুদে আসলে ১৫৬০০ টাকা হলে, মূলধন কত?
A
১২০০০ টাকা
B
১২৫০০ টাকা
C
১৩০০০ টাকা
D
১৪০০০ টাকা
উত্তরের বিবরণ
প্রশ্ন: শতকরা ৬ টাকা হার সরল সুদে ৫ বছরে সুদে আসলে ১৫৬০০ টাকা হলে, মূলধন কত?
সমাধান:
১০০ টাকায় ১ বছরের সুদ = ৬ টাকা
∴ ১০০ টাকায় ৫ বছরের সুদ = (৬ × ৫) টাকা = ৩০ টাকা
∴ ১০০ টাকায় ৫ বছরের সুদাসল হবে (১০০ + ৩০) টাকা = ১৩০ টাকা
সুদাসল ১৩০ টাকা হলে, আসল ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে, আসল ১০০/১৩০ টাকা
∴ সুদাসল ১৫৬০০ টাকা হলে, আসল (১০০ × ১৫৬০০)/১৩০ টাকা
= (১০০ × ১২০) টাকা = ১২০০০ টাকা
0
Updated: 1 month ago
একটি মোটরসাইকেলের সামনের চাকা ঘণ্টায় ৮৪০ বার ঘুরে। 'ক' সেকেণ্ডে চারটি কতবার ঘুরবে?
Created: 1 week ago
A
১৮ ক / ৩৩ বার
B
৭ক / ৩০ বার
C
১১ ক/ ৩৬ বার
D
৯ ক / ৩০
৩৬০০ সেকেন্ডে ঘুরে = ৮৪০ বার।
১ সেকেন্ডে ঘুরে = ৮৪০/৩৬০০ = ৭/৩০ বার।
ক সেকেন্ডে ঘুরে = ৭ক/৩০ বার।
0
Updated: 1 week ago
পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে?
Created: 2 weeks ago
A
৯
B
১২
C
১৪
D
১৫
সংখাগুলো হতে পারেঃ ১,২ ও ৩; ২,৩ ও ৪; ৩,৪ ও ৫; ৪, ৫ ও ৬; ৫, ৬ ও ৭ প্রভৃতি।
কিন্তু ৪×৫×৬=১২০
এবং ৪+৫+৬ = ১৫
∴ নির্ণেয় যোগফল ১৫
0
Updated: 2 weeks ago
7 টি ক্রমিক সংখ্যার গড় 33 হলে বৃহত্তম সংখ্যাটি কত?
Created: 1 month ago
A
30
B
32
C
36
D
38
প্রশ্ন: 7 টি ক্রমিক সংখ্যার গড় 33 হলে বৃহত্তম সংখ্যাটি কত?
সমাধান:
সবচেয়ে ছোট ক্রমিক সংখ্যা x হলে -
ক্রমিক সংখ্যাগুলো যথাক্রমে x, (x + 1), (x + 2), (x + 3), (x + 4), (x + 5), (x + 6)
∴ ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি = x + (x + 1) + (x + 2) + (x + 3) + (x + 4) + (x + 5) + (x + 6)
= x + x + 1 + x + 2 + x + 3 + x + 4 + x + 5 + x + 6
= 7x + 21
= 7(x + 3)
শর্তমতে,
7(x + 3) = 33 × 7
বা, x + 3 = (33 × 7)/7
বা, x + 3 = 33
বা, x = 33 - 3
∴ x = 30
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = x + 6
= 30 + 6
= 36
0
Updated: 1 month ago