’মায়া সভ্যতা’ কোন মহাদেশে গড়ে উঠে?
A
এশিয়া
B
আমেরিকা
C
ইউরোপ
D
আফ্রিকা
উত্তরের বিবরণ
মায়া সভ্যতা হলো মেসোআমেরিকার অন্যতম বিখ্যাত ও প্রাচীন ধ্রুপদী সভ্যতা, যার বিস্তার বর্তমান গুয়াতেমালা, বেলিজ, মেক্সিকো, এল সালভাদর ও হন্ডুরাসে দেখা যায়।
-
প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান থেকে জানা যায়, আনুমানিক ২৬০০ খ্রিস্টপূর্বাব্দে মায়ারা উত্তর আমেরিকা থেকে গুয়াতেমালার উচ্চভূমিতে স্থানান্তরিত হয়।
-
উন্নত কৃষি কৌশল প্রয়োগ করে তারা ২৫০ খ্রিস্টাব্দের দিকে সমৃদ্ধ কৃষি সম্প্রদায় গড়ে তোলে।
-
মায়ারা জটিল লোগোসিলাবিক লিখনপদ্ধতি তৈরি করে, যা প্রাক-কলম্বিয়া আমেরিকার অন্যতম উন্নত লিপি।
-
গণিতে শূন্যের ধারণা প্রবর্তন করে এবং জ্যোতির্বিজ্ঞানে বিশেষ দক্ষতা অর্জন করে, স্বর্গীয় চক্র পর্যবেক্ষণের জন্য উন্নত ক্যালেন্ডার প্রণয়ন করে।
-
আনুষ্ঠানিক নগর কেন্দ্রগুলোতে ছিল চিত্তাকর্ষক মন্দির, উঁচু পিরামিড, বিশাল প্রাসাদ ও মানমন্দির, যা ধাতব সরঞ্জাম ছাড়া নির্মিত।
-
মায়ারা নগর-রাষ্ট্রে সংগঠিত ছিল, যেমন টিকাল, প্যালেনক, কোপান ও চিচেন ইৎজা।
-
মায়া সভ্যতার ক্লাসিক যুগ (২৫০–৯০০ খ্রিস্টাব্দ) শিল্প, স্থাপত্য ও বিজ্ঞানে অসামান্য সাফল্যের সময়কাল ছিল।
-
পরবর্তী সময়ে অনেক প্রধান নগর পতিত হলেও, পোস্টক্লাসিক যুগে মায়া সম্প্রদায় টিকে ছিল এবং আজও লক্ষ লক্ষ মায়া বংশধর মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চলে বসবাস করছে।
উৎস:

0
Updated: 21 hours ago
নিচের কোনটি সামাজিক সাম্য?
Created: 1 week ago
A
নির্বাচনে অংশগ্রহণ
B
বাক-স্বাধীনতা
C
ভোটাধিকার
D
সংগঠন করার স্বাধীনতা
সামাজিক সাম্য:
- সামাজিক সাম্য হচ্ছে এমন একটি পরিস্থিতি যখন কোন একটি সমাজে প্রত্যেক ব্যক্তি বিশেষ কতগুলো ক্ষেত্রে সমান সুযোগ ভোগ করে।
- বাক-স্বাধীনতা, সম্পত্তির অধিকার, সামাজিক নিরাপত্তা ভোগ কিংবা নাগরিক অধিকার চর্চার ক্ষেত্রে সমান সুযোগ লাভ করতে পারাটা সামাজিক সাম্যের নির্দেশক।
অন্যদিকে,
রাজনৈতিক সাম্য:
- প্রত্যেক নাগরিক রাষ্ট্র কর্তৃক নির্ধারিত কিছু সুযোগ-সুবিধা পেয়ে থাকে।
- জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এইসব সুযোগ-সুবিধা লাভ করাই রাজনৈতিক সাম্য।
- সংগঠন করার স্বাধীনতা, নির্বাচনে অংশগ্রহণ এর সুবিধা, ভোটাধিকার ইত্যাদি রাজনৈতিক সাম্যের পর্যায়ে পড়ে।
- রাজনৈতিক সাম্য না থাকলে রাষ্ট্রে নেতৃত্বের সংকট তৈরি হবার সম্ভাবনা থাকে।

0
Updated: 1 week ago
Which of the following is not a part of the forebrain?
Created: 1 day ago
A
Hypothalamus
B
Thalamus
C
Cerebellum
D
Cerebrum
সেরেবেলাম হলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ, যা মস্তিষ্কের প্রধান তিনটি অংশের একটি।
মস্তিষ্ক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি স্ফীত অংশ, যা কঙ্কাল খোঁচায় অবস্থান করে এবং মানবদেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন প্রায় ১৫০০ ঘন সেন্টিমিটার, গড় ওজন প্রায় ১.৩৬ কেজি, এবং এতে প্রায় ১০০ বিলিয়ন নিউরন থাকে। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড়, জটিল ও গুরুত্বপূর্ণ অংশ।
মানব মস্তিষ্ককে তিনটি প্রধান অংশে ভাগ করা যায়:
১. অগ্রমস্তিষ্ক
২. মধ্যমস্তিষ্ক
৩. পশ্চাৎ মস্তিষ্ক (সেরেবেলাম)
১. অগ্রমস্তিষ্ক
-
এটি মস্তিষ্কের প্রধান অংশ গঠন করে।
-
তিনটি অংশে বিভক্ত:
-
সেরেব্রাম
-
থ্যালামাস
-
হাইপোথ্যালামাস
-
সেরেব্রাম
-
মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, প্রায় ৮০% গঠন করে।
-
প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ার ৫টি লোব-এ বিভক্ত: ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব এবং লিম্বিক লোব।
-
সেরেব্রাম সংযুক্ত বাকশক্তি, স্মৃতি, চিন্তাশক্তি, বুদ্ধি, সৃজনশীলতা, ইচ্ছা শক্তি, সহজাত প্রবৃত্তি, কর্মপ্রেরণা প্রভৃতি কার্যক্রম নিয়ন্ত্রণ করে।
-
সর্বোপরি মানুষের ঐচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য দায়ী।
থ্যালামাস
-
সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে দুটি ক্ষুদ্র, ডিম্বাকৃতির থ্যালামাস থাকে, যা ধূসর পদার্থ দিয়ে গঠিত।
-
এটি সংবেদী উদ্দীপনা গ্রহণ করে এবং সেরেব্রামে রিলে করে পাঠায়।
হাইপোথ্যালামাস
-
থ্যালামাসের ঠিক নিচে ধূসর পদার্থ দিয়ে গঠিত।
-
অন্তত এক ডজন পৃথক অঞ্চলে বিভক্ত।
-
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।
-
ক্ষুধা, তৃষ্ণা, রাগ, ভাল লাগা, ভীতি, আবেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে।
-
পিটুইটারী গ্রন্থি বিভিন্ন হরমোন নিঃসরণ করে।
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago
’ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা?
Created: 1 week ago
A
নেদারল্যান্ড
B
জার্মানি
C
ফ্রান্স
D
যুক্তরাজ্য
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হলো একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা, যা বিভিন্ন দেশে দুর্নীতির মাত্রা পরিমাপ ও প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি করতে কাজ করে।
-
এটি জার্মানি ভিত্তিক এবং ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
-
এর প্রতিষ্ঠাতা জন পিটার ইজেন।
-
সদরদপ্তর অবস্থিত বার্লিন, জার্মানি।
-
১৯৯৫ সাল থেকে এটি প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।
-
বাংলাদেশ প্রথম ২০০১ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচক রিপোর্টে অন্তর্ভুক্ত হয়।
উৎস:

0
Updated: 1 week ago