বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
A
১৯৭৫ সালের ১৭ অক্টোবর
B
১৯৭৩ সালের ১৭ সেপ্টেম্বর
C
১৯৭৪ সালের ২৭ সেপ্টেম্বর
D
১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর
উত্তরের বিবরণ
জাতিসংঘ ও বাংলাদেশ সম্পর্কিত তথ্যসমূহ:
-
বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
-
যে কোনো শান্তিকামী স্বাধীন দেশ, যা জাতিসংঘ চার্টারের নিয়মকানুন মেনে চলে, সদস্য হতে পারে।
-
বর্তমানে বিশ্বের ১৯৩টি দেশ জাতিসংঘের সদস্য, যার মধ্যে দক্ষিণ সুদান সর্বশেষ, অর্থাৎ ১৯৩তম সদস্য।
-
বাংলাদেশ জাতিসংঘের সর্বোচ্চ শান্তি সেনা প্রেরণকারী দেশ।
-
১৯৮৮ সালে ইরাক ও নামিবিয়ার শান্তি মিশনে যোগদানের মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের শান্তি মিশনে অংশগ্রহণ শুরু করে।
-
সদস্যপদ লাভের পর থেকে বাংলাদেশ জাতিসংঘে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
-
১৯৭৫ সালে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়।
-
১৯৭৯-৮০ সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে বাংলাদেশের নির্বাচন বিশ্ব সম্প্রদায়ের আস্থা এবং বাংলাদেশের ভূমিকার স্বীকৃতি হিসেবে বিবেচিত।
-
১৯৮৪ সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালিতে বাংলা ভাষার ব্যবহার শুরু হয়, যা বাংলাদেশের জন্য গৌরবের।
-
১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
উৎস:
0
Updated: 1 month ago
Which countries are divided by the Medicine Line (boundary)?
Created: 1 month ago
A
Brazil and Bolivia
B
United States and Canada
C
Germany and Poland
D
Egypt and Sudan
মেডিসিন লাইন (Medicine Line) হলো যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বিখ্যাত সীমারেখা, যা বিশ্বের অন্যতম দীর্ঘ ও অরক্ষিত আন্তর্জাতিক সীমান্ত হিসেবে পরিচিত। এটি ভৌগোলিক ও ঐতিহাসিক উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে এর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হলো—
-
অবস্থান ও পরিচয়: মেডিসিন লাইন হলো যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার সীমারেখা, যা বিশেষভাবে ৪৯° উত্তর অক্ষরেখা (49th Parallel) বরাবর বিস্তৃত।
-
ভৌগোলিক বৈশিষ্ট্য: ৪৯° উত্তর অক্ষরেখা হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তের একটি সোজা রেখা, যা পশ্চিম দিকের বৃহৎ অংশ জুড়ে বিস্তৃত।
-
দৈর্ঘ্য: প্রায় ৫,৫২৫ মাইল (৮,৮৯১ কিলোমিটার) দীর্ঘ, যা একে বিশ্বের সবচেয়ে দীর্ঘ অরক্ষিত (unfortified) সীমান্ত হিসেবে চিহ্নিত করেছে।
-
চুক্তিভিত্তিক প্রতিষ্ঠা: এই সীমারেখা ১৮৪৬ সালের ওরেগন ট্রিটি (Oregon Treaty) দ্বারা নির্ধারিত হয়েছিল, যা ব্রিটিশ উত্তর আমেরিকা (বর্তমান কানাডা) ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভূখণ্ড বিতর্কের অবসান ঘটায়।
-
নামকরণের ইতিহাস: কানাডার স্থানীয় আদিবাসীরা এই সীমারেখাকে “মেডিসিন লাইন” নামে অভিহিত করেন। তাদের বিশ্বাস ছিল, এই অদৃশ্য রেখা অতিক্রম করলেই যুক্তরাষ্ট্রের সেনারা আর তাদের অনুসরণ করত না—যেন এই রেখায় কোনো অলৌকিক ক্ষমতা কাজ করত।
-
গুরুত্ব: এটি শুধু ভৌগোলিক সীমানাই নয়, বরং যুক্তরাষ্ট্র-কানাডা সম্পর্কের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক হিসেবে বিবেচিত।
0
Updated: 1 month ago
’ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’ কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা?
Created: 1 month ago
A
নেদারল্যান্ড
B
জার্মানি
C
ফ্রান্স
D
যুক্তরাজ্য
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হলো একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা, যা বিভিন্ন দেশে দুর্নীতির মাত্রা পরিমাপ ও প্রকাশের মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি করতে কাজ করে।
-
এটি জার্মানি ভিত্তিক এবং ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
-
এর প্রতিষ্ঠাতা জন পিটার ইজেন।
-
সদরদপ্তর অবস্থিত বার্লিন, জার্মানি।
-
১৯৯৫ সাল থেকে এটি প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।
-
বাংলাদেশ প্রথম ২০০১ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচক রিপোর্টে অন্তর্ভুক্ত হয়।
উৎস:
0
Updated: 1 month ago
Which country is also known as the 'Land of Thousand Lakes'?
Created: 1 month ago
A
Italy
B
Norway
C
Switzerland
D
Finland
ফিনল্যান্ড একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যা উত্তর ইউরোপে অবস্থিত। এর সীমানা ঘেঁষে রয়েছে সুইডেন, নরওয়ে, রাশিয়া এবং বাল্টিক সাগর। রাজধানী হলো হেলসিঙ্কি, আইনসভা এডুসকুন্টা, এবং মুদ্রা ইউরো।
-
ফিনল্যান্ডকে 'হাজার হ্রদের দেশ' বলা হয়।
-
দেশে প্রায় ৫৬,০০০টি হ্রদ রয়েছে।
0
Updated: 1 month ago