RAM- এর পূর্ণরূপ কী?
A
Random Access Memory.
B
Read Available Memory.
C
Read Access Memory.
D
Random Available Memory.
উত্তরের বিবরণ
কম্পিউটার মেমরি প্রধানত দুই প্রকার:
১) প্রাথমিক/প্রধান মেমরি (Main Memory)
-
বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে ডাটা মুছে যাওয়া মেমরিকে Volatile Memory বলা হয়।
-
প্রধান মেমরির মধ্যে অন্তর্ভুক্ত: RAM (Random Access Memory) ও ROM (Read Only Memory)।
-
RAM হলো Volatile Memory এবং একে Main Storage বা Read-Write Memory বলা হয়।
-
ROM হলো Non-Volatile Memory, যা বিদ্যুৎ বন্ধ হলেও সংরক্ষিত থাকে।
২) গৌণ/সহায়ক মেমরি (Secondary Memory)
-
প্রধান মেমরি ব্যতীত সকল ধরনের মেমরি সহায়ক মেমরি হিসেবে বিবেচিত হয়।
-
উদাহরণ: Hard Disk, Pen Drive ইত্যাদি।
উৎস:
0
Updated: 1 month ago
উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন করেন কে?
Created: 1 month ago
A
আবদুল হামিদ খান ভাসানী
B
নূরুল আলম
C
ধীরেন্দ্রনাথ দত্ত
D
কামাল ফারুক
ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন শিক্ষিত আইনজীবী ও কংগ্রেস দলীয় রাজনীতিক, যিনি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব উত্থাপন করেন।
-
ধীরেন্দ্রনাথ দত্ত ১৮৮৬ সালের ২ নভেম্বর (১২৯৩ বঙ্গাব্দের ১৬ কার্তিক) ব্রাহ্মণবাড়িয়ার উত্তরে রামরাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তাঁর পিতা জগবন্ধু দত্ত মুনসেফ কোর্টের সেরেস্তাদার ছিলেন।
-
শিক্ষাজীবন: ১৯০৪ সালে নবীনগর হাই স্কুল থেকে প্রবেশিকা পাশ, ১৯০৮ সালে কলকাতা রিপন কলেজ থেকে বি.এ এবং ১৯১০ সালে একই কলেজ থেকে বি.এল পরীক্ষা উত্তীর্ণ।
-
১৯১১ সালে তিনি কুমিল্লা জেলা বারে যোগদান করেন।
-
১৯০৭ সালে তিনি ত্রিপুরা হিতসাধনী সভার সেক্রেটারি নির্বাচিত হন।
-
১৯৪৮ সালে গণপরিষদের অধিবেশনে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন করেন।
-
১৬ ফেব্রুয়ারি, ১৯৫৬ সালে পাকিস্তানের জাতীয় পরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
-
১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
0
Updated: 1 month ago
নিচের কোন দ্বীপটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত?
Created: 1 month ago
A
ম্যাকাও
B
কমোরাস
C
মাল্টা
D
সিচেলিস
- মাল্টা দ্বীপটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত।
ভূমধ্যসাগর:
- ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগরের সাথে জিব্রাল্টার প্রণালী দ্বারা সংযুক্ত।
- এটি পশ্চিমে জিব্রাল্টার থেকে পূর্বে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত।
- এর উত্তরে ফ্রান্স, ইতালি, গ্রিসের মতো দেশ থেকে দক্ষিণে মিশর, লিবিয়া এবং তিউনিসিয়ার মতো দেশ পর্যন্ত প্রসারিত।
- এর মোট আয়তন প্রায় ২.৫ মিলিয়ন বর্গকিলোমিটার।
- গভীরতা: ভূমধ্যসাগরের গড় গভীরতা প্রায় ১,৫০০ মিটার,
- তবে এর গভীরতম স্থান, ক্যালিপসো ডিপ, প্রায় ৫,২৬৭ মিটার গভীর।
- দ্বীপপুঞ্জ: সিসিলি, সার্ডিনিয়া, ক্রিট, মাল্টা এবং সাইপ্রাস।
অন্যদিকে,
- ভারত মহাসাগরে অবস্থিত: মাদাগাস্কার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস,, কমোরোস, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ।
- দক্ষিণ চীন সাগরে অবস্থিত: স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ, প্যারাসেল দ্বীপপুঞ্জ, ম্যাকাও, লুজন।
0
Updated: 1 month ago
সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার কত দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা হয়?
Created: 2 months ago
A
৩০ দিন
B
৪৫ দিন
C
৬০ দিন
D
৯০ দিন
জাতীয় সংসদ:
- জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এক কক্ষবিশিষ্ট আইনসভা।
- দেশের সংবিধানের বিধানাবলি সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা এ সংসদের ওপর ন্যস্ত।
- প্রতি নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ সদস্য সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হয়।
- সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে (২০১১) মহিলা আসন সংখ্যা ৫০ করা হয়।
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি।
- জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর।
- সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা হয়।
- জাতীয় সংসদের কার্য পরিচালনার জন্য কোরাম থাকতে হয়।
- অধিবেশনে কোরামের জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
- বাংলাদেশের সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদে কোরাম সম্পর্কে বলা হয়েছে।
- সংবিধান অনুযায়ী কমপক্ষে ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ চলবে অর্থাৎ ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কোরাম হবে।
- ৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পিকার সংসদের অধিবেশন স্থগিত রাখেন।
0
Updated: 2 months ago