RAM- এর পূর্ণরূপ কী?
A
Random Access Memory.
B
Read Available Memory.
C
Read Access Memory.
D
Random Available Memory.
উত্তরের বিবরণ
কম্পিউটার মেমরি প্রধানত দুই প্রকার:
১) প্রাথমিক/প্রধান মেমরি (Main Memory)
-
বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে ডাটা মুছে যাওয়া মেমরিকে Volatile Memory বলা হয়।
-
প্রধান মেমরির মধ্যে অন্তর্ভুক্ত: RAM (Random Access Memory) ও ROM (Read Only Memory)।
-
RAM হলো Volatile Memory এবং একে Main Storage বা Read-Write Memory বলা হয়।
-
ROM হলো Non-Volatile Memory, যা বিদ্যুৎ বন্ধ হলেও সংরক্ষিত থাকে।
২) গৌণ/সহায়ক মেমরি (Secondary Memory)
-
প্রধান মেমরি ব্যতীত সকল ধরনের মেমরি সহায়ক মেমরি হিসেবে বিবেচিত হয়।
-
উদাহরণ: Hard Disk, Pen Drive ইত্যাদি।
উৎস:

0
Updated: 21 hours ago
বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর কে ছিলেন?
Created: 22 hours ago
A
লর্ড ডালহৌসি
B
লর্ড কার্জন
C
রবার্ট ক্লাইভ
D
লর্ড রিপন
বঙ্গভঙ্গ হলো ১৯০৫ সালের ১৬ই অক্টোবর ভারতের বড় লর্ড কার্জন কর্তৃক বাংলার বিভাজন, যা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। ভাগ হবার পূর্বে বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মেঘালয়, ত্রিপুরা ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত ছিল বাংলা প্রেসিডেন্সি, যার আয়তন অনেক বড় হওয়ায় ১৮৫৩ থেকে ১৯০৩ সাল পর্যন্ত এর সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব ব্রিটিশ সরকারি মহলে উপস্থাপন করা হয়েছিল।
-
প্রকৃতপক্ষে ১৯০৩ সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয় এবং ১৯০৪ সালে ভারত সচিব এটি অনুমোদন করেন।
-
১৯০৫ সালের জুলাই মাসে এই পরিকল্পনা প্রকাশিত হয়।
-
পরিকল্পনা অনুযায়ী, বর্তমান বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী এবং ভারতের আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম, যার রাজধানী ঢাকা।
-
অপরপক্ষে, পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী কলকাতা।
-
হিন্দুদের তীব্র আন্দোলনের কারণে রাজা পঞ্চম জর্জ ১৯১১ সালে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ করেন।
উৎস:

0
Updated: 22 hours ago
According to the National Budget 2025-26, what is the GDP growth rate?
Created: 1 day ago
A
4.2%
B
5.5%
C
6.1%
D
7.2%
জাতীয় বাজেট ২০২৫-২৬ হলো বাংলাদেশের ৫৪তম বাজেট (অন্তবর্তীকালীনসহ ৫৫তম) এবং এর শিরোনাম ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’। বাজেট ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা) উত্থাপন করেন। এটি ২ জুন, ২০২৫ উত্থাপিত হয়, ২২ জুন, ২০২৫ অনুমোদিত হয় এবং ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হয়।
-
জিডিপির আকার: ৬২,৪৪,৫৭৮ কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
-
বাজেটের আকার: ৭,৯০,০০০ কোটি টাকা
-
অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা
-
অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা
-
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন
-
উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ
-
অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ
-
মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৩০,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৭%)
-
উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? (আগস্ট-২০২৫)
Created: 22 hours ago
A
চামড়া-চামড়াজাত পণ্য
B
হস্তশিল্প
C
নীট পোষাক
D
প্রাকৃতিক গ্যাস
বাংলাদেশের রপ্তানি খাতসমূহ ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের আয়ের ভিত্তিতে নিম্নরূপ:
-
নীট পোষাক:
-
রপ্তানি আয়: ২১,১৫৯.০৮ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ৪৩.৮২%
-
উল্লেখযোগ্য: বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য
-
-
ওভেন পোষাক:
-
রপ্তানি আয়: ১৮,১৮৭.৮৯ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ৩৭.৬৭%
-
-
হোম টেক্সটাইল:
-
রপ্তানি আয়: ৮৭১.৫৭ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ১.১৮%
-
-
চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা:
-
রপ্তানি আয়: ১,১৪৫.০৭ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ২.৩৭%
-
উৎস:

0
Updated: 22 hours ago