বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ- আবু সাঈদ এর পৈতৃক নিবাস কোথায়?
A
মিঠাপুকুর
B
পীরগঞ্জ
C
তারাগঞ্জ
D
পীরগাছা
উত্তরের বিবরণ
আবু সাঈদ ২০০১ সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন।
-
তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
-
বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বায়ক ছিলেন।
-
১৬ জুলাই, দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ।
-
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ।
উৎস:

0
Updated: 21 hours ago
বর্তমানে দেশে কতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে? [ আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
৫টি
B
৭টি
C
৮টি
D
১০টি
বাংলাদেশ ব্যাংক থেকে বের করা নোটগুলোকে ব্যাংক নোট বলা হয়, যা দেশের সরকারি লেনদেনের জন্য বৈধ চালান হিসেবে ব্যবহৃত হয়।
-
এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
-
বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
-
প্রচলিত ব্যাংক নোটগুলো হলো: ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, এবং ১০০০ টাকার নোট।
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট, যা অর্থ মন্ত্রণালয় বের করে এবং এতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।
-
নতুন ১০০ টাকার নোটে সামনের অংশে বামপাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি থাকবে।
-
নোটের পিছনের অংশে থাকবে সুন্দরবনের দৃশ্য।
-
জলছাপ হিসেবে দেখা যাবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, নীচে ‘১০০’ সংখ্যা এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম।
উৎস:

0
Updated: 1 week ago
উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসক কে?
Created: 2 days ago
A
ডা. ফিরোজা বেগম
B
ডা. রওশন আরা
C
ডা. কাজী জোহরা বেগম
D
ডা. কানিজ হাসিনা
- এই প্রশ্নের ভাষাগত কিছু ত্রুটি রয়েছে।
- প্রশ্নটি হবার কথা ছিল 'উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসক কে?'
- উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসক সংক্রান্ত নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
- কিন্তু উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসক ডা. কাজী জোহরা বেগম।
- তাই অপশন বিবেচনায় ডা. কাজী জোহরা বেগম উত্তর নেওয়া হয়েছে।
• ডাঃ কাজী, জোহরা বেগম (১৯১২-২০০৭):
- ডাঃ জোহরা বেগম কাজী প্রথম আধুনিক বাঙালি মুসলিম মহিলা চিকিৎসক।
- তিনি ভারতের যুক্ত প্রদেশের রঞ্জনগাঁওয়ে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯১২ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন।
- একজন রাজনীতিক হিসেবে সুপরিচিত তাঁর পিতা ডাঃ কাজী আব্দুস সাত্তার ছিলেন বর্তমান মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের কাজী পরিবারের সদস্য।
- একজন মেধাবী ছাত্রী হিসেবে
উৎস: বাংলাপিডিয়া, অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী : উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসক বই।।

0
Updated: 2 days ago
মানবিক গুনাবলী এবং সঠিক বিবেক-বুদ্ধির বহিঃপ্রকাশই-
Created: 1 week ago
A
সুশাসন
B
নৈতিকতা
C
মূল্যবোধ
D
উপরের কোনটিই নয়
মূল্যবোধ:
- মূল্যবোধ এর নির্দিষ্ট কোন মাপকাঠি বা যৌক্তিকতা প্রমাণের সুযোগ নেই।
- কেননা একজনের কাছে যা আর্দশ, তা অন্য জনের কাছে বিরক্তির কারণও হতে পারে।
- তবে অনেকের মতে মানবিক গুনাবলী এবং সঠিক বিবেক-বুদ্ধির বহিঃপ্রকাশই মূল্যবোধ।
- সমাজবিজ্ঞানী এইচ এম জনসন (H.M. Johnson) এর মতে "সামাজিক মূল্যবোধ হল একটি মানদন্ড"।
- ক্লাইড কুখোন বলেন "সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার-আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত"।
- সমাজবিজ্ঞানী এফ ই মেরিল (F. E. Meril) বলেন "সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।

0
Updated: 1 week ago