বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ- আবু সাঈদ এর পৈতৃক নিবাস কোথায়?
A
মিঠাপুকুর
B
পীরগঞ্জ
C
তারাগঞ্জ
D
পীরগাছা
উত্তরের বিবরণ
আবু সাঈদ ২০০১ সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন।
-
তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
-
বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বায়ক ছিলেন।
-
১৬ জুলাই, দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ।
-
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ।
উৎস:
0
Updated: 1 month ago
প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’কে?
Created: 1 month ago
A
বিরােধী দল
B
সুশীল সমাজ
C
মন্ত্রী পরিষদ
D
সচেতন নাগরিক
বিকল্প সরকার হলো প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিরোধী দল, যা সরকারের কার্যক্রমের প্রতি নজর রাখে এবং প্রয়োজনে সরকারের উপর চাপ সৃষ্টি করে।
-
উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলও সরকারি দলের ন্যায় ছায়া মন্ত্রিসভা গঠন করে।
-
এর উদ্দেশ্য হলো সরকারকে স্বৈরাচারি বা দুর্নীতিপরায়ণ হওয়া থেকে রক্ষা করা।
-
বর্তমান সময়ে গণতন্ত্রকে দলীয় শাসন হিসেবেও দেখা হয়।
অন্যদিকে, সুশীল সমাজ ও সচেতন নাগরিকরাও সরকারের কার্যক্রমে চাপ সৃষ্টির অংশ হিসেবে ভূমিকা পালন করে।
উৎস:
0
Updated: 1 month ago
সুনামি কোথায় সৃষ্টি হয়?
Created: 1 month ago
A
পুুকুর
B
হ্রদ
C
সাগর
D
লেক
সুনামি হলো এক ধরনের বিশাল সমুদ্র ঢেউ, যা সাধারণত সমুদ্রের তলদেশে সংঘটিত ভূমিকম্প বা অন্যান্য ভূতাত্ত্বিক ঘটনার কারণে সৃষ্টি হয়। শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে, যেখানে “সু” মানে পোতাশ্রয় (বন্দর) এবং “নামি” মানে ঢেউ—অর্থাৎ এর শাব্দিক অর্থ “পোতাশ্রয়ের ঢেউ”।
• সুনামি (Tsunami) শব্দটি জাপানি উৎস থেকে এসেছে।
• এটি এমন এক প্রাকৃতিক দুর্যোগ, যেখানে সমুদ্র তলদেশে প্রবল ভূমিকম্পের ফলে বিশাল ঢেউ সমুদ্রপৃষ্ঠে সৃষ্টি হয়।
• সুনামির প্রধান কারণ হলো সমুদ্রতলের ভূমিকম্প।
• তাছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, পারমাণবিক বিস্ফোরণ, ভূমিধ্বস, এমনকি উল্কাপিণ্ডের পতন থেকেও সুনামি সৃষ্টি হতে পারে।
• ইতিহাসে সুনামির প্রথম লিপিবদ্ধ উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে।
• সুনামি সাধারণত উপকূলীয় অঞ্চলসমূহে ভয়াবহ ক্ষয়ক্ষতি ঘটায়, তাই এটি একটি উপকূলীয় দুর্যোগ হিসেবে বিবেচিত।
0
Updated: 1 month ago
What happens to light when it reaches the event horizon of a black hole?
Created: 1 month ago
A
It accelerates out
B
It bends and escapes
C
It reflects back
D
It gets trapped
যখন কোনো আলো ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের কাছে পৌঁছায়, তখন এটি চরম মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবের সম্মুখীন হয়। ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ এতই প্রবল যে আলোও পালাতে পারে না। একবার আলো বা পদার্থ ইভেন্ট হরাইজনের ভেতরে ঢুকে গেলে তা চিরতরে ব্ল্যাক হোলের মধ্যে আটকে যায়। আলো এখানে আটকে গেলেও তার গতি কমে না, কিন্তু পথ সম্পূর্ণভাবে ব্ল্যাক হোলের কেন্দ্রে আকৃষ্ট হয়। ফলে ইভেন্ট হরাইজন অতিক্রম করা আলো কোনোভাবেই বের হতে পারে না, প্রতিফলিত হয় না এবং বাইরে ছড়াতে পারে না।
সঠিক উত্তর: ঘ) It gets trapped।
কৃষ্ণবিবর (Black hole) সম্পর্কিত তথ্য:
-
১৯৬৯ সালে মার্কিন বিজ্ঞানী জন হুইলার কৃষ্ণবিবর আবিষ্কার করেন।
-
তিন সৌর ভরের সমান বা বেশি ভরের নক্ষত্র সুপার নোভা বিস্ফোরণের পর এর অভ্যন্তরে সংকুচিত হতে থাকে।
-
সংকোচনের কারণে আয়তন প্রায় শূন্য এবং ঘনত্ব প্রায় অসীম, ফলে মহাকর্ষ ক্ষেত্র এত প্রবল হয় যে কোনো আলো বা সংকেত বের হতে পারে না।
-
এই অবস্থাকে কৃষ্ণবিবর (Black hole) বলা হয়।
-
বাস্তবে মহাকর্ষ g-এর মান এত বেশি হয় যে ফোটন কণাও এর পৃষ্ঠ থেকে মুক্ত হতে বা বেরিয়ে আসতে পারে না।
0
Updated: 1 month ago