সংবিধানের ৩নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
A
প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা নির্ধারণ
B
বাংলাদেশের রাজধানী হবে ঢাকা
C
বাংলাদেশের রাষ্ট্র ভাষা বাংলা
D
প্রজাতন্ত্রের সকল মালিক জনগণ
উত্তরের বিবরণ
সংবিধানের ৩ নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রভাষা হলো বাংলা।
অন্যদিকে:
-
সংবিধানের ২ নং অনুচ্ছেদ: প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা নির্ধারণ করে।
-
সংবিধানের ৫ নং অনুচ্ছেদ: বাংলাদেশের রাজধানী হবে ঢাকা।
-
সংবিধানের ৭(১) অনুচ্ছেদ: প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।
উৎস:

0
Updated: 21 hours ago
কোন দেশটি আরব লীগের সদস্য নয়?
Created: 2 days ago
A
লেবানন
B
জর্ডান
C
ইরান
D
কাতার
• আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র।
- আলজেরিয়া, বাহরাইন, কোমোরোস, জিবুতি, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

0
Updated: 2 days ago
বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কত?
Created: 2 days ago
A
১৯২
B
১৯৩
C
১৯৪
D
১৯৫
বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা:
- জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট ১৯৫টি স্বীকৃত দেশ আছে।
- এর মধ্যে ১৯৩টি দেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র।
- দুটি দেশ সদস্য নয়।
- এরা পর্যবেক্ষক রাষ্ট্র – ভ্যাটিকান সিটি এবং প্যালেস্টাইন রাষ্ট্র।

0
Updated: 2 days ago
নিচের কোন অঞ্চলে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি রয়েছে?
Created: 2 weeks ago
A
সুনামগঞ্জ
B
সিলেট
C
মৌলভীবাজার
D
উপরের সবগুলো
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি:
- টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ব্যতীত সমগ্র দেশ সাম্প্রতিককালের পলি দ্বারা গঠিত এক বিস্তীর্ণ সমভূমি।
- এই প্লাবন সমভূমির বয়স ১২,০০০ বছরের কম।
- পদ্মা, মেঘনা, যমুনা প্রভৃতি প্রধান নদীসহ অসংখ্য উপনদী এবং শাখানদী জালের ন্যায় সমগ্র দেশে ছড়িয়ে রয়েছে।
- বন্যার সঙ্গে বাহিত পলিমাটি সঞ্চিত হয়ে দেশের বিস্তীর্ণ এলাকায় এই প্লাবন সমভূমি সৃষ্টি হয়েছে।
- এ প্লাবন সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার।
- এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা অসংখ্য জলাভূমি ও নিম্নভূমি। স্থানীয়ভাবে এগুলোকে বিল, ঝিল ও হাওড় বলে।
- রাজশাহী অঞ্চলের চলনবিল, ঢাকার আড়িয়াল বিল, গোপালগঞ্জের বিল, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ এবং শেরপুর জেলার হাওড় ও বিল উল্লেখযোগ্য।
- মেঘনা নদীর মোহনায় হাতিয়া, সন্দ্বীপ, শাহবাজপুর এবং ভোলা জেলায় বেশ কিছু দ্বীপ অবস্থিত। এছাড়া দক্ষিণ উপকূলে আরও কিছু ছোট ছোট দ্বীপ রয়েছে।

0
Updated: 2 weeks ago