B-2 Spirit কোন দেশের তৈরি যুদ্ধবিমান?
A
জার্মানি
B
যুক্তরাষ্ট্র
C
ফ্রান্স
D
যুক্তরাজ্য
উত্তরের বিবরণ
বি-২ স্পিরিট (B-2 Spirit) বিমানের পূর্ণ নাম হলো Northrop Grumman B-2 Spirit। এটি একটি স্টিলথ স্ট্র্যাটেজিক বোম্বার (Stealth strategic bomber)।
-
প্রথম উড্ডয়ন: ১৭ জুলাই ১৯৮৯
-
সেবা গ্রহণ: ১৯৯৩ সালে মার্কিন বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত
-
নির্মাতা: Northrop Grumman
-
নির্মাণকারী দেশ: যুক্তরাষ্ট্র
-
প্রধান ব্যবহার: গভীর শত্রু অঞ্চলে প্রবেশ করে নিখুঁত বোমা হামলা চালানো
-
বিশেষ বৈশিষ্ট্য: "Flying wing" ডিজাইন এবং রাডার-চালিত অদৃশ্যতা
উৎস:

0
Updated: 21 hours ago
নিচের কোনটি মানব সৃষ্ট দুর্যোগ?
Created: 1 week ago
A
নদীভাঙন
B
ঘূর্ণিঝড়
C
রাসায়নিক দূষণ
D
খরা
- রাসায়নিক দূষণ মানব সৃষ্ট দুর্যোগ।
প্রাকৃতিক দুর্যোগঃ
- প্রাকৃতিক দুর্যোগ বলতে প্রাকৃতিক শক্তি দ্বারা সংঘটিত দুর্যোগসমূহকে বুঝায়।
- যেমন: বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, টর্নেডো, ভূমিকম্প, খরা, নদীভাঙন, সুনামি, আগ্নেয়গিরির, ইত্যাদি।
• মানব- সৃষ্ট দুর্যোগ:
- মানব-সৃষ্ট দুর্যোগ বলতে মানব কর্মকান্ডের ফলে সংঘটিত দুর্যোগসমূহকে বুঝায়।
- যেমন: জলাবদ্ধতা, অগ্নিকাণ্ড, রাসায়নিক দূষণ, যুদ্ধ-বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা,
বনাঞ্চল ধ্বংস, পরিবেশ দূষণ, মরুকরণ, অগ্নিকাণ্ড ইত্যাদি।

0
Updated: 1 week ago
বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কত?
Created: 2 days ago
A
১৯২
B
১৯৩
C
১৯৪
D
১৯৫
বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা:
- জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট ১৯৫টি স্বীকৃত দেশ আছে।
- এর মধ্যে ১৯৩টি দেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র।
- দুটি দেশ সদস্য নয়।
- এরা পর্যবেক্ষক রাষ্ট্র – ভ্যাটিকান সিটি এবং প্যালেস্টাইন রাষ্ট্র।

0
Updated: 2 days ago
জাপান কত সালে পার্ল হারবারে আক্রমন করে?
Created: 3 weeks ago
A
১৯৪২ সালে
B
১৯৪১ সালে
C
১৯৪৩ সালে
D
১৯৪৯ সালে
পার্ল হারবার
-
১৯৪১ সালের ৭ ডিসেম্বর, জাপানি সাম্রাজ্য হাওয়াইয়ের নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে।
-
এই আক্রমণের একটি প্রধান কারণ ছিল চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসসহ বিভিন্ন দেশে জাপানের আগ্রাসনের পর জাপানের ওপর আরোপিত আমেরিকান নিষেধাজ্ঞা।
-
পার্ল হারবারের আক্রমণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার প্রবেশের সূচনা চিহ্নিত করে।
-
আক্রমণের কয়েক দিন পর হিটলার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ইউরোপীয় সংঘাতে জড়িত করে।
-
যদিও হিটলারের যুক্তি পূর্ব ফ্রন্ট থেকে সম্পদ সরানোর ক্ষেত্রে অস্পষ্ট এবং সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান অনিশ্চিত অবস্থার কারণে এটি বিশেষভাবে যৌক্তিক ছিল না, তথাপি মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ও প্রশান্ত মহাসাগরীয় উভয় যুদ্ধেই জড়িত হয়ে পড়ে।
উৎস: worldatlas.com

0
Updated: 3 weeks ago