B-2 Spirit কোন দেশের তৈরি যুদ্ধবিমান?
A
জার্মানি
B
যুক্তরাষ্ট্র
C
ফ্রান্স
D
যুক্তরাজ্য
উত্তরের বিবরণ
বি-২ স্পিরিট (B-2 Spirit) বিমানের পূর্ণ নাম হলো Northrop Grumman B-2 Spirit। এটি একটি স্টিলথ স্ট্র্যাটেজিক বোম্বার (Stealth strategic bomber)।
-
প্রথম উড্ডয়ন: ১৭ জুলাই ১৯৮৯
-
সেবা গ্রহণ: ১৯৯৩ সালে মার্কিন বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত
-
নির্মাতা: Northrop Grumman
-
নির্মাণকারী দেশ: যুক্তরাষ্ট্র
-
প্রধান ব্যবহার: গভীর শত্রু অঞ্চলে প্রবেশ করে নিখুঁত বোমা হামলা চালানো
-
বিশেষ বৈশিষ্ট্য: "Flying wing" ডিজাইন এবং রাডার-চালিত অদৃশ্যতা
উৎস:
0
Updated: 1 month ago
Which of the following is not a brigade force formed during the Liberation War?
Created: 1 month ago
A
Z Force
B
K Force
C
H Force
D
S Force
মুক্তিযুদ্ধের সময় ৩টি ব্রিগেড ফোর্স গঠিত হয়েছিল:
-
জেড ফোর্স
-
কে ফোর্স
-
এস ফোর্স
জেড ফোর্স
-
নেতৃত্বে: জিয়াউর রহমান
-
‘জেড ফোর্স’ নামে পরিচিত নিয়মিত বাহিনীর প্রথম ব্রিগেড জুলাই মাসে গঠিত হয়।
-
গঠিত হয় ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে।
এস ফোর্স
-
নেতৃত্বে: কে.এম. সফিউল্লাহ
-
‘এস ফোর্স’ নামে পরিচিত দ্বিতীয় নিয়মিত ব্রিগেড অক্টোবর মাসে গঠিত হয়।
-
গঠিত হয় দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে।
কে ফোর্স
-
নেতৃত্বে: খালেদ মোশাররফ
-
‘কে ফোর্স’ গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের নিয়ে।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
মানব হৃদপিন্ড সম্পূর্ণভাবে কয়টি প্রকোষ্ঠে বিভক্ত?
Created: 1 month ago
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
হৃদপিন্ড রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ এবং এটি রক্ত পাম্পের মতো কাজ করে, ফলে রক্ত সারা দেহে প্রবাহিত হয়।
-
হৃদপিন্ড বক্ষগহ্বরে, দুই ফুসফুসের মাঝখানে, সামান্য বাম দিকে অবস্থিত।
-
মানব হৃদপিন্ড চারটি প্রকোষ্ঠে বিভক্ত: উপরের দুটি হলো বাম ও ডান অলিন্দ, নিচের দুটি হলো বাম ও ডান নিলয়।
-
নিলয় অলিন্দের তুলনায় বড়, প্রাচীর পুরু এবং পেশিবহুল।
-
প্রকোষ্ঠগুলো আলাদা হলেও হৃদপিন্ড একক হিসাবে কাজ করে এবং এটি পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দ্বারা আবৃত।
-
হৃদপিন্ড অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত।
কৈশিক জালিকা হল ধমনি ও শিরার সংযোগস্থলে থাকা সূক্ষ্ম রক্তনালি জালিকা, যা এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত।
-
কৈশিক জালিকার মাধ্যমে রক্ত এবং কোষের মধ্যে পুষ্টি, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড, এবং বর্জ্য পদার্থ এর আদান-প্রদান ঘটে।
0
Updated: 1 month ago
সাবান তৈরিতে প্রধান কাঁচামাল কী ব্যবহৃত হয়?
Created: 2 months ago
A
সোডা
B
গ্লিসারিন
C
চর্বি
D
স্টিয়ারিক অ্যাসিড
সাবান
-
সাবান হলো একটি বহুল প্রচলিত পরিষ্কারক, যা দেহ ও কাপড়-চোপড় পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়।
-
আধুনিক জীবনে সাবানের পাশাপাশি ডিটারজেন্ট, ইমালশন, পলিশ ইত্যাদিও পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয়।
-
কাপড় কাচার সাবানের মূল যৌগ হলো সোডিয়াম স্টিয়ারেট (C17H35COONa)।
-
শেভিং ফোম বা জেলের প্রধান যৌগ হলো পটাশিয়াম স্টিয়ারেট (C17H35COOK)।
-
কাপড় কাচার জন্য সাধারণত সোডিয়াম কার্বোনেট (Na2CO3) ব্যবহার করা হয়।
-
সাবান মূলত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ।
-
সাবান তৈরির প্রধান কাঁচামাল হলো তেল বা চর্বি।
-
তেল বা চর্বিকে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে আর্দ্র বিশ্লেষণ করলে যথাক্রমে সোডিয়াম সাবান বা পটাশিয়াম সাবান তৈরি হয়।
-
সাবান তৈরির সময় উপজাত হিসেবে গ্লিসারিন পাওয়া যায়।
উৎস: রসায়ন ও বিজ্ঞান, নবম–দশম শ্রেণি
0
Updated: 2 months ago