২ নং সেক্টর এর প্রথম সেক্টর কমান্ডার কে ছিলেন?
A
মেজর খালেদ মোশাররফ
B
মেজর শফিকুল ইসলাম
C
ক্যাপ্টেন মাহফুজুর রহমান
D
মেজর এ.টি.এম হায়দার
উত্তরের বিবরণ
২ নং সেক্টর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা, কুমিল্লা, ফরিদপুর ও নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত।
-
সেক্টরের বাহিনী গঠিত হয় ৪-ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে।
-
সেক্টরের সদরদপ্তর ছিল আগরতলার ২০ মাইল দক্ষিণে মেলাঘরে।
-
সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
-
এই সেক্টরের অধীনে প্রায় ৩৫,০০০ গেরিলা যুদ্ধ করেছে।
-
নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় ৬,০০০।
উৎস:

0
Updated: 21 hours ago
বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে?
Created: 1 week ago
A
প্রধান বিচারপতি
B
আইনমন্ত্রী
C
প্রধান নির্বাচন কমিশনার
D
অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল হলো দেশের প্রধান আইন কর্মকর্তা, যিনি রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী বিভিন্ন আইনগত দায়িত্ব পালন করেন। সংবিধানের বিভিন্ন ধারায় তার নিয়োগ ও কর্তব্য নির্ধারিত।
-
সংবিধান অনুচ্ছেদ ৬৪(১) অনুযায়ী, সুপ্রীম কোর্টের বিচারক হবার যোগ্য যে কোনও ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিতে পারেন।
-
অনুচ্ছেদ ৬৪(২) অনুযায়ী, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন।
-
তিনি দেশের প্রধান আইন কর্মকর্তা।
-
১৬তম অ্যাটর্নি জেনারেল: জনাব আবু মোহাম্মদ আমিন উদ্দিন।
-
১৭তম অ্যাটর্নি জেনারেল: জনাব মোঃ আসাদুজ্জামান [আগস্ট, ২০২৫]।
উল্লেখযোগ্য তথ্য:
-
দেশের বর্তমান প্রধান বিচারপতি: বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ [আগস্ট, ২০২৫]।
-
দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার: এম. নাসির উদ্দিন।
উৎস:

0
Updated: 1 week ago
Who was the proponent of the United States' "Strategic Defense Initiative"?
Created: 2 weeks ago
A
Lyndon B. Johnson
B
Ronald Reagan
C
John F. Kennedy
D
Henry Kissinger
- "Strategic Defense Initiative" (এসডিআই), এটি সাধারণত "স্টার ওয়ারস বা তারকা যুদ্ধ" নামে পরিচিত।
- এর প্রবক্তা ছিলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান।
যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রে মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে।
- আকারের দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হলো আলাস্কা, আর জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য হলো ক্যালিফোর্নিয়া।
- যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে,
- এটি ‘স্বাধীনতা দিবস’ হিসেবে জাতীয়ভাবে উদযাপিত হয়।
- দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, তিনি স্বাধীনতার পর নেতৃত্ব দেন নবগঠিত রাষ্ট্রকে।
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে আরেক গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আব্রাহাম লিংকন, তিনি ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলোপ করেন।

0
Updated: 2 weeks ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, পুরুষের সাক্ষরতার হার -
Created: 2 weeks ago
A
৭৫.৩২%
B
৭৬.৭১%
C
৭৭.১২%
D
৭৮.৪৯%
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%।
- জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন।
- সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%।
- পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%।
- মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)।
- বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)।
- সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)।
- সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।
তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago