২০২৫-২৬ অর্থবছরে, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্র কত?
A
৭.৫ শতাংশ
B
৫.৫ শতাংশ
C
৬.৯ শতাংশ
D
৬.৫ শতাংশ
উত্তরের বিবরণ
বাজেট ২০২৫-২৬ ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, যেটির শিরোনাম হলো ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
-
বাজেটের মোট পরিমাণ: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি): ২,৩০,০০০ কোটি টাকা
-
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫,৬৪,০০০ কোটি টাকা
-
বাজেটে ঘাটতি: বাজেটের ৩.৬২%
-
পরিচালন ব্যয়: ৫,৬০,০০০ কোটি টাকা
-
জিডিপি বৃদ্ধির লক্ষ্য: ৫.৫%
-
মূল্যস্ফীতির লক্ষ্য: ৬.৫%
-
করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্তি: "জুলাই যোদ্ধা"
-
উন্নয়ন বাজেটে বরাদ্দ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
পরিচালন বাজেটে বরাদ্দ: ৫,৪৪,৩৯১ কোটি টাকা
-
সামাজিক অবকাঠামো বরাদ্দ: ২,০৭,৬২৯ কোটি টাকা
উৎস:

0
Updated: 22 hours ago
Which of the following is not a part of the forebrain?
Created: 1 day ago
A
Hypothalamus
B
Thalamus
C
Cerebellum
D
Cerebrum
সেরেবেলাম হলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ, যা মস্তিষ্কের প্রধান তিনটি অংশের একটি।
মস্তিষ্ক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি স্ফীত অংশ, যা কঙ্কাল খোঁচায় অবস্থান করে এবং মানবদেহের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে। প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন প্রায় ১৫০০ ঘন সেন্টিমিটার, গড় ওজন প্রায় ১.৩৬ কেজি, এবং এতে প্রায় ১০০ বিলিয়ন নিউরন থাকে। মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড়, জটিল ও গুরুত্বপূর্ণ অংশ।
মানব মস্তিষ্ককে তিনটি প্রধান অংশে ভাগ করা যায়:
১. অগ্রমস্তিষ্ক
২. মধ্যমস্তিষ্ক
৩. পশ্চাৎ মস্তিষ্ক (সেরেবেলাম)
১. অগ্রমস্তিষ্ক
-
এটি মস্তিষ্কের প্রধান অংশ গঠন করে।
-
তিনটি অংশে বিভক্ত:
-
সেরেব্রাম
-
থ্যালামাস
-
হাইপোথ্যালামাস
-
সেরেব্রাম
-
মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, প্রায় ৮০% গঠন করে।
-
প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ার ৫টি লোব-এ বিভক্ত: ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব এবং লিম্বিক লোব।
-
সেরেব্রাম সংযুক্ত বাকশক্তি, স্মৃতি, চিন্তাশক্তি, বুদ্ধি, সৃজনশীলতা, ইচ্ছা শক্তি, সহজাত প্রবৃত্তি, কর্মপ্রেরণা প্রভৃতি কার্যক্রম নিয়ন্ত্রণ করে।
-
সর্বোপরি মানুষের ঐচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য দায়ী।
থ্যালামাস
-
সেরেব্রাল হেমিস্ফিয়ারের নিচে দুটি ক্ষুদ্র, ডিম্বাকৃতির থ্যালামাস থাকে, যা ধূসর পদার্থ দিয়ে গঠিত।
-
এটি সংবেদী উদ্দীপনা গ্রহণ করে এবং সেরেব্রামে রিলে করে পাঠায়।
হাইপোথ্যালামাস
-
থ্যালামাসের ঠিক নিচে ধূসর পদার্থ দিয়ে গঠিত।
-
অন্তত এক ডজন পৃথক অঞ্চলে বিভক্ত।
-
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।
-
ক্ষুধা, তৃষ্ণা, রাগ, ভাল লাগা, ভীতি, আবেগ প্রভৃতির কেন্দ্র হিসেবে কাজ করে।
-
পিটুইটারী গ্রন্থি বিভিন্ন হরমোন নিঃসরণ করে।
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago
PRSP এর পূর্ণরূপ-
Created: 2 weeks ago
A
Poverty Elimination Strategic Plan
B
Poverty Reduction Strategy Paper
C
Poverty Strategic Document Paper
D
Poverty Strategic Revenue Plan
দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) হলো দারিদ্র্য কমানোর জন্য একটি নীতি এবং পরিকল্পনার দলিল, যা নিম্ন আয়ের দেশগুলো তাদের অভ্যন্তরীণ নীতি ও উন্নয়ন সহযোগিতার মাধ্যমে প্রণয়ন করে।
তথ্যসমূহ:
-
PRSP এর পূর্ণরূপ হলো Poverty Reduction Strategy Paper।
-
২০০৩ সালে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন পিআরএসপি (IPRSP) প্রথম প্রণয়ন করে।
-
২০০৫ সালে বাংলাদেশ প্রথম PRSP প্রণয়ন করে।
-
২০০৮ সালের অক্টোবর মাসে ২০০৫ সালে প্রণীত দলিলটি হালনাগাদ করা হয়।

0
Updated: 2 weeks ago
Which country is also known as the 'Land of Thousand Lakes'?
Created: 1 day ago
A
Italy
B
Norway
C
Switzerland
D
Finland
ফিনল্যান্ড একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যা উত্তর ইউরোপে অবস্থিত। এর সীমানা ঘেঁষে রয়েছে সুইডেন, নরওয়ে, রাশিয়া এবং বাল্টিক সাগর। রাজধানী হলো হেলসিঙ্কি, আইনসভা এডুসকুন্টা, এবং মুদ্রা ইউরো।
-
ফিনল্যান্ডকে 'হাজার হ্রদের দেশ' বলা হয়।
-
দেশে প্রায় ৫৬,০০০টি হ্রদ রয়েছে।

0
Updated: 1 day ago