বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? (আগস্ট-২০২৫)
A
চামড়া-চামড়াজাত পণ্য
B
হস্তশিল্প
C
নীট পোষাক
D
প্রাকৃতিক গ্যাস
উত্তরের বিবরণ
বাংলাদেশের রপ্তানি খাতসমূহ ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের আয়ের ভিত্তিতে নিম্নরূপ:
-
নীট পোষাক:
-
রপ্তানি আয়: ২১,১৫৯.০৮ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ৪৩.৮২%
-
উল্লেখযোগ্য: বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য
-
-
ওভেন পোষাক:
-
রপ্তানি আয়: ১৮,১৮৭.৮৯ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ৩৭.৬৭%
-
-
হোম টেক্সটাইল:
-
রপ্তানি আয়: ৮৭১.৫৭ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ১.১৮%
-
-
চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা:
-
রপ্তানি আয়: ১,১৪৫.০৭ মিলিয়ন মার্কিন ডলার
-
মোট রপ্তানিতে অবদান: ২.৩৭%
-
উৎস:
0
Updated: 1 month ago
মেসোপটেমীয়া অঞ্চলের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
Created: 1 month ago
A
ক্যালেডীয়
B
অ্যাসেরীয়
C
সুমেরীয়
D
সুমেরীয়
সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা।
-
খ্রিস্টপূর্ব ৫০০০ সালে সুমেরীয় জাতি মেসোপটেমিয়ার দক্ষিণাংশ ও পারস্য উপকূল অঞ্চলে বসতি স্থাপন করে।
-
এরা অ-সেমিটিক জাতিগোষ্ঠী, যারা মধ্য এশিয়া থেকে স্থানান্তরিত হয়ে মেসোপটেমিয়ায় বসতি গড়ে তোলে।
-
লিখন পদ্ধতি, জ্ঞান-বিজ্ঞান চর্চা, আইন কানুন প্রণয়ন, ধর্মীয় অনুশাসন ইত্যাদি সুমেরীয়রা প্রথম শুরু করে।
-
ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের পদবী ছিল 'পাতেজী'।
-
পরবর্তী বিখ্যাত শাসক ছিলেন সম্রাট ডুঙি, যিনি খ্রিস্টপূর্ব ২১০০ অব্দে একটি ঐক্যবদ্ধ সাম্রাজ্য গড়ে তোলেন।
-
ডুঙি সুমের জাতির জন্য প্রথম বিধিবদ্ধ আইন (Code) প্রচলন করেন।
-
সুমেরীয় সমাজে শিল্প ও ব্যবসায় নারীদের অধিকার ছিল।
-
মেসোপটেমীয় সভ্যতার বিকাশ এবং নিত্য নতুন আবিষ্কারের মূলে সুমেরীয়দের অবদানই প্রধান।
-
সুমেরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি হলো 'জিগগুরাট' নামক ধর্মমন্দির।
0
Updated: 1 month ago
‘নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংযুক্ত রয়েছে?
Created: 1 month ago
A
বৌদ্ধধর্ম
B
খ্রিষ্টধর্ম
C
ইহুদীধর্ম
D
জৈন ধর্ম
নির্বাণ লাভ হলো বৌদ্ধধর্মের প্রধান লক্ষ্য, যা জীবনের দুঃখ থেকে চিরমুক্তি এবং পরম শান্তি অর্জনের প্রক্রিয়া নির্দেশ করে।
-
গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মের মূল লক্ষ্য হলো নির্বাণ লাভ।
-
নির্বাণের অর্থ হলো সম্পূর্ণরূপে নির্বাপিত হওয়া।
-
বৌদ্ধধর্মের মূল উদ্দেশ্য হলো ভবচক্র বা জন্ম-মৃত্যুর ক্রমাবর্তন থেকে দুঃখমুক্তি লাভ করা।
-
নির্বাণ হলো শান্ত ও সুখকর, এবং এর স্বভাব হলো দুঃখের উপশম।
-
কামনার বশবর্তী জীবগণ ভব থেকে ভবান্তরে জন্ম নিয়ে অশেষ দুঃখভোগ করে।
-
তৃষ্ণা থেকে মুক্তি পেলে দুঃখের নিরোধ ঘটে।
-
যিনি এই ভবচক্র থেকে মুক্ত, তিনি নির্বাণগামী হতে পারেন।
-
অতএব, তৃষ্ণাক্ষয়ের মাধ্যমে জন্ম-মৃত্যুর দুঃখময় ভবচক্রের পূর্ণ নিরোধই নির্বাণ।
উৎস:
0
Updated: 1 month ago
বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কত?
Created: 1 month ago
A
১৯২
B
১৯৩
C
১৯৪
D
১৯৫
বর্তমানে বিশ্বের স্বাধীন দেশগুলোর সংখ্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত তথ্য অনুযায়ী নির্ধারিত। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট ১৯৫টি স্বীকৃত দেশ রয়েছে।
-
এর মধ্যে ১৯৩টি দেশ হলো জাতিসংঘের সদস্য রাষ্ট্র।
-
দুটি দেশ জাতিসংঘের সদস্য নয়।
-
এই দুটি দেশ পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে আছে:
-
ভ্যাটিকান সিটি
-
প্যালেস্টাইন রাষ্ট্র
-
0
Updated: 1 month ago