নিচের কোনটি ইনপুট-আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়?
A
স্ক্যানার
B
প্রজেক্টর
C
OMR
D
টাচ স্ক্রিন
উত্তরের বিবরণ
ইনপুট ডিভাইস (Input Device) হলো সেইসব ডিভাইস, যার মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড প্রদান করা যায়।
-
উদাহরণ: কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR ইত্যাদি।
আউটপুট ডিভাইস (Output Device) হলো সেইসব ডিভাইস, যার মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা বা তথ্য আউটপুট হিসেবে পাওয়া যায়।
-
উদাহরণ: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।
ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Device) হলো কিছু পেরিফেরাল, যা দুই দিকেই কাজ করতে পারে, অর্থাৎ ইনপুট ও আউটপুট উভয়ই করতে সক্ষম।
-
উদাহরণ: হেডফোন, ডিজিটাল ক্যামেরা, মডেম, টাচ স্ক্রিন ইত্যাদি।
উৎস:
0
Updated: 1 month ago
How many countries are currently members of QUAD? (August, 2025)
Created: 1 month ago
A
3
B
4
C
5
D
6
QUAD বা Quadrilateral Security Dialogue হলো একটি কূটনৈতিক জোট, যা অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গঠিত। এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
-
প্রতিষ্ঠিত: ২০০৭
-
সদস্য দেশ (আগস্ট ২০২৫):
-
যুক্তরাষ্ট্র
-
অস্ট্রেলিয়া
-
ভারত
-
জাপান
-
-
কোয়াডের প্রাথমিক উদ্দেশ্য হলো উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলা।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)-এর সদর দপ্তর কোথায়?
Created: 1 month ago
A
বেইজিং
B
জেনেভা
C
লন্ডন
D
প্যারিস
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বৈশ্বিক আবহাওয়া, জলবায়ু ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সমন্বয় সাধনের জন্য কাজ করে।
• পূর্ণরূপ: The World Meteorological Organization (WMO)
• প্রতিষ্ঠিত: ২৩ মার্চ, ১৯৫০
• সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
• বর্তমান সদস্য সংখ্যা: মোট ১৯৩টি, যার মধ্যে ১৮৭টি দেশ এবং ৬টি টেরিটরি অন্তর্ভুক্ত।
0
Updated: 1 month ago
According to the National Budget 2025-26, what is the tax-free income limit of a common person?
Created: 1 month ago
A
300000 BDT
B
350000 BDT
C
400000 BDT
D
450000 BDT
করমুক্ত আয় সীমা হলো করযোগ্য আয়ের সীমা, যার মধ্যে ব্যক্তির আয় করমুক্ত থাকে।
-
সাধারণ ব্যক্তি: ৩,৫০,০০০ টাকা
-
নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তি: ৪,০০,০০০ টাকা
-
প্রতিবন্ধী ব্যক্তি: ৪,৭৫,০০০ টাকা
-
গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা: ৫,০০,০০০ টাকা
-
তৃতীয় লিঙ্গের ব্যক্তি: ৪,৭৫,০০০ টাকা
উল্লেখ্য, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা হবে ৩,৭৫,০০০ টাকা।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago