নিচের কোনটি ইনপুট-আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়?
A
স্ক্যানার
B
প্রজেক্টর
C
OMR
D
টাচ স্ক্রিন
উত্তরের বিবরণ
ইনপুট ডিভাইস (Input Device) হলো সেইসব ডিভাইস, যার মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড প্রদান করা যায়।
-
উদাহরণ: কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR ইত্যাদি।
আউটপুট ডিভাইস (Output Device) হলো সেইসব ডিভাইস, যার মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা বা তথ্য আউটপুট হিসেবে পাওয়া যায়।
-
উদাহরণ: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।
ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Device) হলো কিছু পেরিফেরাল, যা দুই দিকেই কাজ করতে পারে, অর্থাৎ ইনপুট ও আউটপুট উভয়ই করতে সক্ষম।
-
উদাহরণ: হেডফোন, ডিজিটাল ক্যামেরা, মডেম, টাচ স্ক্রিন ইত্যাদি।
উৎস:

0
Updated: 22 hours ago
Who is the first Bangladeshi to be nominated to the UN expert panel? [August - 2025]
Created: 2 weeks ago
A
Khalilur Rahman
B
Rabab Fatima
C
Jamilur Reza Chowdhury
D
Md. Ahsan Habib
জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলভুক্ত প্রথম বাংলাদেশি:
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আহসান হাবীব প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্যানেলে পরিবেশ রসায়নবিদ হিসেবে মনোনীত হয়েছেন।
- জাতিসংঘের এই ইনডিপেনডেন্ট সায়েন্টিফিক প্যানেল অন ইফেক্টস অব নিউক্লিয়ার এ মোট সদস্য রয়েছেন ২১ জন।
- পারমাণবিক যুদ্ধ এবং পারমাণবিক দুর্ঘটনা–পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং এর প্রতিক্রিয়ার বাস্তব চিত্র অনুধাবনে নিউইয়র্কভিত্তিক এই গবেষণা প্যানেল কাজ করবে।
উল্লেখ্য,
- অধ্যাপক আহসান হাবীব ২০২৪ সাল থেকে জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্তর্জাতিক চুক্তির জন্য গঠিত প্যানেলের বিশেষজ্ঞ সদস্য হিসেবে কাজ করছেন।
- মৌলিক রসায়ন, পরিবেশ রসায়ন, জৈবদূষণ, জীবজগতের ওপর ভারী ধাতুসমূহের প্রভাব, ধূলিকণাসহ বিভিন্ন বিষয়ে তিনি গবেষণা করেন।
- তাঁর ৮১টি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
সূত্র- পত্রিকা প্রতিবেদন।

0
Updated: 2 weeks ago
PRSP এর পূর্ণরূপ-
Created: 2 weeks ago
A
Poverty Elimination Strategic Plan
B
Poverty Reduction Strategy Paper
C
Poverty Strategic Document Paper
D
Poverty Strategic Revenue Plan
দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) হলো দারিদ্র্য কমানোর জন্য একটি নীতি এবং পরিকল্পনার দলিল, যা নিম্ন আয়ের দেশগুলো তাদের অভ্যন্তরীণ নীতি ও উন্নয়ন সহযোগিতার মাধ্যমে প্রণয়ন করে।
তথ্যসমূহ:
-
PRSP এর পূর্ণরূপ হলো Poverty Reduction Strategy Paper।
-
২০০৩ সালে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন পিআরএসপি (IPRSP) প্রথম প্রণয়ন করে।
-
২০০৫ সালে বাংলাদেশ প্রথম PRSP প্রণয়ন করে।
-
২০০৮ সালের অক্টোবর মাসে ২০০৫ সালে প্রণীত দলিলটি হালনাগাদ করা হয়।

0
Updated: 2 weeks ago
বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কোন শহরে অনুষ্ঠিত হয়?
Created: 2 days ago
A
লন্ডন
B
ফ্রাঙ্কফুর্ট
C
ঢাকা
D
কোলকাতা
• ফ্রাঙ্কফুর্ট বইমেলা:
- বিশ্বের সর্ববৃহৎ বইমেলা জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়।
- প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে আধুনিক ফ্রাঙ্কফুর্ট বইমেলার শুরু হলেও এর মূল গোড়াপত্তন হয়েছিল ৫০০ বছর পূর্বে ১৪৬২ খ্রিস্টাব্দে।
- প্রতি বছর অক্টোবর মাসে আয়োজিত হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা।
- বিশ্ববিখ্যাত এই বইমেলার সময়সীমা সাধারণত পাঁচ দিন।

0
Updated: 2 days ago