বিশ্ব খাদ্য দিবস কত তারিখ?
A
১৮ ডিসেম্বর
B
১৬ এপ্রিল
C
২ অক্টোবর
D
১৬ অক্টোবর
উত্তরের বিবরণ
জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও উদ্দেশ্য উদযাপনের জন্য পালিত হয়।
-
জাতীয় উৎপাদনশীলতা দিবস: ২ অক্টোবর
-
বিশ্ব খাদ্য দিবস: ১৬ অক্টোবর
-
জাতীয় নিরাপদ সড়ক দিবস: ২২ অক্টোবর
-
জাতীয় বস্ত্র দিবস: ৪ ডিসেম্বর
-
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস: ৯ ডিসেম্বর
-
আন্তর্জাতিক অভিবাসী দিবস: ১৮ ডিসেম্বর
-
বিশ্ব স্বাস্থ্য দিবস: ৭ এপ্রিল
-
মুজিবনগর দিবস: ১৭ এপ্রিল
-
নিরাপদ মাতৃত্ব দিবস: ২৮ মে
-
বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন
উৎস:

0
Updated: 22 hours ago
Which of the following organization was the ancestor of WTO?
Created: 2 weeks ago
A
UNTWO
B
GATT
C
IBRD
D
UNWTO
WTO (World Trade Organization):
-
পরিচিতি: WTO হলো বিশ্বের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যের স্বচ্ছতা, পূর্বাভাসযোগ্যতা ও স্বাধীন প্রবাহ নিশ্চিত করা।
-
প্রতিষ্ঠা: ১ জানুয়ারি, ১৯৯৫।
-
উৎপত্তি: এটি গঠিত হয় General Agreement on Tariffs and Trade (GATT)-এর ভিত্তিতে, যা প্রথম প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৬৬টি দেশ এর সদস্য (২০২5 অনুযায়ী)।
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
মহাপরিচালক (Director General): এনগোজি ওকোনজো ইওয়েলা (নাইজেরিয়া) – তিনি ২০২১ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং প্রথম আফ্রিকান ও প্রথম নারী মহাপরিচালক।
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ ১ জানুয়ারি, ১৯৯৫ সাল থেকে WTO-এর সদস্য।
-
ভাষা: WTO-এর কার্যক্রম পরিচালিত হয় মূলত তিনটি সরকারি ভাষায়— ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশ।
অতিরিক্ত তথ্য:
-
WTO এর প্রধান কাজ হলো— আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করা, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য সুবিধা বৃদ্ধি করা।
-
WTO বাণিজ্য সংক্রান্ত ৬০টিরও বেশি চুক্তি পরিচালনা করে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো— Agreement on Agriculture (AoA), General Agreement on Trade in Services (GATS), Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS)।
-
WTO-এর Ministerial Conference হলো সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ, যা দুই বছরে একবার অনুষ্ঠিত হয়।

0
Updated: 2 weeks ago
’সুমাত্রা, ম্যানিলা’ কোন ফসলের উন্নত জাত?
Created: 3 weeks ago
A
আলু
B
তামাক
C
ভুট্টা
D
গম
উন্নত জাতের উদ্ভিদ
গমের উন্নত জাত:
আনন্দ, আকবর, দোয়েল, বরকত, বলাকা, সোনালিকা, জোপাটিকা, ইনিয়া-৬৬
আলুর উন্নত জাত:
ডায়মন্ড, সিন্দুরী, কুফরী, চমক, কার্ডিনাল
ভুট্টার উন্নত জাত:
বর্ণালি, শুভ্র, খইভুট্টা, মোহর উত্তরণ
তামাকের উন্নত জাত:
সুমাত্রা, ম্যানিলা
উৎস: কৃষিমন্ত্রনালয়

0
Updated: 3 weeks ago
উদ্বায়ী পদার্থ কোনটি?
Created: 8 hours ago
A
আয়রন
B
নিকোটিন
C
আয়োডিন
D
গ্লিসারিন
পদার্থের অবস্থা:
-
পদার্থের ভৌত অবস্থা বলতে বোঝায় পদার্থের সংযুক্তি অপরিবর্তিত রেখে তার বিভিন্ন রূপের প্রকাশ।
-
ভৌত অবস্থার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যগুলো হলো: ঘনত্ব, স্থায়ীত্ব, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, চৌম্বক ধর্ম এবং আলোর সাথে প্রতিক্রিয়া।
-
পদার্থ সাধারণত কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় বিদ্যমান থাকে।
-
তাপমাত্রার পরিবর্তনে পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন ঘটে।
অবস্থার পরিবর্তনের উদাহরণ:
-
কঠিন বরফকে তাপ দিলে → তরল পানি।
-
পানি তাপ দিলে → গ্যাসীয় বাষ্প।
-
জলীয় বাষ্প ঠান্ডা করলে → তরল পানি।
-
তরল পানি ঠান্ডা করলে → কঠিন বরফ।
উদ্বায়ী পদার্থ:
-
কিছু কঠিন পদার্থ যেমন কর্পূর, আয়োডিন, নিশাদল তাপ দিলে সরাসরি কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়।
-
আবার শীতল করলে গ্যাসীয় অবস্থা থেকে তরল হয়ে সরাসরি কঠিন অবস্থায় পৌঁছায়।
-
এ ধরনের পদার্থকে উদ্বায়ী পদার্থ বলে।
যা উদ্বায়ী নয়:
-
আয়রন (লোহা): ধাতু, উদ্বায়ী নয়।
-
নিকোটিন: জৈব যৌগ, উদ্বায়ী নয়।
-
গ্লিসারিন: তরল পদার্থ, উদ্বায়ী নয়।

0
Updated: 8 hours ago