বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর কে ছিলেন?
A
লর্ড ডালহৌসি
B
লর্ড কার্জন
C
রবার্ট ক্লাইভ
D
লর্ড রিপন
উত্তরের বিবরণ
বঙ্গভঙ্গ হলো ১৯০৫ সালের ১৬ই অক্টোবর ভারতের বড় লর্ড কার্জন কর্তৃক বাংলার বিভাজন, যা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। ভাগ হবার পূর্বে বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মেঘালয়, ত্রিপুরা ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত ছিল বাংলা প্রেসিডেন্সি, যার আয়তন অনেক বড় হওয়ায় ১৮৫৩ থেকে ১৯০৩ সাল পর্যন্ত এর সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব ব্রিটিশ সরকারি মহলে উপস্থাপন করা হয়েছিল।
-
প্রকৃতপক্ষে ১৯০৩ সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয় এবং ১৯০৪ সালে ভারত সচিব এটি অনুমোদন করেন।
-
১৯০৫ সালের জুলাই মাসে এই পরিকল্পনা প্রকাশিত হয়।
-
পরিকল্পনা অনুযায়ী, বর্তমান বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী এবং ভারতের আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম, যার রাজধানী ঢাকা।
-
অপরপক্ষে, পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী কলকাতা।
-
হিন্দুদের তীব্র আন্দোলনের কারণে রাজা পঞ্চম জর্জ ১৯১১ সালে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ করেন।
উৎস:
0
Updated: 1 month ago
BIMSTEC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
নয়া দিল্লি
B
জেনেভা
C
কলম্বো
D
ঢাকা
সাধারণ জ্ঞান
BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperation
সাধারণ জ্ঞান
BIMSTEC (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation)
-
প্রতিষ্ঠা: ১৯৯৭ সালে, থাইল্যান্ডে।
-
সদস্য রাষ্ট্রের সংখ্যা: ৭টি (মে ২০২৫ পর্যন্ত)।
-
সদস্য রাষ্ট্র: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মিয়ানমার।
-
সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
-
বর্তমান সভাপতি দেশ: বাংলাদেশ (আগস্ট ২০২৫ পর্যন্ত)।
-
প্রতিষ্ঠাকালীন সভাপতি দেশ: বাংলাদেশ।
উৎস: BIMSTEC ওয়েবসাইট
0
Updated: 2 months ago
বরেন্দ্রভূমি দেশের কোন অঞ্চলে বিস্তৃত?
Created: 1 month ago
A
পশ্চিম-পূর্বাঞ্চলে
B
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে
C
উত্তর-পূর্বাঞ্চলে
D
উত্তর-পশ্চিমাঞ্চলে
বরেন্দ্রভূমি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্তৃত একটি অঞ্চলের নাম, যা প্লাবন সমভূমির তুলনায় কিছুটা উঁচু।
-
বরেন্দ্রভূমির উচ্চতা প্লাবন সমভূমির তুলনায় ৬ থেকে ১২ মিটার।
-
এ অঞ্চলের মাটি প্রধানত ধূসর ও লাল বর্ণের।
মধুপুর ও ভাওয়ালের গড়:
-
মধুপুর অবস্থিত টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায়, এবং ভাওয়ালের গড় গাজীপুর জেলায়।
-
এর আয়তন প্রায় ৪,১০৩ বর্গকিলোমিটার।
-
সমভূমি থেকে এর উচ্চতা প্রায় ৩০ মিটার।
-
মাটির রং লালচে ও ধূসর।
উৎস:
0
Updated: 1 month ago
Which of the following organization was the ancestor of WTO?
Created: 2 months ago
A
UNTWO
B
GATT
C
IBRD
D
UNWTO
WTO (World Trade Organization):
-
পরিচিতি: WTO হলো বিশ্বের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যের স্বচ্ছতা, পূর্বাভাসযোগ্যতা ও স্বাধীন প্রবাহ নিশ্চিত করা।
-
প্রতিষ্ঠা: ১ জানুয়ারি, ১৯৯৫।
-
উৎপত্তি: এটি গঠিত হয় General Agreement on Tariffs and Trade (GATT)-এর ভিত্তিতে, যা প্রথম প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৬৬টি দেশ এর সদস্য (২০২5 অনুযায়ী)।
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
মহাপরিচালক (Director General): এনগোজি ওকোনজো ইওয়েলা (নাইজেরিয়া) – তিনি ২০২১ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং প্রথম আফ্রিকান ও প্রথম নারী মহাপরিচালক।
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ ১ জানুয়ারি, ১৯৯৫ সাল থেকে WTO-এর সদস্য।
-
ভাষা: WTO-এর কার্যক্রম পরিচালিত হয় মূলত তিনটি সরকারি ভাষায়— ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশ।
অতিরিক্ত তথ্য:
-
WTO এর প্রধান কাজ হলো— আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করা, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য সুবিধা বৃদ্ধি করা।
-
WTO বাণিজ্য সংক্রান্ত ৬০টিরও বেশি চুক্তি পরিচালনা করে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো— Agreement on Agriculture (AoA), General Agreement on Trade in Services (GATS), Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS)।
-
WTO-এর Ministerial Conference হলো সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ, যা দুই বছরে একবার অনুষ্ঠিত হয়।
0
Updated: 2 months ago