কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত?
A
বগুড়া
B
দিনাজপুর
C
নাটোর
D
পাবনা
উত্তরের বিবরণ
কান্তজিউ মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শ্যামগড় এলাকায়, ঢেপা নদীর তীরে অবস্থিত। এটি ইন্দো-পারস্য স্থাপত্য শৈলীতে নির্মিত একটি অসাধারণ টেরাকোটা অলঙ্কৃত মন্দির, যা বৈচিত্র্যময় কারুকাজ এবং নিপুণ নির্মাণশৈলীর জন্য খ্যাত।
-
মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় ১৭০৪ খ্রিস্টাব্দে, দিনাজপুরের রাজা মহারাজা প্রাণনাথের তত্ত্বাবধানে।
-
প্রাণনাথের মৃত্যুর (১৭২২ খ্রিঃ) পর, তাঁর দত্তক পুত্র রাজা রামনাথ রায় ১৭৫২ খ্রিস্টাব্দে নির্মাণ কাজ সম্পন্ন করেন।
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন দেশটি ই-৮ (E-8) ভুক্ত নয়?
Created: 1 month ago
A
ভারত
B
জাপান
C
অস্ট্রেলিয়া
D
ব্রাজিল
ই-৮ (E-8) হলো বিশ্বের প্রধান পরিবেশ দূষণকারী আটটি দেশের সমিতি, যা বৈশ্বিক পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে একত্রিত হয়েছে। এই দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী, এবং এ কারণে তারা পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত বিভিন্ন আইন ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
• ই-৮-এর অন্তর্ভুক্ত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা।
• ই-৮ ভুক্ত দেশসমূহ পরিবেশ দূষণ কমাতে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করে।
• এ দেশগুলোর মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ।
• এই সমিতির সদস্যরা বিশ্বের কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের অন্যতম প্রধান উৎস, যা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ন।
• উল্লেখ্য, অস্ট্রেলিয়া ই-৮-এর অন্তর্ভুক্ত নয়।
0
Updated: 1 month ago
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমানা কোনটি?
Created: 1 month ago
A
লাইন অব কন্ট্রোল
B
ম্যাকমোহন লাইন
C
রেডক্লিফ লাইন
D
ডুরান্ড লাইন
বিভিন্ন দেশের সীমানা ও তাদের পরিচিত লাইনসমূহ নিম্নরূপ:
-
পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা
-
সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমানা
-
ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা
-
ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমানা
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা
-
রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা
-
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা
0
Updated: 1 month ago
কোন শাসন ব্যবস্থায় নাগরিকগণ রাজনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়?
Created: 1 month ago
A
একনায়কতান্ত্রিক শাসন
B
সামরিক শাসন
C
স্বৈরাচারী শাসন
D
উপরের সবগুলো
রাজনৈতিক স্বাধীনতা:
- ভোটার হবার স্বাধীনতা, ভোটদানের স্বাধীনতা, রাজনৈতিক দল গঠনের স্বাধীনতার মতো বিষয়গুলো রাজনৈতিক স্বাধীনতার অন্তর্গত।
- ন্যায়সঙ্গতভাবে একজন নাগরিক সব ধরনের স্বাধীনতা ভোগের অধিকার রাখে।
- নেতৃত্বের বিকাশের জন্য রাজনৈতিক স্বাধীনতা থাকা উচিত।
- একনায়কতান্ত্রিক, সামরিক ও স্বৈরাচারী শাসন ব্যবস্থায় নাগরিকগণ রাজনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়।
0
Updated: 1 month ago