কান্তজিউ মন্দির কোন জেলায় অবস্থিত?
A
বগুড়া
B
দিনাজপুর
C
নাটোর
D
পাবনা
উত্তরের বিবরণ
কান্তজিউ মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শ্যামগড় এলাকায়, ঢেপা নদীর তীরে অবস্থিত। এটি ইন্দো-পারস্য স্থাপত্য শৈলীতে নির্মিত একটি অসাধারণ টেরাকোটা অলঙ্কৃত মন্দির, যা বৈচিত্র্যময় কারুকাজ এবং নিপুণ নির্মাণশৈলীর জন্য খ্যাত।
-
মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় ১৭০৪ খ্রিস্টাব্দে, দিনাজপুরের রাজা মহারাজা প্রাণনাথের তত্ত্বাবধানে।
-
প্রাণনাথের মৃত্যুর (১৭২২ খ্রিঃ) পর, তাঁর দত্তক পুত্র রাজা রামনাথ রায় ১৭৫২ খ্রিস্টাব্দে নির্মাণ কাজ সম্পন্ন করেন।
উৎস:

0
Updated: 22 hours ago
বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি?
Created: 2 days ago
A
শাপলা
B
যমুনা
C
দোয়েল
D
এসার
• বাংলাদেশে তৈরি ল্যাপটপ দোয়েল:
- ২০১১ সালের ১১ অক্টোবর এই ল্যাপটপের উদ্বোধন হয়।
- ল্যাপটপের মাদার বোর্ডসহ শতকরা ৬০ ভাগ যন্ত্রাংশই তৈরি করা হয়েছে দেশের মাটিতে।
- ১৯৬৭ সালে টেলিফোন সেট উৎপাদনের মাধ্যমে যাত্রা শুরু করেছিল টেশিস কোম্পানি৷
- ১৯৬৪ সালে দ্বিতীয় প্রজন্মের
IBM 1620 কম্পিউটার দিয়ে বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার শুরু হয়।
- এটি ছিল আইবিএম কোম্পানির একটি মেইনফ্রেইম কম্পিউটার।
- IBM 1620 সিরিজের কম্পিউটারটি স্থাপিত হয় তৎকালীন পাকিস্থান পরমাণু গবেষণা কেন্দ্রে যার বর্তমান নাম বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র।
- কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত আছে।

0
Updated: 2 days ago
Which AI type is designed for a specific task like voice assistants?
Created: 2 weeks ago
A
Narrow AI
B
General AI
C
Super AI
D
Autonomous AI
Narrow AI হলো এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা নির্দিষ্ট একটি কাজ বা সীমিত পরিসরের সমস্যার সমাধানের জন্য বিশেষভাবে তৈরি করা হয়। এটি মানুষের মতো বহুমুখী চিন্তাশক্তি ধারণ করতে পারে না, তবে নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতার প্রমাণ দেয়।
-
এটি মানুষের দেওয়া নির্দেশনা এবং পূর্বনির্ধারিত অ্যালগরিদমের মাধ্যমে কাজ সম্পন্ন করে
-
ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন Siri, Alexa, Google Assistant শুধুমাত্র ভাষা শনাক্ত করে নির্দেশ কার্যকর করতে পারে
-
ফেস রিকগনিশন সিস্টেম নির্দিষ্ট মুখ চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়
-
ইমেইল স্প্যাম ফিল্টার অবাঞ্ছিত ইমেইল শনাক্ত করে আলাদা করে ফেলে
-
মেশিন ট্রান্সলেশন যেমন Google Translate স্বয়ংক্রিয়ভাবে ভাষা অনুবাদ করতে সক্ষম
-
রিকমেন্ডেশন সিস্টেম যেমন YouTube, Netflix বা Amazon ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কনটেন্ট সাজেস্ট করে
-
এর সীমাবদ্ধতা হলো এটি শুধুমাত্র নির্দিষ্ট কাজের ভেতরে সীমাবদ্ধ থাকে এবং মানুষের মতো সার্বজনীন বুদ্ধিমত্তা প্রদর্শন করতে পারে না

0
Updated: 2 weeks ago
'MERCOSUR' is a trade bloc of which region?
Created: 1 day ago
A
Africa
B
Europe
C
North America
D
South America
MERCOSUR হলো দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী, যা ২৬ মার্চ, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর মন্টিভিডিও, উরুগুয়ে অবস্থিত। প্রতিষ্ঠাকালীন চুক্তি হলো ‘Treaty of Asuncion’, যা প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নে স্বাক্ষরিত হয়।
-
প্রতিষ্ঠাকালীন সদস্যরা ছিলেন আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
-
বর্তমান সদস্য সংখ্যা (আগস্ট ২০২৫) ৫টি: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং বলিভিয়া।
-
ভেনেজুয়েলার সদস্যপদ বর্তমানে স্থগিত।
-
সহযোগী সদস্য সংখ্যা (আগস্ট ২০২৫) ৭টি।
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago