সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার উপর ন্যস্ত?
A
রাষ্ট্রপতি
B
প্রধানমন্ত্রী
C
আইনসভা
D
বিচারপতি
উত্তরের বিবরণ
বাংলাদেশ একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র, যেখানে সকল ক্ষমতার মূল উৎস জনগণ। দেশটি সংসদীয় পদ্ধতির এককেন্দ্রিক সরকার ব্যবস্থা দ্বারা পরিচালিত হয়।
-
স্বাধীনতা যুদ্ধ চলাকালীন, ১৯৭১ সালের ১০ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার, মুজিবনগর সরকার, গঠিত হয়।
-
এই ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
-
রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতি দেশের অন্যান্য সকল ব্যক্তির ঊর্ধ্বে অবস্থান করেন এবং সংবিধান অনুযায়ী প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করেন।
-
সংসদীয় রীতি অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ গঠিত হয়।
-
সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর এবং তাঁর মন্ত্রিসভার উপর ন্যস্ত।
-
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়বদ্ধ থাকেন।
উৎস:

0
Updated: 22 hours ago
যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয় তাদেরকে কী বলা হয়?
Created: 3 weeks ago
A
আইসোমার
B
আইসোটোপ
C
আইসোটোন
D
আইসোবার
আইসোবার
-
যে সকল নিউক্লিয়াসের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোবার বলা হয়।
আইসোমার
-
যে সকল নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান, তাদেরকে আইসোমার বলা হয়।
আইসোটোন
-
যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান, তবে ভর সংখ্যা সমান নয়, তাদেরকে আইসোটোন বলা হয়।
আইসোটোপ
-
যে সকল নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলা হয়।
উৎস: রসায়ন, নবম–দশম শ্রেণি

0
Updated: 3 weeks ago
প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’কে?
Created: 1 week ago
A
বিরােধী দল
B
সুশীল সমাজ
C
মন্ত্রী পরিষদ
D
সচেতন নাগরিক
বিকল্প সরকার হলো প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিরোধী দল, যা সরকারের কার্যক্রমের প্রতি নজর রাখে এবং প্রয়োজনে সরকারের উপর চাপ সৃষ্টি করে।
-
উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলও সরকারি দলের ন্যায় ছায়া মন্ত্রিসভা গঠন করে।
-
এর উদ্দেশ্য হলো সরকারকে স্বৈরাচারি বা দুর্নীতিপরায়ণ হওয়া থেকে রক্ষা করা।
-
বর্তমান সময়ে গণতন্ত্রকে দলীয় শাসন হিসেবেও দেখা হয়।
অন্যদিকে, সুশীল সমাজ ও সচেতন নাগরিকরাও সরকারের কার্যক্রমে চাপ সৃষ্টির অংশ হিসেবে ভূমিকা পালন করে।
উৎস:

0
Updated: 1 week ago
B-2 Spirit কোন দেশের তৈরি যুদ্ধবিমান?
Created: 21 hours ago
A
জার্মানি
B
যুক্তরাষ্ট্র
C
ফ্রান্স
D
যুক্তরাজ্য
বি-২ স্পিরিট (B-2 Spirit) বিমানের পূর্ণ নাম হলো Northrop Grumman B-2 Spirit। এটি একটি স্টিলথ স্ট্র্যাটেজিক বোম্বার (Stealth strategic bomber)।
-
প্রথম উড্ডয়ন: ১৭ জুলাই ১৯৮৯
-
সেবা গ্রহণ: ১৯৯৩ সালে মার্কিন বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত
-
নির্মাতা: Northrop Grumman
-
নির্মাণকারী দেশ: যুক্তরাষ্ট্র
-
প্রধান ব্যবহার: গভীর শত্রু অঞ্চলে প্রবেশ করে নিখুঁত বোমা হামলা চালানো
-
বিশেষ বৈশিষ্ট্য: "Flying wing" ডিজাইন এবং রাডার-চালিত অদৃশ্যতা
উৎস:

0
Updated: 21 hours ago