'লাজ' কোন ধরনের শব্দ?
A
বিশেষ্য
B
বিশেষণ
C
ক্রিয়া-বিশেষণ
D
বিশেষ্যের-বিশেষণ
উত্তরের বিবরণ
• লাজ (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- লজ্জা, শরম।
-------------------
• বিশেষ্য পদ:
যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায়, সেগুলোকে বিশেষ্য বলে। যেমন নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি। বিশেষ্য সাধারণত ছয় প্রকার:
১. নাম-বিশেষ্য,
২. জাতি-বিশেষ্য,
৩. বস্তু-বিশেষ্য,
৪. সমষ্টি-বিশেষ্য,
৫. গুণ-বিশেষ্য এবং
৬. ক্রিয়া-বিশেষ্য।
• নাম-বিশেষ্য: ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়।
যেমন:
ব্যক্তিনাম: হাবিব, সজল, লতা, শম্পা।
স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা।
কালনাম: সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান।
সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা।
• জাতি-বিশেষ্য: জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়। যেমন: মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।
• বস্তু-বিশেষ্য: কোনো দ্রব্য বা বস্তুর নামকে বস্তু-বিশেষ্য বলে। যেমন: ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।
• সমষ্টি-বিশেষ্য: এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। যেমন: জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি।
• গুণ-বিশেষ্য: গুণগত অবস্থা ও ধারণার নামকে গুণ-বিশেষ্য বলে। যেমন: সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।
• ক্রিয়া-বিশেষ্য: যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায়, তাকে ক্রিয়া-বিশেষ্য বলে। যেমন: পঠন, ভোজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
0
Updated: 3 months ago
"থালা, বাটি, মাটি" - কোন প্রকারের বিশেষ্য?
Created: 1 month ago
A
সমষ্টিবাচক
B
বস্তুবাচক
C
গুণবাচক
D
জাতিবাচক
বস্তুবাচক বিশেষ্য হলো সেই বিশেষ্য, যেগুলো দ্বারা কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝানো হয়। একে দ্রব্যবাচক বিশেষ্যও বলা হয়।
যেমন—
-
বই
-
খাতা
-
কলম
-
থালা
-
বাটি
-
মাটি
-
চাল
-
পানি
-
চিনি
উল্লেখযোগ্য উদাহরণ:
বেলে মাটি — এখানে “মাটি” একটি বস্তুবাচক বিশেষ্য, কারণ এটি একটি প্রাকৃতিক পদার্থকে নির্দেশ করছে। অন্যদিকে, “বেলে” একটি বিশেষণ, যা মাটির ধরনকে বর্ণনা করছে।
0
Updated: 1 month ago
'প্রচুর' এর বিশেষ্য রূপ কোনটি?
Created: 1 month ago
A
প্রাচুর্য্য
B
প্রাচুর্য
C
প্রাচুর্যতা
D
প্রচুর
প্রচুর শব্দের বিশেষ্য রূপ হলো প্রাচুর্য।
-
প্রচুর (বিশেষণ)
-
সংস্কৃত থেকে আগত শব্দ।
-
গঠন: প্র + √চুর্ + অ
-
অর্থ: ঢের, পর্যাপ্ত
-
-
প্রাচুর্য (বিশেষ্য)
-
সংস্কৃত থেকে আগত শব্দ।
-
গঠন: প্রচুর + য
-
অর্থ: আধিক্য
-
0
Updated: 1 month ago
কোনটি বস্তু-বিশেষ্য?
Created: 1 month ago
A
বই
B
ফুল
C
গরু
D
ইত্তেফাক
বস্তু-বিশেষ্য হলো সেই শব্দ যা কোনো দ্রব্য বা বস্তুর নাম প্রকাশ করে।
-
উদাহরণ: ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি
-
অন্যান্য প্রকার:
-
নাম-বিশেষ্য: ইত্তেফাক
-
জাতি-বিশেষ্য: গরু, ফুল
-
0
Updated: 1 month ago