মধুপুর ও ভাওয়ালের বনাঞ্চল কী ধরনের বনভূমি?
A
ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বন
B
ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি
C
স্রোতজ বনভূমি
D
ক্রান্তীয় পাতাঝরা বনভূমি
উত্তরের বিবরণ
বাংলাদেশের বনভূমি বিভিন্ন ধরনের এবং জলবায়ু ও ভৌগোলিক অবস্থার উপর নির্ভর করে।
-
ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি:
-
বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের প্রায় সব অংশ এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কিছু অংশে বিস্তৃত।
-
পাহাড়ের অধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলে চিরহরিৎ বন এবং কম বৃষ্টিপ্রবণ অঞ্চলে পাতাঝরা গাছের বন দেখা যায়।
-
-
ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি:
-
বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সোপানসমূহে অবস্থিত।
-
দুই ভাগে বিভক্ত:
১. ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার মধুপুর ও ভাওয়ালের বনভূমি
২. দিনাজপুর ও রংপুর জেলায় বরেন্দ্র বনভূমি -
শীতকালে বৃক্ষের পাতা ঝরে যায়, এবং গ্রীষ্মকালে নতুন পাতা গজায়।
-
-
স্রোতজ বনভূমি বা সুন্দরবন:
-
বিস্তৃত এলাকা: উত্তরে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলা; দক্ষিণে বঙ্গোপসাগর; পূর্বে হরিণঘাটা নদী, পিরোজপুর ও বরিশাল জেলা; পশ্চিমে রাইমঙ্গল, হাড়িয়াভাঙ্গা নদী এবং ভারতের পশ্চিমবঙ্গের আংশিক প্রান্ত সীমা।
-
খুলনা বিভাগের ৬,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
-
সমুদ্রের জোয়ার-ভাটা, লোনা পানি এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে এ অঞ্চল বৃক্ষ সমৃদ্ধ।
-
উৎস:
0
Updated: 1 month ago
মেসোপটেমীয়া অঞ্চলের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
Created: 1 month ago
A
ক্যালেডীয়
B
অ্যাসেরীয়
C
সুমেরীয়
D
সুমেরীয়
সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা।
-
খ্রিস্টপূর্ব ৫০০০ সালে সুমেরীয় জাতি মেসোপটেমিয়ার দক্ষিণাংশ ও পারস্য উপকূল অঞ্চলে বসতি স্থাপন করে।
-
এরা অ-সেমিটিক জাতিগোষ্ঠী, যারা মধ্য এশিয়া থেকে স্থানান্তরিত হয়ে মেসোপটেমিয়ায় বসতি গড়ে তোলে।
-
লিখন পদ্ধতি, জ্ঞান-বিজ্ঞান চর্চা, আইন কানুন প্রণয়ন, ধর্মীয় অনুশাসন ইত্যাদি সুমেরীয়রা প্রথম শুরু করে।
-
ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের পদবী ছিল 'পাতেজী'।
-
পরবর্তী বিখ্যাত শাসক ছিলেন সম্রাট ডুঙি, যিনি খ্রিস্টপূর্ব ২১০০ অব্দে একটি ঐক্যবদ্ধ সাম্রাজ্য গড়ে তোলেন।
-
ডুঙি সুমের জাতির জন্য প্রথম বিধিবদ্ধ আইন (Code) প্রচলন করেন।
-
সুমেরীয় সমাজে শিল্প ও ব্যবসায় নারীদের অধিকার ছিল।
-
মেসোপটেমীয় সভ্যতার বিকাশ এবং নিত্য নতুন আবিষ্কারের মূলে সুমেরীয়দের অবদানই প্রধান।
-
সুমেরীয়দের শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি হলো 'জিগগুরাট' নামক ধর্মমন্দির।
0
Updated: 1 month ago
এন্টার্কটিকা মহাদেশের চতুর্দিকে কোন মহাসাগর রয়েছে?
Created: 1 month ago
A
আটলান্টিক মহাসাগর
B
প্রশান্ত মহাসাগর
C
দক্ষিণ মহাসাগর
D
ভারত মহাসাগর
এন্টার্কটিকা (Antarctica):
- এন্টার্কটিকা মহাদেশ আয়তনে বিশ্বে পঞ্চম।
- এর মোট আয়তন :১ কোটি ৪২ লক্ষ বর্গকিমি; পঞ্চম বৃহত্তম।
- এটি ৯০° দক্ষিণ মেরুরেখা থেকে ৬০° দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত।
- মহাদেশটি পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং দক্ষিণ মেরুকে কেন্দ্র করে প্রায় বৃত্তাকারে অবস্থিত।
- এ মহাদেশের চতুর্দিকে দক্ষিণ মহাসাগর অবস্থিত।
- মহাদেশটি সারাবছর বরফে আচ্ছন্ন থাকে বলে মনুষ্য বসবাসের অনুপযোগী।
- শীতলতম এই মহাদেশে কোনো দেশ নেই।
- এখানকার উল্লেখযোগ্য প্রাণি অ্যালবাট্রস, পেঙ্গুইন, সীল ইত্যাদি। এছাড়া এ মহাদেশে মস ও শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মে।
0
Updated: 1 month ago
বিশ্ব খাদ্য দিবস কত তারিখ?
Created: 1 month ago
A
১৮ ডিসেম্বর
B
১৬ এপ্রিল
C
২ অক্টোবর
D
১৬ অক্টোবর
জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও উদ্দেশ্য উদযাপনের জন্য পালিত হয়।
-
জাতীয় উৎপাদনশীলতা দিবস: ২ অক্টোবর
-
বিশ্ব খাদ্য দিবস: ১৬ অক্টোবর
-
জাতীয় নিরাপদ সড়ক দিবস: ২২ অক্টোবর
-
জাতীয় বস্ত্র দিবস: ৪ ডিসেম্বর
-
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস: ৯ ডিসেম্বর
-
আন্তর্জাতিক অভিবাসী দিবস: ১৮ ডিসেম্বর
-
বিশ্ব স্বাস্থ্য দিবস: ৭ এপ্রিল
-
মুজিবনগর দিবস: ১৭ এপ্রিল
-
নিরাপদ মাতৃত্ব দিবস: ২৮ মে
-
বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন
উৎস:
0
Updated: 1 month ago