বায়ুর আর্দ্রতা মাপা যন্ত্রের নাম কী?
A
ফ্যাদোমিটার
B
ম্যানোমিটার
C
ব্যারোমিটার
D
হাইগ্রোমিটার
উত্তরের বিবরণ
হাইগ্রোমিটার হলো বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র।
অন্যান্য পরিমাপ যন্ত্রগুলো হলো:
-
ফ্যাদোমিটার: সমুদ্রের গভীরতা নির্ণয় করতে ব্যবহার হয়।
-
ব্যারোমিটার: বায়ুর চাপ মাপার যন্ত্র।
-
ম্যানোমিটার: গ্যাসের চাপ মাপার যন্ত্র।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
Created: 2 months ago
A
১৯৭২ সালে
B
১৯৭৬ সালে
C
১৯৭৪ সালে
D
১৯৭৩ সালে
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
অনুষ্ঠিত হয়েছে ১৫–২১ জুন ২০২২ তারিখে।
-
এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি।
-
তথ্য সংগ্রহের জন্য CAPI (Computer Assisted Personal Interviewing) পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
-
মোট জনসংখ্যা: ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।
-
জনশুমারি প্রতি ১০ বছর অন্তর অনুষ্ঠিত হয়।
-
গণনাকৃত জনসংখ্যা: ১৬,৫১,৫৮,৬১৬ জন।
-
জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার: ১.১২%।
-
জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন।
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল ১৯৭৪ সালে।
উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)
0
Updated: 2 months ago
পাঁচসালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
Created: 1 month ago
A
লর্ড কর্নওয়ালিস
B
ওয়ারেন হেস্টিংস
C
লর্ড বেন্টিংক
D
লর্ড ওয়েলেসলি
পাঁচসালা বন্দোবস্ত ১৭৭২ খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস দ্বারা প্রবর্তিত হয়। এর মূল লক্ষ্য ছিল রাজস্ব আদায় নিশ্চিত করা। যেহেতু জমি বন্দোবস্তের নির্দিষ্ট সময়সীমা ছিল, জমিদাররা কৃষকদের প্রতি চরম নির্যাতনমূলক ব্যবস্থা নিতেন শুধুমাত্র অর্থ আদায়ের জন্য, অথচ কৃষক বা জমির উন্নয়নের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। এই পরিস্থিতিতে হেস্টিংস পাঁচসালা বন্দোবস্ত চালু করেন। পরবর্তীতে ১৭৮৯ খ্রিস্টাব্দে কর্ণওয়ালিস দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেন।
-
১৭৭২ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস পাঁচসালা বন্দোবস্ত প্রবর্তন।
-
মূল লক্ষ্য: রাজস্ব আদায় নিশ্চিত করা।
-
জমিদাররা নির্দিষ্ট সময়সীমার কারণে কৃষকদের উপর অত্যাচারমূলক ব্যবস্থা গ্রহণ।
-
কৃষক বা জমির উন্নয়নের প্রতি জমিদারদের কোনো আগ্রহ ছিল না।
-
হেস্টিংস জমিদারদের সঙ্গে পাঁচসালা বন্দোবস্ত চালু করেন।
-
১৭৮৯ খ্রিস্টাব্দে কর্ণওয়ালিস দশসালা বন্দোবস্ত প্রবর্তন।
0
Updated: 1 month ago
PRSP এর পূর্ণরূপ-
Created: 1 month ago
A
Poverty Elimination Strategic Plan
B
Poverty Reduction Strategy Paper
C
Poverty Strategic Document Paper
D
Poverty Strategic Revenue Plan
দারিদ্র বিমোচন কৌশল পত্র (PRSP) হলো দারিদ্র্য কমানোর জন্য একটি নীতি এবং পরিকল্পনার দলিল, যা নিম্ন আয়ের দেশগুলো তাদের অভ্যন্তরীণ নীতি ও উন্নয়ন সহযোগিতার মাধ্যমে প্রণয়ন করে।
তথ্যসমূহ:
-
PRSP এর পূর্ণরূপ হলো Poverty Reduction Strategy Paper।
-
২০০৩ সালে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন পিআরএসপি (IPRSP) প্রথম প্রণয়ন করে।
-
২০০৫ সালে বাংলাদেশ প্রথম PRSP প্রণয়ন করে।
-
২০০৮ সালের অক্টোবর মাসে ২০০৫ সালে প্রণীত দলিলটি হালনাগাদ করা হয়।
0
Updated: 1 month ago