প্রাচীন বাংলার জনপদ ’সমতট’ বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত?
A
ঢাকা
B
বগুড়া
C
কুমিল্লা
D
সিলেট
উত্তরের বিবরণ
সমতট হলো পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলার একটি অঞ্চল, যা বঙ্গের পাশাপাশি অবস্থিত। এটি প্রাচীন ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এলাকা, যেখানে বিভিন্ন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে।
-
সমতটের রাজধানী বড় কামতা এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত।
-
এলাকা বিস্তৃত গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চল এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশকে ধরা হয় সমতট হিসেবে।
-
কুমিল্লার ময়নামতিতে প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে শালবন বিহার অন্যতম।
-
বর্তমান কুমিল্লা ও নোয়াখালি অঞ্চল প্রাচীন সমতট জনপদের অন্তর্গত।
উৎস:
0
Updated: 1 month ago
World Bank এর বর্তমান প্রেসিডেন্ট কে? (আগস্ট-২০২৫)
Created: 1 month ago
A
ইউজিন মেয়ার
B
অজয় বাঙ্গা
C
ডেভিড ম্যালপাস
D
জিম ইয়ং কিম
World Bank হলো বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক, যা অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং স্থায়ী উন্নয়নের জন্য কাজ করে। এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয় এবং ১৯৪৬ সাল থেকে কার্যক্রম শুরু করে। সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত। বাংলাদেশ ১৯৭২ সালে বিশ্বব্যাংকের সদস্য পদ লাভ করে। বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা (আগস্ট ২০২৫ অনুযায়ী), যিনি বিশ্বব্যাংক গ্রুপের ১৪তম প্রেসিডেন্ট এবং ২ জুন, ২০২৩-এ তার পাঁচ বছরের মেয়াদ শুরু করেন।
-
প্রতিষ্ঠার সাল: ১৯৪৪ (ব্রেটনউডস সম্মেলন), কার্যক্রম শুরু ১৯৪৬
-
সদর দপ্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
-
বাংলাদেশের সদস্যপদ: ১৯৭২
-
বর্তমান প্রেসিডেন্ট: অজয় বাঙ্গা
-
১৪তম প্রেসিডেন্ট
-
২ জুন, ২০২৩-এ পাঁচ বছরের মেয়াদ শুরু
-
World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত:
-
IBRD (International Bank for Reconstruction and Development)
-
IDA (International Development Association)
-
IFC (International Finance Corporation)
-
ICSID (International Centre for Settlement of Investment Disputes)
-
MIGA (Multilateral Investment Guarantee Agency)
0
Updated: 1 month ago
সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারী কর্মকমিশন গঠিত হয়?
Created: 1 month ago
A
১৩৭ অনুচ্ছেদ
B
১৩৮ অনুচ্ছেদ
C
১১১ অনুচ্ছেদ
D
১৩৯ অনুচ্ছেদ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) সংবিধানের একটি সাংবিধানিক সংস্থা, যা সরকারি চাকরি ও পদে নিয়োগ প্রক্রিয়ার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
প্রতিষ্ঠা: সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী।
-
উদ্দেশ্য: সরকারি চাকুরি ও পদে নিয়োগ প্রদান, পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ।
-
নিয়োগ: রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেন।
-
শপথ: প্রধান বিচারপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহ:
-
১৩৭ নং – সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা
-
১৩৮ নং – সরকারি কর্ম কমিশনের সদস্য নিয়োগ
-
১৩৯ নং – সরকারি কর্ম কমিশনের সদস্যপদের মেয়াদ
-
১৪০ নং – সরকারি কর্ম কমিশনের দায়িত্ব
-
১৪১ নং – বার্ষিক রিপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া
অতিরিক্ত তথ্য:
-
১১১ নং অনুচ্ছেদ সম্পর্কিত – সুপ্রীম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা।
0
Updated: 1 month ago
কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
Created: 2 months ago
A
৯° সেলসিয়াস
B
৩° সেলসিয়াস
C
৫° সেলসিয়াস
D
৪° সেলসিয়াস
পানি
-
বিশুদ্ধ পানি স্বাদহীন, গন্ধহীন এবং বর্ণহীন।
-
পানির ঘনত্ব তাপমাত্রার ওপর নির্ভরশীল।
-
পানির ঘনত্ব সর্বাধিক হয় ৪° সেলসিয়াস তাপমাত্রায়।
-
৪° সেলসিয়াসে পানির ঘনত্ব: ১ গ্রাম/সেন্টিমিটার³ বা ১০০০ কেজি/মিটার³।
-
অর্থাৎ, ১ সি.স. পানির ভর = ১ গ্রাম, এবং ১ কিউবিক মিটার পানির ভর = ১০০০ কেজি।
-
-
যে তাপমাত্রায় বরফ গলে তরলে পরিণত হয়, সেটিকে বরফের গলনাংক বলা হয়।
-
বরফের গলনাংক: ০° সেলসিয়াস।
-
অন্যদিকে, যে তাপমাত্রায় তরল পদার্থ বাষ্পে পরিণত হয়, তাকে স্ফুটনাংক বলা হয়।
-
পানির স্ফুটনাংক: ১০০° সেলসিয়াস।
উৎস: বিজ্ঞান, নবম–দশম শ্রেণি
0
Updated: 2 months ago