প্রাচীন বাংলার জনপদ ’সমতট’ বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত?
A
ঢাকা
B
বগুড়া
C
কুমিল্লা
D
সিলেট
উত্তরের বিবরণ
সমতট হলো পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলার একটি অঞ্চল, যা বঙ্গের পাশাপাশি অবস্থিত। এটি প্রাচীন ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এলাকা, যেখানে বিভিন্ন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে।
-
সমতটের রাজধানী বড় কামতা এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত।
-
এলাকা বিস্তৃত গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চল এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশকে ধরা হয় সমতট হিসেবে।
-
কুমিল্লার ময়নামতিতে প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে শালবন বিহার অন্যতম।
-
বর্তমান কুমিল্লা ও নোয়াখালি অঞ্চল প্রাচীন সমতট জনপদের অন্তর্গত।
উৎস:

0
Updated: 22 hours ago
বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি?
Created: 2 days ago
A
কাঁঠাল গাছ
B
বট গাছ
C
আম গাছ
D
জাম গাছ
• আম
গাছ বাংলাদেশের জাতীয় বৃক্ষ।
• বাংলাদেশের
জাতীয় বিষয় সমূহ:
- জাতীয় ভাষা: বাংলা।
- জাতীয় সঙ্গীত: আমার সোনার বাংলা(প্রথম ১০ চরণ)।
- জাতীয় পাখি: দোয়েল।
- জাতীয় ফুল: শাপলা।
- জাতীয় পশু: রয়েল বেঙ্গল
টাইগার।
- জাতীয় বন: সুন্দরবন।
- জাতীয় ফল: কাঁঠাল।
- জাতীয় মাছ: ইলিশ।
- জাতীয় মসজিদ: বায়তুল মোকাররম।
- জাতীয় জাদুঘর: জাতীয় জাদুঘর শাহবাগ, ঢাকা।
- জাতীয় পতাকা: সবুজের মাঝে লাল বৃত্ত।
- জাতীয় কবি: কাজী নজরুল
ইসলাম।

0
Updated: 2 days ago
২ নং সেক্টর এর প্রথম সেক্টর কমান্ডার কে ছিলেন?
Created: 21 hours ago
A
মেজর খালেদ মোশাররফ
B
মেজর শফিকুল ইসলাম
C
ক্যাপ্টেন মাহফুজুর রহমান
D
মেজর এ.টি.এম হায়দার
২ নং সেক্টর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা, কুমিল্লা, ফরিদপুর ও নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত।
-
সেক্টরের বাহিনী গঠিত হয় ৪-ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে।
-
সেক্টরের সদরদপ্তর ছিল আগরতলার ২০ মাইল দক্ষিণে মেলাঘরে।
-
সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
-
এই সেক্টরের অধীনে প্রায় ৩৫,০০০ গেরিলা যুদ্ধ করেছে।
-
নিয়মিত বাহিনীর সংখ্যা ছিল প্রায় ৬,০০০।
উৎস:

0
Updated: 21 hours ago
বায়ুমণ্ডলে কোন উপাদান সবচেয়ে বেশি?
Created: 22 hours ago
A
কার্বন-ডাইঅক্সাইড
B
জলীয়বাষ্প
C
নাইট্রোজেন
D
অক্সিজেন
বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসীয় আবরণ, যা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে ভূপৃষ্ঠের চারদিকে আবর্তিত হয়। বায়ুমণ্ডলের কোনো বর্ণ, গন্ধ বা আকার নেই, তাই এটি খালি চোখে দেখা যায় না, কেবল অনুভব করা যায়। এর বিশালতা এবং কার্যাবলী নিয়ে বিজ্ঞানীদের গবেষণা নিরন্তর চলছে।
বায়ুমণ্ডলের প্রধান উপাদানসমূহ:
-
নাইট্রোজেন: ৭৮.০২%
-
অক্সিজেন: ২০.৭১%
-
আরগন: ০.৮০%
-
জলীয়বাষ্প: ০.৪১%
-
কার্বন ডাই-অক্সাইড: ০.০৩%
-
অন্যান্য গ্যাস: ০.০২%
-
ধূলিকণা ও কণিকা: ০.০১%
উৎস:

0
Updated: 22 hours ago