One whose attitude is 'eat, drink, and be merry' is-
A
Materialistic
B
Numb
C
Grump
D
Epicurean
উত্তরের বিবরণ
One whose attitude is ‘eat, drink, and be merry’ is: Epicurean
Epicurean (Noun, Adjective):
-
English Meaning: A person devoted to sensual enjoyment, especially that derived from fine food and drink.
-
Bangla Meaning: (ব্যক্তি) ইন্দ্রিয়বিলাসী; ভোগবাদী তত্ত্ব বা মত (গ্রিক দার্শনিক এপিকিউরাস প্রবর্তিত)।
Epicureanism:
-
The philosophical doctrine founded by Epicurus.
-
According to them, pleasure is the means to alleviate pain and suffering, and life should be enjoyed fully.
-
Their famous motto: “Eat, drink, and be merry.”
Other options:
-
Materialistic: বস্তুবাদী; excessively concerned with material possessions or money.
-
Numb: অসাড়; devoid of feeling or responsiveness.
-
Grump: বদমেজাজী; act in a sulky or grumbling manner.
Source:
0
Updated: 1 month ago
The main character in Paradise Lost Book I and Book II is:
Created: 1 week ago
A
God
B
Satan
C
Adam
D
Eve
Satan হলো পতিত দেবদূতদের অহংকারী নেতা। তাঁর ঈশ্বরের প্রতি ইর্ষা ও অহংকার তার স্বর্গ থেকে বহিষ্কারের কারণ হয়।
মূল বিষয়গুলো:
-
পতিত দেবদূতদের নেতা: Satan-এর নেতৃত্বে স্বর্গের কিছু দেবদূত বিদ্রোহ করে।
-
ইর্ষা ও অহংকার: ঈশ্বরের প্রতি ঈর্ষা ও অহংকার তার পতনের মূল কারণ।
-
পরিণতি: এই কারণে তিনি স্বর্গ থেকে নিক্ষিপ্ত হন।
0
Updated: 1 week ago
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
Created: 2 months ago
A
Amateur
B
Indispensable
C
Dilapidated
D
None
• All the words are correctly spelled.
• Options:
-
ক) Amateur (Noun)
-
English Meaning: A person who is incompetent or inept at a particular activity
-
Bangla Meaning: শৌখিন চিত্র বা সংগীত বা নাট্যশিল্পী; অপেশাদার ক্রীড়াবিদ
-
-
খ) Indispensable (Adjective)
-
English Meaning: Absolutely necessary
-
Bangla Meaning: অপরিহার্য; অপরিহরণীয়
-
-
গ) Dilapidated (Adjective)
-
English Meaning: (of a building or object) in a state of disrepair or ruin as a result of age or neglect
-
Bangla Meaning: (দালানকোঠা, আসবাব ইত্যাদি সম্পর্কিত) ধ্বংসপ্রাপ্ত; মেরামতহীন; ক্ষয়িত; ধ্বংসস্তূপে পরিণত
-
-
ঘ) Secretariat (Noun)
-
English Meaning: a permanent administrative office or department, especially a governmental one
-
Bangla Meaning: কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়
-
Source:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
0
Updated: 2 months ago
No sooner had the bell rung than the students ______ out of the classroom.
Created: 1 month ago
A
rush
B
rushing
C
rushed
D
to be rushed
No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as — সবগুলোই ‘করতে না করতেই’ বা ‘হতে না হতেই’ অর্থে ব্যবহৃত হয়। এগুলোর ব্যবহার কিছু নির্দিষ্ট নিয়মের ওপর নির্ভর করে।
-
No sooner had থাকলে পরের অংশে than ব্যবহৃত হয় (not then)।
-
Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয় (not than)।
-
Scarcely had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয় (not than)।
-
As soon as থাকলে পরের অংশে কেবল একটি কমা ( , ) ব্যবহার করা হয়।
Structure (No sooner had):
-
No sooner had + subject + past participle of verb + than + subject + past form of verb
Complete Sentence: No sooner had the bell rung than the students rushed out of the classroom.
0
Updated: 1 month ago