Reading history makes one wise.
Here, 'Reading' is-
A
Main verb
B
Gerund
C
Participle
D
None of these
উত্তরের বিবরণ
Sentence: Reading history makes one wise.
-
Here, ‘Reading’ is a Gerund
Explanation:
-
A Gerund is a verb form ending in -ing that functions as a noun (subject, object, or complement) in a sentence
-
In this sentence, ‘Reading’ acts as the subject
General rule for Gerunds:
-
Formed by verb + ing
-
Functions both as a noun and retains some qualities of a verb
-
Gerunds do not describe action; they act as nouns
Uses of Gerunds in sentences:
-
As Subject or Object
-
As Object of a Preposition
-
As Nominative Absolute
-
As part of a Compound Noun
More examples:
-
Swimming keeps me healthy.
-
Painting calms my mind.
Source:
0
Updated: 1 month ago
'A Christmas Carol' is a _________ by Charles Dickens.
Created: 2 months ago
A
ballad
B
sketch story
C
historical novel
D
short novel
A Christmas Carol (Charles Dickens)
-
A Christmas Carol হলো চার্লস ডিকেন্সের লেখা একটি Novella (Short Novel)।
-
এটি প্রথম প্রকাশিত হয় 1843 সালে।
-
Novella বলতে বোঝায় ছোট উপন্যাস, যা Short Story-এর চেয়ে বড় এবং Full Novel-এর চেয়ে ছোট।
মূল চরিত্র
-
এই কাহিনীর নায়ক Ebenezer Scrooge, যিনি অত্যন্ত কৃপণ ও কঠোর স্বভাবের মানুষ।
-
তাঁকে তিনটি ভিন্ন ভিন্ন আত্মা (Ghost of Christmas Past, Present, Yet to Come) স্বপ্নে এসে শিক্ষা দেয় যে—
জীবনে সুখ আসে শুধু অর্থ-সম্পদে নয়, বরং উদারতা, দয়া ও মানবিকতায়।
প্রধান চরিত্রসমূহ
-
Ebenezer Scrooge
-
Jacob Marley
-
Bob Cratchit
-
Tiny Tim
-
Ghost of Christmas Past
-
Ghost of Christmas Present
-
Ghost of Christmas Yet to Come
-
Fred
-
Fezziwig
-
Mrs. Emily Cratchit
-
Martha Cratchit, ইত্যাদি।
লেখক পরিচিতি
-
Charles Dickens ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে পরিচিত।
-
তিনি “Boz” ছদ্মনামে লিখতেন।
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
উৎস: Britannica ও Live MCQ Lecture
0
Updated: 2 months ago
He is ____ teacher.
Created: 1 month ago
A
statistic
B
a statistic
C
a statistics
D
statistic's
Statistics দেখতে plural হলেও এটি মূলত singular হিসেবে ব্যবহৃত হয়। এই ধরনের শব্দগুলির মধ্যে আরও রয়েছে physics, mathematics, information, news, politics ইত্যাদি। Statistics’s বা Statistic নামে কোনো শব্দ ব্যবহৃত হয় না।
Statistics শব্দটি countable এবং uncountable উভয়ভাবেই ব্যবহার করা যায়। যখন এটি uncountable noun হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি singular verb গ্রহণ করে; আর যখন এটি countable noun হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি plural verb গ্রহণ করে।
উদাহরণ:
-
He is a statistics teacher. (singular usage)
-
The statistics show a steady increase in population. (plural usage)
0
Updated: 1 month ago
Education is enlightening. Here 'enlightening' is:
Created: 2 months ago
A
A gerund
B
A participle
C
An infinitive
D
A finite verb
Education is enlightening.
এখানে ‘enlightening’ শব্দটি ‘Education’ শব্দকে modify করছে, অর্থাৎ adjective-এর মতো কাজ করছে।
মূল ধারণা:
-
Participle হল এমন একটি verb যা noun বা pronoun কে describe করতে পারে।
-
Participle একই সাথে verb + adjective হিসেবে কাজ করে।
-
Verb যখন adjective-এর মতো ব্যবহৃত হয়, তখন তাকে participle বলা হয়।
ধরন:
-
Present Participle (-ing):
-
উদাহরণ: Do not disturb a sleeping dog.
-
এখানে ‘sleeping’ হলো present participle, যা ‘dog’ কে describe করছে।
-
-
Past Participle (-ed, -d, -t, -en, -n):
-
উদাহরণ: This is a book written by Charles Dickens.
-
এখানে ‘written’ হলো past participle, যা ‘book’ কে describe করছে।
-
-
Perfect Participle (having + past participle):
-
উদাহরণ: Having eaten rice, he went to bed.
-
এখানে ‘Having eaten’ হলো perfect participle, যা ক্রিয়ার সম্পন্ন হওয়ার অর্থ প্রকাশ করছে।
-
সারসংক্ষেপ:
-
Participle মূলত verb-এর আকার হলেও noun বা pronoun modify করে adjective-এর কাজ করে।
-
Present participle → -ing,
-
Past participle → -ed / -en / অন্যান্য আকার,
-
Perfect participle → having + past participle।
উৎস: Michael Swan, Practical English Usage
0
Updated: 2 months ago