The phrase "The gift of the gab" means-
A
Jealousy
B
The ability to talk fluently
C
An unexpected gain
D
A day of festivity
উত্তরের বিবরণ
The phrase "The gift of the gab" means: The ability to talk fluently
-
The gift of the gab
-
English meaning: The ability to speak with eloquence and fluency; the ability to talk glibly and persuasively
-
Bangla meaning: বাকপটু হওয়া; আত্মবিশ্বাসের সাথে কথা বলার ক্ষমতা
-
Example sentence:
-
She's got the gift of the gab — she should work in sales and marketing.
-
Bangla meaning: সে খুব বাকপটু, তার সেলস এবং মার্কেটিং-এ কাজ করা উচিত।
-
Source:
0
Updated: 1 month ago
____ glass is, for all practical, a solid, its molecular structure is that of a liquid.
Created: 2 months ago
A
Because
B
Unless
C
Although
D
If
Options:
ক) Because: সে-কারণে; কেননা; যেহেতু।
খ) Unless: যদি না।
গ) Although: যদিও; যদ্যপি।
ঘ) If: যদি।
অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে "Although" বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।
Complete sentence: Although glass is, for all practical, a solid, its molecular structure is that of a liquid.
Source: Accessible Dictionary.
0
Updated: 2 months ago
Which one of the following words can be used as a verb?
Created: 1 month ago
A
Interim
B
Mobile
C
Time
D
Scarce
Time শব্দটি একমাত্রিকভাবে এবং ক্রিয়াপদ উভয়ভাবে ব্যবহৃত হতে পারে। এটি ঘটনার সময় বা নির্দিষ্ট সময় নির্ধারণের ধারণা প্রকাশ করে।
-
Time (Noun)
-
English Meaning: the point or period when something occurs; what is measured in minutes, hours, etc.
-
Bangla Meaning: সময়; অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব দিন; কাল।
-
উদাহরণ: It's time for reading.
-
-
Time (Verb)
-
English Meaning: to arrange or set the time of; to decide that something will happen at a particular time.
-
Bangla Meaning: সময় বা মুহূর্ত নির্বাচন করা; সময় নির্ধারণ/ধার্য/ঠিক করা।
-
উদাহরণ: We timed our trip to coincide with my cousin's wedding.
-
অন্য কিছু শব্দের সংক্ষিপ্ত ব্যাখ্যা:
-
Interim
-
Noun: an intervening time; interval - ইতোমধ্যে; অন্তবর্তীকালে।
-
Adjective: done, made, appointed, or occurring for an interim - অস্থায়ী; সাময়িক।
-
-
Mobile
-
Adjective: সচল; ভ্রাম্যমাণ; গতিময়।
-
Noun: ভাস্কর্য বা অনুরূপ বস্তু, যার অংশসমূহ বাতাসে নড়ে।
-
-
Scarce
-
Adjective: not easy to find or get - অপ্রতুল; দুষ্প্রাপ্য; দুর্লভ; দুষ্প্রাপণীয়।
-
Adverb: almost not; scarcely, hardly - না-বললেই চলে।
-
0
Updated: 1 month ago
Depression is often hereditary. The underlined word is a/an-
Created: 2 months ago
A
Adverb
B
Adjective
C
Noun
D
Verb
Hereditary (adjective)
ইংরেজি অর্থ: কোনো বৈশিষ্ট্য বা রোগ যা পিতামাতা থেকে সন্তানদের মধ্যে জিনের মাধ্যমে চলে আসে।
বাংলা অর্থ: পুত্রপৌত্রে প্রাপ্ত; পরম্পরাগত; ক্রমায়ত; কৌলিক; বংশানুক্রমিক।
উদাহরণ বাক্য:
-
Depression is often hereditary.
এই বাক্যে ‘hereditary’ শব্দটি ‘Depression’ (নামপদ) কে বর্ণনা করছে, তাই এটি একটি বিশেষণ (Adjective)।
সূত্র: Oxford Learner’s Dictionary, Merriam-Webster Dictionary.
0
Updated: 2 months ago