The phrase "The gift of the gab" means-
A
Jealousy
B
The ability to talk fluently
C
An unexpected gain
D
A day of festivity
উত্তরের বিবরণ
The phrase "The gift of the gab" means: The ability to talk fluently
-
The gift of the gab
-
English meaning: The ability to speak with eloquence and fluency; the ability to talk glibly and persuasively
-
Bangla meaning: বাকপটু হওয়া; আত্মবিশ্বাসের সাথে কথা বলার ক্ষমতা
-
Example sentence:
-
She's got the gift of the gab — she should work in sales and marketing.
-
Bangla meaning: সে খুব বাকপটু, তার সেলস এবং মার্কেটিং-এ কাজ করা উচিত।
-
Source:

0
Updated: 22 hours ago
Select the alternative which best expresses the meaning of the given sentence: ''We were no more surprised than Rahman''.
Created: 1 month ago
A
We were less surprised than Rahman.
B
We were all surprised.
C
Rahman was less surprised than us.
D
We were as surprised as Rahman.
বাক্যটি "We were no more surprised than Rahman" দ্বারা বুঝায় অর্থ-আমরা রহমানের চেয়ে বেশি বিস্মিত ছিলাম না।
- এর মানে হলো, আমরা রহমানের মত বিস্মিত ছিলাম।
- তাই এর alternative হবে - ঘ) We were as surprised as Rahman.
• "no more surprised than"-এর অর্থ হলো "সমানভাবে অবাক হওয়া", কারণ এটি তুলনামূলকভাবে বলছে যে একজন আরেকজনের চেয়ে বেশি অবাক হয়নি।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) "We were less surprised than Rahman" বোঝায় আমরা রহিমের চেয়ে কম অবাক হয়েছিলাম, যা ভুল।
খ) "We were all surprised" শুধু অবাক হওয়ার তথ্য দেয়, তুলনা নয়।
গ) "Rahman was less surprised than us" ঠিক উল্টো অর্থ প্রকাশ করে।

0
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 2 months ago
A
Rahim ate almost the whole fish.
B
Rahim almost ate the whole fish.
C
Almost Rahim ate whole fish.
D
Rahim ate the whole fish almost.
• Almost (adverb)- (প্রায়)
- এই বাক্যে almost একটি adverb যা বাক্যের verb, adjective এর পূর্বে বসে তার দোষ গুণ প্রকাশ করে
- Almost যার পূর্বে বসবে, তাকে Modify করবে।
- যার কারণে ate ও Rahim এর পূর্বে বসালে কোন Sense প্রকাশ করে না। আর বাক্যের শেষেও almost বসে না।
- সে হিসেবে গ এবং ঘ ভুল।
- Ate almost the whole fish অর্থ প্রায় সম্পূর্ণ মাছটি খেল, এটা যথার্থ অর্থবোধক।
- তাই এটিই সঠিক উত্তর।

0
Updated: 2 months ago
Transform it into a positive degree:
The Nile is the longest river in Africa.
Created: 2 weeks ago
A
The Nile is longer than any river in Africa.
B
No other river in Africa is as long as the Nile.
C
No river in Africa is longer than the Nile.
D
The Nile is one of the longest rivers in Africa.
• সঠিক উত্তর: খ) No other river in Africa is as long as the Nile.
- The + superlative যুক্ত বাক্যকে positive করার নিয়ম-
- No other + Superlative degree এর পরের অংশ + Verb + as/so + Superlative degree এর Positive form + as + প্রদত্ত Sentence এর Subject.
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর -
- No other river in Africa is as long as the Nile.
More Example:
- Superlative: Pride is the greatest vice.
- Positive: No other vice is as great as pride.

0
Updated: 2 weeks ago