'কাশবনের কন্যা' গ্রন্থটির লেখক কে?
A
আবুল কালাম শামসুদ্দিন
B
শামসুদ্দীন আবুল কালাম
C
আবুল ফজল
D
জসীমউদ্দীন
উত্তরের বিবরণ
• কাশবনের কন্যা:
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৫৪ সালে।
- শামসুদ্দীন আবুল কালামের 'কাশবনের কন্যা' উপন্যাসে গ্রামকে এমনভাবে তুলে আনা হয়েছে যে, দুঃখ দারিদ্রতা থাকলেও গ্রামেই সুখের স্বর্গ, সমস্ত বিশ্বাসের আধার।
- উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকজীবন, গ্রামীণ দিগন্ত চিত্রায়িত হয়েছে।
- এই উপন্যাসের চরিত্র সমূহ: সিকদার, হোসেন, জোবেদা, মেহেরজান ইত্যাদি।
-------------------------------------
• শামসুদ্দীন আবুল কালাম:
- শামসুদ্দীন আবুল কালাম ১৯২৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসে বরিশালের নলছিটি থানার কামদেবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- শামসুদ্দীন বরিশাল জেলা স্কুল থেকে ম্যাট্রিক (১৯৪১), ব্রজমোহন কলেজ থেকে আই.এ (১৯৪৩) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (১৯৪৬) পাস করেন।
তাঁর রচনাসমূহ হলো:
• গল্পগ্রন্থ:
- অনেক দিনের আশা,
- ঢেউ,
- পথ জানা নাই,
- দুই হৃদয়ের তীর,
- শাহের বানু।
• উপন্যাস:
- আলমনগরের উপকথা,
- কাশবনের কন্যা,
- কাঞ্চনমালা,
- জায়মঙ্গল,
- কাঞ্চনগ্রাম,
- পুঁই ডালিমের কাব্য।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?
Created: 4 weeks ago
A
পঞ্চতন্ত্র
B
কালান্তর
C
প্রবন্ধ সংগ্রহ
D
শাশ্বত বঙ্গ
সৈয়দ মুজতবা আলীর গুরুত্বপূর্ণ রচনা ও গ্রন্থসমূহ
পঞ্চতন্ত্র:
-
সৈয়দ মুজতবা আলীর ‘পঞ্চতন্ত্র’ (১৯৫২) একটি ব্যক্তিগত প্রবন্ধ সংকলন, যা দুই ভাগে বিভক্ত।
-
প্রথম পর্বে: ৩৪টি রচনা
-
দ্বিতীয় পর্বে: ৩১টি রচনা
-
মোট: ৬৫টি প্রবন্ধ
-
-
উল্লেখযোগ্য প্রবন্ধ: বই কেনা, মোপাসাঁ, চেখফ্-রবীন্দ্রনাথ, বিদেশে, মেশেদিনী, অনুবাদ সাহিত্য, অর্থং অর্থং ইত্যাদি।
-
এই প্রবন্ধগুলো মূলত ‘বসুমতী’ ও ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয়।
-
এতে মুজতবা আলীর সরস ও প্রাঞ্জল গদ্যশৈলী এবং বিচিত্র বিষয়ে আগ্রহ প্রকাশ পেয়েছে।
-
গ্রন্থটি সাধারণত রম্যসাহিত্যের অন্তর্ভুক্ত।
অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ:
-
কালান্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনে রচিত রাজনৈতিক প্রবন্ধ সংকলন।
-
শাশ্বত বঙ্গ (কাজী আবদুল ওদুদ): বাংলা ভাষা, সাহিত্য ও বাঙালির সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ গ্রন্থ।
সৈয়দ মুজতবা আলী: জীবন ও সাহিত্যিক পরিচিতি
-
জন্ম: ১৩ সেপ্টেম্বর ১৯০৪, করিমগঞ্জ, শ্রীহট্ট (সিলেট)। পৈতৃক নিবাস: মৌলভীবাজার, উত্তরসুর গ্রাম।
-
শিক্ষা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৬ সালে স্নাতক।
-
সাহিত্যিক জীবন:
-
প্রথম স্বীকৃতি: ‘দেশে-বিদেশে’ – কাবুলে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও অন্তরঙ্গ উপলব্ধি থেকে উদ্ভূত।
-
বিশেষ রচনা: ‘পূর্ব-পাকিস্তানের রাষ্ট্রভাষা’।
-
ভূমিকা রচনা: কাজী নজরুল ইসলামের ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’ গ্রন্থে।
-
-
মৃত্যু: ১১ ফেব্রুয়ারি ১৯৭৪, ঢাকা।
লেখাগুলি ভাগ করা যায়:
-
উপন্যাস: অবিশ্বাস্য, শবনম
-
রম্য রচনা: পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী
-
ছোটগল্প সংকলন: চাচা-কাহিনী, টুনি মেম
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 4 weeks ago
বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
মুহম্মদ শহীদুল্লাহ
B
দীনেশচন্দ্র সেন
C
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
D
সুকুমার সেন
'বাংলা ভাষার ইতিবৃত্ত' (১৯৬৫) গ্রন্থের রচয়িতা ড. মুহম্মদ শহীদুল্লাহ । তাঁর ভাষা বিষয়ক অন্যান্য গ্রন্থসমূহ হলো - 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান '(১৯৬৫), 'ভাষা ও সাহিত্য' (১৯৩১), 'বাংলা সাহিত্যের কথা' (১ম খণ্ড - ১৯৫৩, ২য় খণ্ড - ১৯৬৫), 'বাংলা ব্যাকরণ' (১৯৫৮) ।

0
Updated: 1 month ago
জাহানারা ইমাম রচিত গ্রন্থ নয় কোনটি?
Created: 3 months ago
A
সাতটি তারার তিমির
B
বুকের ভিতর আগুন
C
ক্যানসারের সঙ্গে বসবাস
D
একাত্তরের দিনগুলি
• 'সাতটি তারার তিমির' কাব্যগ্রন্থটি জাহানারা ইমাম রচনা করেন নি।
- কাব্যগ্রন্থটির রচয়িতা - জীবনানন্দ দাশ।
• জাহানারা ইমাম:
- জাহানারা ইমাম 'শহীদ জননী' হিসেবে খ্যাত।
- তিনি ক্র্যাক প্লাটুনের সদস্য শহীদ শফি ইমাম রুমীর মা।
- তিনি ১৯৯২ সালে 'মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি'র আহবায়ক হন।
- জাহানারা ইমাম ১৯৭১-এর স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে গণ-আদালত গড়ে তোলেন।
• তাঁর রচিত কয়েকটি গ্রন্থ:
- সাতটি তারার ঝিকিমিকি,
- অন্যজীবন,
- বুকের ভিতর আগুন,
- নাটকের অবসান,
- নিঃসঙ্গ পাইন,
- ক্যানসারের সঙ্গে বসবাস,
- প্রবাসের দিনগুলি।
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago