'হাত-ভারি' বাগধারার অর্থ-
A
দাতা
B
কম খরচে
C
দরিদ্র
D
কৃপণ
উত্তরের বিবরণ
'হাত-ভারি' বাগ্ধারার অর্থ 'কৃপণ'।
বাক্য গঠন: তাঁর মত হাতভারি লোক আমি কমই দেখেছি।
আরও কিছু বাগ্ধারার এবং এর অর্থ-
- 'হাত ধরা' বাগ্ধারার অর্থ বশীভূত।
- 'হাড় হাভাতে' বাগ্ধারার অর্থ হতভাগ্য,
- 'হাল ছাড়া' বাগ্ধারার অর্থ হতাশ হওয়া।
- 'হাত পাকান' বাগ্ধারার অর্থ দক্ষতা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 3 months ago
'অঙ্কুশ তাড়না' বাগ্ধারার অর্থ কী?
Created: 3 weeks ago
A
অতি ব্যস্ত
B
অন্তর্গত আঘাত
C
তেজঃপূর্ণ
D
ছটফটানি
অঙ্কুশ তাড়না বাগ্ধারার অর্থ হলো অন্তর্গত আঘাত।
অন্যান্য সমজাতীয় শব্দের অর্থ:
-
অগ্নিগর্ভ: বলিষ্ঠ বা তেজঃপূর্ণ।
-
অন্তব্যস্ত: অতি ব্যস্ত।
-
অকটবিকট: ছটফটানি বা উদ্বিগ্ন অবস্থা।
0
Updated: 3 weeks ago
‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কোনটি?
Created: 1 month ago
A
অহংকার
B
ক্ষণস্থায়ী
C
অর্থের কুপ্রভাব
D
টনক নড়া
তামার বিষ এটি একটি বাগধারা যার অর্থ হলো অর্থের কুপ্রভাব অপশনে অন্য গুলোর কোনো অর্থ নেই। সুতরাং সঠিক উত্তর - অর্থের কুপ্রভাব।
0
Updated: 1 month ago
’চক্ষুদান করা’ – বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
পক্ষপাতিত্ব করা
B
সৌভাগ্য লাভ
C
চুরি করা
D
নষ্ট করা
'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ চুরি বা চুরি করা । যেমন - পকেটমার আমার মানিব্যাগটি চক্ষুদান করে নিয়ে গেল।
0
Updated: 1 month ago