The assertive form of the given sentence is:
What an incredible story!
A
The story was very incredible.
B
It is a very incredible story.
C
It is very incredible story.
D
It is such a incredible story.
উত্তরের বিবরণ
Exclamatory Sentence: What an incredible story!
Assertive Sentence: It is a very incredible story.
Rule for converting an Exclamatory Sentence to an Assertive Sentence:
-
Remove the exclamatory word (e.g., What, How) and form an assertive sentence
-
Place very/most before the adjective and great before the noun if needed
-
Structure: Subject + verb + a/an + very/great + adjective + rest of the sentence
More examples:
-
Exclamatory: What a beautiful painting!
-
Assertive: It is a very beautiful painting.
-
-
Exclamatory: What an excellent idea!
-
Assertive: It is a very excellent idea.
-
Source:

0
Updated: 22 hours ago
Plural of 'Terminus' -
Created: 5 days ago
A
Terminii
B
Terminues
C
Termini
D
Both B & C
Plural of 'Terminus'
— সঠিক উত্তর: গ) Termini.
• Terminus (noun)
- English Meaning: The last stop or the station at the end of a bus or train
route; a final goal; a finishing point.
- Bangla Meaning: রেললাইনের প্রান্তিক/শেষ স্টেশন; ট্রাম, বাস বা বিমানপথের অন্ত।
• Terminus -এর correct plural form হলো - Termini/Terminuses.

0
Updated: 5 days ago
'The French' refers to-
Created: 1 month ago
A
the French people
B
the French language
C
the French manners
D
the French society
The French refers to - The French People.
French
English Meaning: The people of France
Bangla Meaning: France এ বসবাসরত মানুষ বা ফরাসি জাতি।
• French
English Meaning: The language that people speak in France, parts of Belgium and Canada, and other countries
Bangla Meaning: ফরাসি ভাষা।
• Article এর নিয়মানুযায়ী -
- ভাষার নামের পুর্বে কোনো article ব্যবহৃত হয় না এবং
- যেকোনো জাতির নামের পুর্বে article হিসাবে the বসাতে হয়।
- যেহেতু প্রশ্নে, The French রয়েছে, তাই বোঝা যাচ্ছে এর দ্বারা ফরাসি জাতকেই নির্দেশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

0
Updated: 1 month ago
"Great Expectations" is a/an-
Created: 1 month ago
A
Victorian novel
B
Romantic novel
C
Augustan novel
D
Modern novel
Great Expectations
Writer: Charles Dickens
-
Great Expectations একটি Victorian novel, যা Charles Dickens রচনা করেছেন।
-
উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৬০ সালে এবং এটি Dickens-এর অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত।
-
কাহিনী শুরু হয় Kent শহর থেকে।
-
উপন্যাসে ১৮ শতকের গোড়ার ইংল্যান্ডের চিত্র ফুটে উঠেছে—একটি সময় যখন দেশ অর্থনৈতিকভাবে অগ্রসর হচ্ছিল, তবে তখনও সমাজে শ্রেণিবৈষম্য ও অসুখী মানুষের অস্তিত্ব ছিল।
-
Dickens সমাজে বিদ্যমান class division, social ambition ও moral corruption-এর সমালোচনা করেছেন।
Theme & Storyline
-
কাহিনী মূলত সামাজিক শ্রেণি ও উচ্চাকাঙ্ক্ষাকে কেন্দ্র করে।
-
প্রধান চরিত্র Pip (Philip Pirrip), একজন এতিম, যে সাধারণ জীবন থেকে উঠে ভদ্রলোক হতে চায়।
-
সে এক রহস্যময় আর্থিক সহায়তা পায়, যা তার জীবনের গতিপথ পাল্টে দেয়।
-
Pip-এর আত্ম-অন্বেষণ ও নৈতিক বিকাশের মাধ্যমে Dickens দেখিয়েছেন—সামাজিক মর্যাদা ও সম্পদ প্রকৃত সুখ বা নৈতিক মূল্য নিশ্চিত করে না।
-
উপন্যাসটি Victorian সমাজের কঠোর শ্রেণিবিন্যাস ও সম্পদের দুর্নীতিগ্রস্ত প্রভাবকে প্রকাশ করে।
Main Characters
-
Pip (Philip Pirrip) – Protagonist
-
Joe Gargery – Pip-এর ভগ্নীপতি ও পিতৃস্থানীয় চরিত্র
-
Abel Magwitch – রহস্যময় সহায়ক
-
Estella Havisham – Pip-এর ভালোবাসার মানুষ
-
Miss Havisham – Estella-র অভিভাবিকা
Charles Dickens (1812–1870)
-
Victorian যুগের অন্যতম জনপ্রিয় ও খ্যাতিমান ঔপন্যাসিক।
-
পূর্ণ নাম: Charles John Huffam Dickens।
-
জীবদ্দশায়ই তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তাঁর উপন্যাসগুলোর মাধ্যমে।
-
তাঁর রচনায় সাধারণ মানুষের সংগ্রাম, দারিদ্র্য, সামাজিক বৈষম্য এবং মানবিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।
Notable Works
-
A Christmas Carol
-
David Copperfield
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Bleak House
-
Our Mutual Friend
-
Hard Times
Sources:
-
Britannica
-
SparkNotes

0
Updated: 1 month ago