Which sentence is correct?
A
Many a man have done so.
B
Paper is made of wood.
C
I got two bread.
D
We write in ink.
উত্তরের বিবরণ
The correct sentence: We write in ink
-
Use write in ink when referring to writing with ink.
Explanation of other options:
-
ক) Many a man have done so.
-
Error: "Many a man" is singular and requires a singular verb
-
Correct: Many a man has done so
-
-
খ) Paper is made of wood.
-
Rule:
-
Made from → when the original material is transformed and no longer visible (Paper is made from wood)
-
Made of → when the original material is still visible (The table is made of wood)
-
-
-
গ) I got two bread.
-
Error: "Bread" is uncountable
-
Correct: I got two loaves/slices of bread
-

0
Updated: 22 hours ago
Fill in the blank with the appropriate preposition: ‘Rina does not excel ____________ English.’
Created: 2 days ago
A
in
B
at
C
for
D
of
"Excel" সাধারণত কোন বিষয়ে দক্ষতা দেখানোর ক্ষেত্রে ব্যবহার হয়।
excel (in/at)
English meaning: to be extremely good at something.
Bangla meaning: (১) অন্যদের চেয়ে ভালো করা। (২) ছাড়িয়ে যাওয়া।
তবে,
excel in → যখন কোনো subject/field/area বোঝানো হয়।
উদাহরণ: She excels in mathematics.
excel at → যখন কোনো particular skill/doing action বোঝানো হয়।
উদাহরণ: He excels at playing football.
Complete sentence - Rina does not excel in English.

0
Updated: 2 days ago
He always tries to _____ my ideas instead of supporting them.
Created: 1 week ago
A
put his hand to plough.
B
play second fiddle
C
pick holes in
D
catch a tartar
এই বাক্যটি বোঝাতে চাচ্ছে যে কেউ সবসময় অন্যের আইডিয়ার খুঁত খোঁজে সমর্থন করার বদলে। এখানে সঠিক ইংরেজি idiom হলো “pick holes in”, যা অকারণে ভুল বা সমালোচনা করার অর্থ প্রকাশ করে। বাক্যের প্রসঙ্গে, এই phrase ছাড়া অন্য কোনো option যথাযথ অর্থ বহন করে না।
-
বাক্য: He always tries to pick holes in my ideas instead of supporting them.
-
অর্থ: সে সবসময় আমার ভাবনাগুলোর সমর্থন না করে খুঁত ধরে।
-
“pick holes in” idiom-এর মানে হলো অকারণে সমালোচনা বা ভুল খোঁজা।
-
বাক্যের সঠিক অর্থ অনুযায়ী, এটি একমাত্র উপযুক্ত phrase।
Other options:
-
ক) put his hand to plough: কঠোর পরিশ্রম বা নতুন কাজ শুরু করার অর্থ; এখানে প্রাসঙ্গিক নয়।
-
খ) play second fiddle: দ্বিতীয় বা গৌণ ভূমিকা বোঝায়; সমালোচনা বা দোষ খোঁজার সঙ্গে সম্পর্ক নেই।
-
ঘ) catch a tartar: কাউকে দুর্বল ধরে বিপরীতে শক্তিশালী কারও মুখোমুখি হওয়া; এখানে অপ্রাসঙ্গিক।

0
Updated: 1 week ago
Identify the correct sentence:
Created: 2 days ago
A
It is high time you give up smoking.
B
It is high time you have given up smoking.
C
It is high time you gave up smoking.
D
It is high time you had given up smoking.
• Correct sentence: গ)
It is high time you gave up smoking.
• It is time/It is high time এর পরে যদি subject থাকে তাহলে verb -এর past form হয়।
- যেমন:
- It is high time he changed his attitude toward others.
- It is high time we finalized our plans for the upcoming event.
উল্লিখিত বাক্যে It is high time এর পর subject 'you' আছে
তাই verb -এর past form হবে।
উল্লিখিত অন্য অপশন গুলো
ক)
It is high time you give up smoking.
→ এখানে present tense
(give) ব্যবহার করা হয়েছে। নিয়ম
অনুযায়ী past tense হওয়া উচিত।
খ)
It is high time you have given up smoking.
→ এখানে present
perfect (have given) ব্যবহার
করা হয়েছে, যা গঠনগতভাবে ভুল।
ঘ)
It is high time you had given up smoking.
→ এখানে past perfect
(had given) ব্যবহার করা হয়েছে, যা
অতীতের আগের কোনো সময়
বোঝায়। এই প্রসঙ্গে প্রযোজ্য
নয়।
-----------------
• It is time/It is high time এর
পরে যদি subject না থাকে তবে
to + verb হয়।
- যেমন:
- It is high time to stop corruption.
- It is time to start the task.
• Note: সাধারণত
কোনো কিছু করার সময়
হয়েছে অর্থে It is time এবং কোনো কিছু
করতে দেরি হয়ে গেছে,
যা করার এখনই উপযুক্ত
সময় অর্থে It is high time ব্যবহৃত হয়।

0
Updated: 2 days ago