Change the narration: He said, "Would that I had studied harder!"
A
He said if he studied harder.
B
He said would that he had studied harder.
C
He wished that he had studied harder.
D
He hoped he studies harder.
উত্তরের বিবরণ
Direct speech: He said, "Would that I had studied harder!"
Indirect speech: He wished that he had studied harder.
Rule for converting exclamatory sentences expressing a wish:
-
If a sentence begins with If, O that, Oh that, Would that and expresses a wish, use wish in the indirect form.
-
Since the reporting verb is in the past tense (said), in indirect speech wish becomes wished.
-
The reported clause takes the past perfect tense after that.
Example according to the rule:
-
He wished that he had been rich.

0
Updated: 22 hours ago
One of the four sentences, given below is grammatically wrong. Choose the wrong sentence:
Created: 1 month ago
A
The land is belonged to an old lady.
B
They parted from one another suddenly.
C
The leader expressed himself forcibly.
D
Mother bought me an ice cream.
ভুল বাক্য: The land is belonged to an old lady.
কারণ: এখানে is belonged ভুল, কারণ belong ক্রিয়াটির passive form হয় না।
সঠিক বাক্য: The land belonged to an old lady.
বাংলা অর্থ: জমিটি একজন বৃদ্ধা মহিলার ছিল।
বাকি বাক্যগুলো সঠিক:
খ) They parted from one another suddenly.
বাংলা অর্থ: হঠাৎ করেই তারা একে অপরের থেকে আলাদা হয়ে গেল।
গ) The leader expressed himself forcibly.
বাংলা অর্থ: নেতা জোর দিয়ে নিজের কথা প্রকাশ করলেন।
ঘ) Mother bought me an ice cream.
বাংলা অর্থ: মা আমাকে একটি আইসক্রিম কিনে দিলেন।

0
Updated: 1 month ago
There is no hard and fast rule in fight club.
The underlined phrase is-
Created: 1 month ago
A
Prepositional phrase
B
Adjective phrase
C
Verbal phrase
D
Adverbial phrase
- Hard and fast
- Bangla Meaning: বাঁধা-ধরা; অপরিবর্তনীয়ভাবে বিধিবদ্ধ; বাঁধাধরা।
- English Meaning: not to be modified or evaded : strict.
• Other options:
ক) Prepositional phrase:
- এতে সাধারণত একটি preposition (on, in, of) এবং একটি object থাকে।
- উদাহরণ: in fight club → এটি একটি prepositional phrase.
- কিন্তু hard and fast rule তেমন নয়।
গ) Verbal phrase:
- এতে verb বা verb-এর রূপ (e.g., going, to eat) থাকে।
- এখানে কোনও verb phrase নেই।
ঘ) Adverbial phrase:
- এটি verb বা adjective-কে modify করে।
- “Hard and fast rule” কোনো verb-কে modify করছে না, বরং noun “rule”-কে modify করছে।

0
Updated: 1 month ago
She ______ stop herself from buying the flower plant yesterday.
Created: 1 month ago
A
could not scarcely
B
could scarcely
C
could have scarcely
D
can scarcely
Complete sentence: She could scarcely stop herself from buying the flower plant yesterday.
• সঠিক উত্তর: খ) could scarcely
-
Full Sentence: She could scarcely stop herself from buying the flower plant yesterday.
-
বাংলা অর্থ: সে গতকাল ফুলের গাছটি কেনা থেকে নিজেকে প্রায় আটকাতে পারল না।
-
Grammar Note:
-
Could একটি modal verb, যা অতীত সময়ে ক্ষমতা বা সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: She could run fast when she was young. (সে ছোটবেলায় দ্রুত দৌড়াতে পারত।)
-
-
Scarcely একটি negative adverb, যার অর্থ “প্রায় না / খুব কষ্টে।”
-
এটি সাধারণত modal verb-এর পরেই বসে।
-
উদাহরণ: He could scarcely speak. (সে প্রায় কথা বলতে পারছিল না।)
-
-
Modal verb এর পরে base form verb বসে।
-
“Yesterday” দ্বারা বোঝানো হয়েছে যে ঘটনাটি অতীতে ঘটেছে, তাই present tense (যেমন can scarcely) ব্যবহার করা যাবে না।
-
Other options:
ক) could not scarcely
-
❌ দ্বৈত নেতিবাচক (Double negative)।
-
“could not” এবং “scarcely” একসাথে ব্যবহার করলে বাক্য ভুল হয়ে যায়।
-
যেমন: She could not scarcely stop... → এটি ব্যাকরণগতভাবে ভুল।
গ) could have scarcely
-
❌ Could have ব্যবহার হয় অবাস্তব বা অনুমানমূলক অতীত ঘটনা বোঝাতে।
-
কিন্তু এখানে বাস্তবে যা ঘটেছে তাই বোঝানো হয়েছে।
-
উদাহরণ: She could have scarcely imagined the price. → অনুমান করা কঠিন ছিল।
ঘ) can scarcely
-
❌ Can বর্তমান কাল বোঝায়, কিন্তু বাক্যে yesterday আছে অর্থাৎ অতীতকাল।
-
তাই present tense modal ব্যবহার করা যাবে না।
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago