'বেটাইম' শব্দটি গঠিত হয়েছে-
A
ফারসি ও ইংরেজি শব্দে
B
ফরাসি ও ইংরেজি শব্দে
C
ফারসি ও ফরাসি শব্দে
D
ফারসি ও হিন্দি শব্দে
উত্তরের বিবরণ
‘বেটাইম’ শব্দে বে ফারসি উপসর্গ এবং টাইম ইংরেজি শব্দ।
- অর্থাৎ ফারসি উপসর্গ এবং ইংরেজি শব্দের সমন্বয়ে বেটাইম শব্দটি গঠিত।
অর্থ:
- অসময়,
- অসুবিধাজনক সময়।
- কোনাে কোনাে সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে।
যেমন:
- ‘কাঁচামাল’ (বাংলা + আরবি),
- রাজা-বাদশা (তৎসম + ফারসি),
- হাট-বাজার (বাংলা + ফারসি),
- চৌহদ্দি ( বাংলা + ফারসি),
- হেড-পণ্ডিত (ইংরেজি+তৎসম) ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 3 months ago
'গবেষণা' কোন ধরনের শব্দ?
Created: 3 weeks ago
A
মৌলিক
B
যৌগিক
C
রূঢ়ি
D
যোগরূঢ়
যেসব শব্দে ব্যুৎপত্তিগত অর্থের পরিবর্তে অন্য অর্থ প্রকাশ পায়, সেই শব্দগুলোকে রূঢ়ি শব্দ বলা হয়। অর্থাৎ, শব্দের মূল গঠন বা উৎসের সঙ্গে এর প্রচলিত অর্থের কোনো সরাসরি সম্পর্ক থাকে না।
উদাহরণ:
-
কুশল: ব্যুৎপত্তিগত অর্থ — ‘যে কুশ আনে’; প্রচলিত অর্থ — মঙ্গল বা সুস্থতা।
-
গবেষণা (গো + এষণা): অর্থাৎ ‘গরু খোঁজা’; কিন্তু প্রচলিত অর্থ — তথ্য অনুসন্ধান বা অনুসন্ধানমূলক অধ্যয়ন। তাই এটি রূঢ়ি শব্দ।
আরও কিছু রূঢ়ি শব্দের উদাহরণ:
-
হস্তী — অর্থ হাতওয়ালা নয়, বরং হাতি।
-
বাঁশি — বাঁশের তৈরি বাদ্যযন্ত্র।
-
তৈল — তিল থেকে উৎপন্ন তেল।
-
প্রবীণ — বয়োজ্যেষ্ঠ ব্যক্তি।
-
সন্দেশ — খবর নয়, মিষ্টান্ন বিশেষ।
0
Updated: 3 weeks ago
'নয়-ছয়' বাগ্ধারার অর্থ-
Created: 1 month ago
A
অবজ্ঞা করা
B
অপচয়
C
তুচ্ছ জ্ঞান করা
D
ন্যাকামি করা
বাংলা বাগ্ধারা ও প্রবাদে মানুষের অভ্যাস, আচরণ ও সামাজিক বাস্তবতা সুন্দরভাবে প্রকাশ পায়। নিচে কয়েকটি বাগ্ধারার অর্থ ও একটি উদাহরণ দেওয়া হলো—
-
নয়-ছয় অর্থ অপচয় বা বিশৃঙ্খল অবস্থা।
বাক্য: সবগুলো টাকা নয়-ছয় করে উড়িয়ে দিও না, কিছু টাকা অন্তত সঞ্চয় কর। -
নাক সিঁটকানো অর্থ অবজ্ঞা করা।
-
নকড়া ছকড়া করা অর্থ তুচ্ছ জ্ঞান করা।
-
আদিখ্যেতা অর্থ ন্যাকামি বা অতিরিক্ত ভণিতা।
উৎস:
0
Updated: 1 month ago
"প্রশস্ত" এর বিপরীত শব্দ—
Created: 1 month ago
A
সংকীর্ণ
B
ক্ষুদ্র
C
ছোট
D
সীমিত
প্রশস্ত শব্দের বিপরীত হলো সংকীর্ণ।
গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
-
অনুরক্ত = বিরক্ত
-
নিয়ত = বিরত
-
প্রবিষ্ট = প্রস্থিত
-
দরদি = নির্মম, নির্দয়
-
উদ্ধত = বিনীত
-
ঔদ্ধত্য = বিনয়
উৎস:
0
Updated: 1 month ago