Choose the feminine gender:
A
Earl
B
Doe
C
Stag
D
Boar
উত্তরের বিবরণ
Feminine gender of Doe: Doe
-
Doe (feminine gender)
-
English meaning: A female deer
-
Bangla meaning: হরিণী
-
-
Masculine gender: Buck বা Stag (পুরুষ হরিণ)
Other examples of gender forms:
-
Earl (noun)
-
English meaning: (the title of) a British man of high social rank, between a marquis and a viscount
-
Bangla meaning: উচ্চ মর্যাদাসম্পন্ন সম্ভ্রান্ত ইংরেজ ব্যাক্তির পদবি
-
Feminine form: Countess (আর্লের স্ত্রী; আর্লের দায়িত্বপ্রাপ্ত নারী)
-
-
Boar (masculine)
-
English meaning: an uncastrated male swine
-
Bangla meaning: শূকর
-
Feminine form: Sow
-
Source:

0
Updated: 22 hours ago
“He prayeth best who loveth best, all things both great and small” was quoted by-
Created: 1 month ago
A
William Wordsworth
B
P. B. Shelley
C
Lord Alfred Tennyson
D
Samuel Taylor Coleridge
Famous Quotations
From Samuel Taylor Coleridge’s poems:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
all things both great and small.”
Samuel Taylor Coleridge (1772–1834)
-
Coleridge ছিলেন একজন ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক।
-
তিনি তার কবিতায় একটি সুরুচিপূর্ণ লিরিকাল স্টাইল প্রতিষ্ঠা করেছেন, যা পরবর্তী অনেক কবির ওপর প্রভাব ফেলেছে।
-
Lyrical Ballads (১৭৯৮) – উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে প্রকাশিত; এতে অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা The Rime of the Ancient Mariner এবং Frost at Midnight, যা ইংরেজি রোমান্টিসিজমের সূচনা করেছে।
-
Biographia Literaria (১৮১৭, ২ খণ্ড) – রোমান্টিক যুগের সাধারণ সাহিত্য সমালোচনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Kubla Khan
-
Dejection: An Ode
-
The Rime of the Ancient Mariner
-
Frost at Midnight
-
On the Constitution of the Church and State
Sources:
-
Britannica
-
Goodreads

0
Updated: 1 month ago
Which sentence is correct?
Created: 22 hours ago
A
Many a man have done so.
B
Paper is made of wood.
C
I got two bread.
D
We write in ink.
The correct sentence: We write in ink
-
Use write in ink when referring to writing with ink.
Explanation of other options:
-
ক) Many a man have done so.
-
Error: "Many a man" is singular and requires a singular verb
-
Correct: Many a man has done so
-
-
খ) Paper is made of wood.
-
Rule:
-
Made from → when the original material is transformed and no longer visible (Paper is made from wood)
-
Made of → when the original material is still visible (The table is made of wood)
-
-
-
গ) I got two bread.
-
Error: "Bread" is uncountable
-
Correct: I got two loaves/slices of bread
-

0
Updated: 22 hours ago
Which of the following best defines "Coherence" in a paragraph?
Created: 1 week ago
A
The total number of words used in the paragraph.
B
The logical connection and smooth flow between ideas and sentences.
C
The use of only short sentences in the paragraph
D
The correct placement of punctuation marks
Coherence হলো একটি প্যারাগ্রাফে ধারাবাহিকতা এবং যুক্তিসম্মত ভাবনার প্রবাহ বোঝায়। যখন প্যারাগ্রাফের সমস্ত ধারণা একটি সুসংগত ও যৌক্তিক ধারায় সাজানো থাকে, তখন সেটি coherent বা সুসংগত বলা হয়।
তথ্যগুলো হলো:
-
Paragraph: অনুচ্ছেদ।
-
প্রতিটি প্যারাগ্রাফের দুটি গুরুত্বপূর্ণ উপাদান থাকে: Cohesion এবং Coherence।
-
Cohesion: প্যারাগ্রাফের বাক্যগুলোর মধ্যে সংযোগ বজায় রাখা।
-
Coherence: প্যারাগ্রাফের বিভিন্ন অংশের সমন্বয়, অর্থাৎ ধারাবাহিকতা ও সঙ্গতি।
-
-
একটি প্যারাগ্রাফে সাধারণত একটাই Theme থাকে; বিভিন্ন বিষয়বস্তু (diverse themes) থাকতে পারে না।
-
সংক্ষেপে, Coherence হলো প্যারাগ্রাফের মধ্যে ভাব ও বাক্যের মধ্যে যৌক্তিক সংযোগ এবং সুষ্ঠু প্রবাহ।

0
Updated: 1 week ago