Scientists are working to find a cure for _____ cancer.
A
a
B
an
C
the
D
No article
উত্তরের বিবরণ
Correct sentence: Scientists are working to find a cure for cancer. (No article used)
Rule for using articles with disease names:
-
Generally, no article (especially the) is used before the names of diseases.
-
Examples:
-
AIDS virus infection is incurable.
-
Diabetes affects millions of people worldwide.
-
-
-
Exceptions: Certain diseases take the before them.
-
Examples: the gout, the mumps, the measles, the flu, etc.
-

0
Updated: 22 hours ago
“He prayeth best who loveth best, all things both great and small” was quoted by-
Created: 1 month ago
A
William Wordsworth
B
P. B. Shelley
C
Lord Alfred Tennyson
D
Samuel Taylor Coleridge
Famous Quotations
From Samuel Taylor Coleridge’s poems:
-
“Alone, alone, all, all alone,
Alone on a wide sea.” -
“Water, water everywhere,
Not any drop to drink.” -
“He prayeth best, who loveth best
all things both great and small.”
Samuel Taylor Coleridge (1772–1834)
-
Coleridge ছিলেন একজন ইংরেজ কবি, সাহিত্য সমালোচক এবং দার্শনিক।
-
তিনি তার কবিতায় একটি সুরুচিপূর্ণ লিরিকাল স্টাইল প্রতিষ্ঠা করেছেন, যা পরবর্তী অনেক কবির ওপর প্রভাব ফেলেছে।
-
Lyrical Ballads (১৭৯৮) – উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে প্রকাশিত; এতে অন্তর্ভুক্ত বিখ্যাত কবিতা The Rime of the Ancient Mariner এবং Frost at Midnight, যা ইংরেজি রোমান্টিসিজমের সূচনা করেছে।
-
Biographia Literaria (১৮১৭, ২ খণ্ড) – রোমান্টিক যুগের সাধারণ সাহিত্য সমালোচনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Kubla Khan
-
Dejection: An Ode
-
The Rime of the Ancient Mariner
-
Frost at Midnight
-
On the Constitution of the Church and State
Sources:
-
Britannica
-
Goodreads

0
Updated: 1 month ago
Bertrand Russell was awarded the Nobel Prize for -
Created: 1 week ago
A
Physics
B
Peace
C
Literature
D
Philosophy
Bertrand Russell
-
জন্ম: May 18, 1872, Trelleck গ্রামে, Wales।
-
তিনি একজন British philosopher, logician, mathematician, history writer, social critic, এবং political activist।
-
পুরো নাম: Bertrand Arthur William Russell / 3rd Earl Russell
-
পিতামহ: John Russell, 1st Earl Russell, যিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও 1846 থেকে 1852 পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
-
শিক্ষাজীবন: Trinity College, Cambridge, যেখানে দর্শন ও গণিত অধ্যয়ন করেন।
-
তিনি ছিলেন বিশ শতকের একজন প্রখ্যাত দার্শনিক এবং শ্রেষ্ঠ যুক্তিবিদ্যাবিদ, এছাড়া সমাজ সংস্কারক হিসেবেও অবদান রেখেছেন।
-
দর্শনে তিনি Analytic movement এর প্রবর্তক।
-
Logic, Epistemology, এবং Philosophy of Mathematics এ তার অবদান অতুলনীয়।
-
১৯৫০ সালে তিনি Nobel Prize in Literature পান।
-
সমাজ, রাজনীতি, দর্শনসহ নানা বিষয়ে তার পান্ডিত্যপূর্ণ রচনা বিশ্বকে চিন্তার খোরাক যুগিয়ে চলেছে বহু বছর ধরে।
উৎস:

0
Updated: 1 week ago
Mr. Yamin is a man of great patience. Here, the underlined phrase is -
Created: 6 days ago
A
Noun phrase and Preposition phrase
B
Prepositional phrase and Adverb phrase
C
Prepositional phrase and Adjective phrase
D
Phrasal verb and Adverb phrase
“Mr. Yamin is a man of great patience” বাক্যে “of great patience” phrase-এর বিশ্লেষণ নিম্নরূপ:
Prepositional Phrase:
-
যে phrase একটি preposition দিয়ে শুরু হয় এবং adjective বা adverb-এর কাজ করে, তাকে Prepositional Phrase বলা হয়।
-
এখানে of great patience একটি preposition দিয়ে শুরু হয়েছে এবং adverbial বা modifier হিসেবে কাজ করছে, তাই এটি Prepositional Phrase।
Adjective Phrase:
-
যে phrase গুলো sentence-এ adjective-এর মত কাজ করে, অর্থাৎ noun/pronoun-কে modify করে, সেগুলোকে Adjective Phrase বলা হয়।
-
যদি noun/pronoun-এর পরে কোনো clause বা phrase বসে এবং সেটি noun/pronoun-কে modify করে, তা Adjective Phrase হবে।
-
এখানে of great patience Mr. Yamin-কে modify করছে, তাই এটি Adjective Phrase।
অতএব, এই বাক্যে of great patience একসাথে Prepositional Phrase এবং Adjective Phrase-এর কাজ করছে।
Source:

0
Updated: 6 days ago