What is the abstract noun of 'Please'?
A
Please
B
Pleasure
C
Pleasant
D
Pleasantly
উত্তরের বিবরণ
The abstract noun of 'Please': Pleasure
-
Please (verb, adverb)
-
English meaning: cause to feel happy and satisfied
-
Bangla meaning: দয়া/মেহেরবানি/অনুগ্রহ করে
-
-
Pleasure (noun)
-
English meaning: a feeling of happy satisfaction and enjoyment
-
Bangla meaning: সুখ; সৌখ্য; প্রীতি; আনন্দ; তুষ্টি; পরিতোষ; আমোদ; আহ্লাদ
-
Other forms:
-
Pleasurable (adjective) – সুখাবহ; প্রীতিপদ
-
Pleasurably (adverb) – সুখাবহরূপে
Related words:
-
Pleasant (adjective) – সুখাবহ; মনোরম; মনোজ্ঞ; সুখদ; সুখকর; সুপ্রিয়
-
Pleasantly (adverb) – সুখাবহরূপে
Source:
0
Updated: 1 month ago
We resurfaced the floor because it wasn't even.
Here, the underlined word 'even' is a/an-
Created: 1 month ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Verb
বাক্য "We resurfaced the floor because it wasn't even" এ ‘even’ শব্দটি একটি adjective হিসেবে ব্যবহার হয়েছে, যা ফ্লোরের সমান বা সমতল না থাকার বিষয়টি বোঝাচ্ছে।
-
Even (adjective): ইংরেজিতে মানে হলো flat and smooth, বা একই স্তরে থাকা। বাংলায় অর্থ সমতল, মসৃণ বা ভারসাম্যপূর্ণ।
-
শব্দটি বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন adjective, adverb, verb, তবে Be verb-এর পরে সাধারণত adjective বসে, তাই এখানে ‘even’ adjective।
-
Even (adverb): এটি ব্যবহৃত হয় কোনো বিষয় বিস্ময়কর, অপ্রত্যাশিত বা চরম ধরণের বোঝানোর জন্য। উদাহরণ: I don't even know where it is.
-
Even (verb): দুটি জিনিস সমান করার অর্থে ব্যবহৃত হয়। উদাহরণ: That result evens the series at two games apiece.
-
প্রাচীন বা archaic অর্থে ‘Even’ noun হিসেবেও ব্যবহৃত হয়েছে। উদাহরণ: a member of an indigenous people living in the Kamchatka peninsula of eastern Siberia.
0
Updated: 1 month ago
MUTTER: INDISTINCT::
Created: 1 month ago
A
demand: obedient
B
plead: obligatory
C
flatter: commendable
D
drone: monotonous
MUTTER : INDISTINCT সম্পর্কের মানে হলো Mutter (বিড়বিড় করা) হল এমন একটি ক্রিয়া যা অস্পষ্টভাবে করা হয়, অর্থাৎ Indistinct। অনুরূপভাবে, Drone : Monotonous সম্পর্কেও ক্রিয়ার ধরন এবং তার বৈশিষ্ট্য মিল আছে—Drone মানে একঘেয়ে কথা বলা, এবং তা Monotonous অর্থাৎ একঘেয়ে বা বিরক্তিকর ধরণের।
-
উদাহরণস্বরূপ:
-
Mutter → বিড়বিড় করা
-
Indistinct → অস্পষ্টভাবে
-
Drone → একঘেয়ে কথা বলা
-
Monotonous → একঘেয়ে বা বিরক্তিকর
-
-
Analogical relation অনুযায়ী, সঠিক জোড়া হলো ঘ) Drone : Monotonous।
0
Updated: 1 month ago
The government reduced the _______ corruption of the previous regime, and stopped the freefall of foreign exchange reserves.
Created: 2 months ago
A
arrogant
B
shrine
C
gauche
D
rampant
• Complete sentence:
The government reduced the rampant corruption of the previous regime, and stopped the freefall of foreign exchange reserves.
-
Bangla meaning: সরকার পূর্ববর্তী সরকারের ব্যাপক দুর্নীতি কমিয়ে এনেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবাধ পতন বন্ধ করেছে।
• Given options:
-
ক) arrogant — উদ্ধত
-
খ) shrine — তীর্থস্থান; পুণ্যস্থান; সমাধিমন্দির
-
গ) gauche — সামাজিকভাবে অপ্রতিভ; আড়ষ্ট; কৌশলহীন; কাণ্ডজ্ঞানহীন; বেআক্কেল
-
ঘ) rampant — (রোগব্যাধি, সামাজিক অনাচার) অনিয়ন্ত্রিত, অবাধ; বর্ধনশীল; অব্যাহতভাবে জায়মান
-
ঙ) dormant — সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ঘ) rampant
-
'Rampant corruption' দ্বারা বোঝানো হয়েছে অবাধ, অনিয়ন্ত্রিত এবং ব্যাপক দুর্নীতি, যা কমানোর প্রয়োজন সেই “পূর্ববর্তী শাসনব্যবস্থার” প্রেক্ষাপটের সাথে পুরোপুরি খাপ খায়।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 2 months ago