An antonym of 'Cynical'.
A
Trustful
B
Skeptical
C
Castigate
D
Awful
উত্তরের বিবরণ
The antonym of 'Cynical': Trustful
-
Cynical (adjective):
-
English meaning: believing that people are only interested in themselves and are not sincere
-
Bangla meaning: নৈরাশ্যবাদীর আচরণসম্পন্ন
-
Given options:
-
ক) Trustful – অন্যের উপর আস্থা স্থাপন করতে প্রস্তুত; আস্থাবান
-
খ) Skeptical – সন্দেহপ্রবণ; অবিশ্বাসী
-
গ) Castigate – প্রহার বা তীব্র নিন্দা জানিয়ে কঠোর শাস্তি দেওয়া
-
ঘ) Awful – ভয়ানক; ভীষণ; ভয়াবহ; ভয়ঙ্কর
Source:

0
Updated: 22 hours ago
What is the Bangla meaning of "Every cloud has a silver lining"?
Created: 5 days ago
A
চাচা আপন প্রাণ বাঁচা।
B
অসারের তর্জন গর্জনই সার।
C
বিশ্বাস পাহাড়কেও টলায়।
D
মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে।
Every cloud has a silver lining একটি প্রবাদ যা বোঝায় যে কঠিন বা খারাপ পরিস্থিতিতেও সাধারণত কোনো না কোনো ইতিবাচক দিক বা আশা থাকে। এটি ধৈর্য ও আশার গুরুত্বকে নির্দেশ করে।
-
Every cloud has a silver lining
English Meaning: Even in difficult or bad situations, there is often some positive aspect or hope
Bangla Meaning: মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে -
Correct Answer: ঘ) মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে
-
Other Options:
ক) Every man is for himself / Physicians heal thyself → চাচা আপন প্রাণ বাঁচা
খ) Empty vessels sound much → অসারের তর্জন গর্জনই সার
গ) Faith will move mountains → বিশ্বাস পাহাড়কেও টলায় -
Source:

0
Updated: 5 days ago
Choose the antonym of the idiom “A close shave”:
Created: 2 weeks ago
A
Safe passage
B
Narrow escape
C
Brush with danger
D
Hairbreadth escape
• The antonym of the idiom "A close shave" is - Safe passage.
• A close shave (idiom)
English Meaning: a situation in which someone only just manages to avoid an accident or dangerous situation.
Bangla Meaning: অল্পের জন্য রক্ষা পাওয়া; সামান্য ব্যবধানে বিপদ থেকে বেঁচে যাওয়া।
Example Sentence:
- He had a close shave when the car nearly hit him.
অপশন আলোচনা:
- Safe passage - নিরাপদ যাত্রা; বিপদমুক্ত অবস্থা।
- Narrow escape - অল্পের জন্য রক্ষা।
- Brush with danger - বিপদের সঙ্গে মুখোমুখি হওয়া।
- Hairbreadth escape - অল্প ব্যবধানে রক্ষা পাওয়া।

0
Updated: 2 weeks ago
''Such claim needs to be tested empirically'' suggest that-
Created: 1 month ago
A
The test should be based on assumption.
B
The test should be based on idea.
C
The test should be based on experience.
D
The test should be based on calculation.
Empirically
-
English meaning: Based on experience or observation rather than theory.
-
Bangla meaning: অভিজ্ঞতার ওপর ভিত্তি করে।
ব্যাখ্যা:
“Empirically” বলতে বোঝায় যে কোনো বিষয় পরীক্ষা বা যাচাই করা হবে বাস্তব অভিজ্ঞতা, পর্যবেক্ষণ, বা পরীক্ষার মাধ্যমে, শুধুমাত্র ধারণা বা অনুমান থেকে নয়। উদাহরণস্বরূপ, “Such claim needs to be tested empirically” অর্থ: এই দাবিটিকে বাস্তব পরীক্ষার মাধ্যমে যাচাই করা উচিত।
সঠিক উত্তর:
✅ The test should be based on experience.
অন্য বিকল্পগুলোর ব্যাখ্যা:
-
ক) The test should be based on assumption:
“Assumption” মানে অনুমান বা পূর্বধারণা। Empirical পরীক্ষা অনুমান বা মতামতের ওপর নির্ভর করে না, বরং বাস্তব প্রমাণের ওপর নির্ভর করে। -
খ) The test should be based on idea:
ধারণা বা আইডিয়ার ভিত্তিতে পরীক্ষা করা চিন্তাশীল বা তাত্ত্বিক হতে পারে, কিন্তু empirical পরীক্ষার ক্ষেত্রে এটি যথাযথ নয়। -
ঘ) The test should be based on calculation:
হিসাব বা গণনা করা আলাদা বিষয়; empirical পরীক্ষার মূল হলো পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা।
উৎস: Oxford English Dictionary: empirical – based on observation or experience rather than theory.

0
Updated: 1 month ago