I wish I _____ you ten years earlier.
A
have met
B
would have met
C
met
D
meet
উত্তরের বিবরণ
Complete sentence: I wish I met you ten years earlier.
Usage of Wish/Fancy:
-
When a sentence begins with I wish, the following clause uses the past form of the verb or could + base form of the verb.
-
To express desire or imagination, after wish, the to be verb is used as were.
More examples:
-
I wish I sang a sweet song.
-
I wish I were back home in Sylhet.
-
I wish I were a king.

0
Updated: 22 hours ago
Gulliver's Travels is written by -
Created: 1 week ago
A
Jonathan Swift
B
Thomas Hardy
C
Jane Austen
D
Charlotte Bronte
Gulliver's Travels
-
Author: Jonathan Swift
-
এটি ৪ খন্ডের একটি satirical novel
-
সম্পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places in the World
-
প্রকাশিত: 1726
-
এটি 18th century-এর একটি বিখ্যাত satire
Summary:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথে ঝড়ে জাহাজ ভেঙ্গে যায়।
-
তিনি বেঁচে যান এবং একটি অদ্ভুত দেশে পৌঁছান, যেখানে লোকদের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
Gulliver-এর বিশাল দেহ লিলিপুটদের নানা কাজে আসে, এমনকি পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সাথে চলমান যুদ্ধেও সাহায্য করে।
-
এক পর্যায়ে তিনি লিলিপুটদের রোষের শিকার হন এবং শাস্তি হিসেবে চোখ তুলে ফেলার হুমকি পান।
-
শেষ পর্যন্ত শাস্তি এড়াতে সক্ষম হন এবং বেঁচে ফিরে আসেন।
Jonathan Swift
-
ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত satirist
-
Augustan age-এর একজন লেখক
-
Anglo-Irish author এবং clergyman
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
Famous Works:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
উৎস:

0
Updated: 1 week ago
What is the verb form of the word 'ability’?
Created: 1 week ago
A
capable
B
inability
C
enable
D
unable
Ability (সামর্থ্য) শব্দের ক্রিয়াপদ রূপ হলো enable (সমর্থ করা)। Enable একটি ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় নিম্নরূপ:
-
Meaning:
-
কাউকে কোনো কাজ করার ক্ষমতা বা অনুমতি প্রদান করা; কোনো কিছু সম্ভব করা।
-
কোনো যন্ত্র বা সিস্টেমকে কার্যকর বা সক্রিয় করা।
-
অন্যদিকে, সংশ্লিষ্ট শব্দগুলো হলো:
-
Capable (Adjective) = সমর্থ
-
Inability (Noun) = অক্ষমতা
-
Unable (Adjective) = অক্ষম

0
Updated: 1 week ago
Change into a compound sentence:
In spite of his hard work, he failed.
Created: 1 month ago
A
He worked hard, he failed.
B
He failed because he worked hard.
C
He worked hard but he failed.
D
He failed though he didn’t work.
Correct Answer: গ) He worked hard but he failed
ব্যাখ্যা:
-
মূল বাক্য: In spite of his hard work, he failed
-
এটি একটি complex sentence, যেখানে In spite of his hard work হলো prepositional phrase।
-
Compound sentence-এ রূপান্তর করতে হলে দুটি independent clauses প্রয়োজন, যা coordinating conjunction দ্বারা যুক্ত হয়।
-
এখানে:
-
Clause 1: He worked hard
-
Clause 2: he failed
-
Conjunction: but → contrast বোঝায় (ব্যর্থতা হলেও পরিশ্রম করা হয়েছে)
-
-
সঠিক compound sentence:
He worked hard but he failed
Other Options:
-
He worked hard, he failed – ভুল, কারণ conjunction নেই।
-
He failed because he worked hard – ভুল, কারণ এটি complex sentence এবং অর্থ পরিবর্তন করে।
-
He failed though he didn’t work – ভুল, কারণ মূল বাক্যের অর্থ পাল্টে যায় এবং তথ্যও ভুল।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago