Choose the feminine gender:
A
Earl
B
Doe
C
Stag
D
Boar
উত্তরের বিবরণ
Feminine gender of Doe: Doe
-
Doe (feminine gender)
-
English meaning: A female deer
-
Bangla meaning: হরিণী
-
-
Masculine gender: Buck বা Stag (পুরুষ হরিণ)
Other examples of gender forms:
-
Earl (noun)
-
English meaning: (the title of) a British man of high social rank, between a marquis and a viscount
-
Bangla meaning: উচ্চ মর্যাদাসম্পন্ন সম্ভ্রান্ত ইংরেজ ব্যাক্তির পদবি
-
Feminine form: Countess (আর্লের স্ত্রী; আর্লের দায়িত্বপ্রাপ্ত নারী)
-
-
Boar (masculine)
-
English meaning: an uncastrated male swine
-
Bangla meaning: শূকর
-
Feminine form: Sow
-
Source:

0
Updated: 22 hours ago
I ran fast but I could not get the train.
Make it simple-
Created: 1 month ago
A
In spite of my running fast, I could not get the train.
B
Though I ran fast, I missed the train.
C
Running fast, I missed the train.
D
I ran fast, yet I missed the train.
• Correct Answer: In spite of my running fast, I could not get the train.
• But যুক্ত Compound sentence কে Simple Sentence এ পরিণত করার নিয়ম-
- প্রথমে Inspite of বসে + প্রথম Sentence এর Subject এর Posssesive form বসেছে + প্রথম Sentence এর am/is/are/was/were এর পরিবর্তে being বসে বা has, have, had, এর পরিবর্তে having বসে বা প্রথম বাক্যের মূল verb এর সাথে ing যোগ করতে হয়+ but এর পরিবর্তে comma (,) বসে+ দ্বিতীয় Sentence টি বসে।
• Compound: He is ill but he can run fast.
- Simple: In spite of his being ill, he can run fast.
• Compound: I ran fast but I could not get the train.
- Simple: In spite of my running fast, I could not get the train.

0
Updated: 1 month ago
Which word is an antonym of "tangential"?
Created: 5 days ago
A
Artful
B
Relevant
C
Secondary
D
Flamboyant
Tangential এমন একটি বিশেষণ যা বোঝায় কোনো বিষয়কে সামান্য স্পর্শ করা বা প্রান্তিকভাবে সম্পর্কিত থাকা। এটি মূল প্রসঙ্গের সাথে সরাসরি যুক্ত নয়, বরং গৌণ বা আনুষঙ্গিকভাবে সম্পর্কিত।
-
Tangential (Adjective)
English Meaning: Hardly touching a matter
Bangla Meaning: স্পর্শিনী; স্পর্শকতুল্য; স্পর্শক-সংক্রান্ত -
Correct Answer: Relevant
-
Synonyms: Incidental (নৈমিত্তিক; আনুষঙ্গিক), Secondary (অমুখ্য; গৌণ), Peripheral (প্রান্তিক), Inapplicable (অপ্রযোজ্য)
-
Antonyms: Relevant (প্রাসঙ্গিক), Pointed (স্পষ্ট), Suitable (উপযুক্ত), Central (কেন্দ্রীয়), Apposite (উপযোগী)
-
Other Forms:
-
Tangent (noun): স্পর্শ করে কিন্তু ভেদ করে না এমন সরলরেখা; (জ্যামিতি) স্পর্শক; (লাক্ষণিক) হঠাৎ মূল কর্মপন্থা বা চিন্তাধারা থেকে সরে যাওয়া
-
Tangent force (noun): স্পর্শিনী-বল
-
Tangential velocity (noun): স্পর্শিনী বেগ
-
-
Other Options:
-
Artful: ধূর্ত; চতুর; প্রতারণাপূর্ণ; সেয়ানা
-
Flamboyant: উজ্জ্বল বর্ণশোভিত; চিত্রবিচিত্র; জাঁকালো; বর্ণাঢ্য
-
-
Example Sentences:
-
Utility is maximized at the point where the budget line is tangential to an indifference curve.
-
Their romance is tangential to the book's main plot.
-
-
Source:

0
Updated: 5 days ago
Verb of 'Number' is __
Created: 1 month ago
A
number
B
enumerate
C
numbering
D
numerical
According to The Oxford dictionary,
ক) Number (noun) (পরিমাণ বা অঙ্ক; সংখ্যা) - An arithmetical value, expressed by a word, symbol, or figure, representing a particular quantity and used in counting and making calculations.
- Number (Verb) (সংখ্যা দ্বারা চিহ্নিত করা; সংখ্যা দেওয়া)
- Amount to (a specified figure or quantity); comprise.
খ) Enumerate (verb) গণনা করা; এক এক করে নামোল্লেখ করা
- it itself is a different verb that is similar to the verb 'number'
গ) Numbering (verb)- চিহ্নিত করা; সংখ্যাগণনা করা; সংখ্যা দেত্তয়া;
- This is the continuous form or gerund of the verb "number." It denotes an ongoing action.
- For example, "He is numbering the pages of the manuscript."
ঘ) Numerical(adjective) সংখ্যাবিষয়ক; সংখ্যাভুক্ত; সংখ্যাসূচক।
• Number এবং Numbering উভয়ই verb form এ রয়েছে কিন্তু tense ভেদে এরা ভিন্ন ভাবে ব্যবহৃত হয়।
- কিন্তু যদি number এর base verb form জানতে চাওয়া হয় তবে সেক্ষেত্রে Number অধিক গ্রহণ যোগ্য।
- যদি number এর ongoing or continous form জানতে চাওয়া হয়, তখন সেক্ষেত্রে numbering গ্রহণযোগ্য।
- প্রদত্ত প্রশ্নে parts of speech এর interchange এর ভিত্তিতে যেহেতু number এর verb form জানতে চাওয়া হয়েছে, তাই অধিক গ্রহণ যোগ্য উত্তর হিসেবে number উত্তর রাখা হয়েছে।
Source: Oxford Dictionary and Merriam Webster Dictionary and Bangla Academy Dictionary.

0
Updated: 1 month ago