Choose the feminine gender:
A
Earl
B
Doe
C
Stag
D
Boar
উত্তরের বিবরণ
Feminine gender of Doe: Doe
-
Doe (feminine gender)
-
English meaning: A female deer
-
Bangla meaning: হরিণী
-
-
Masculine gender: Buck বা Stag (পুরুষ হরিণ)
Other examples of gender forms:
-
Earl (noun)
-
English meaning: (the title of) a British man of high social rank, between a marquis and a viscount
-
Bangla meaning: উচ্চ মর্যাদাসম্পন্ন সম্ভ্রান্ত ইংরেজ ব্যাক্তির পদবি
-
Feminine form: Countess (আর্লের স্ত্রী; আর্লের দায়িত্বপ্রাপ্ত নারী)
-
-
Boar (masculine)
-
English meaning: an uncastrated male swine
-
Bangla meaning: শূকর
-
Feminine form: Sow
-
Source:
0
Updated: 1 month ago
What is an antonym of 'Mellifluous'?
Created: 2 months ago
A
Mellow
B
Discordant
C
Euphonious
D
Nefarious
An antonym of 'Mellifluous' হলো: খ) Discordant
-
Mellifluous (adjective)
-
English Meaning: Having a pleasant and flowing sound; filled with something (such as honey) that sweetens.
-
Bangla Meaning: (ব্যক্তির স্বর, কথা, সংগীত ইত্যাদি) সুমধুর; সুললিত।
-
Given Options:
-
ক) Mellow (adjective, verb) – নরম ও সুমিষ্ট; রসালো; স্বাদে বা গন্ধে খাঁটি ও সমৃদ্ধ।
-
খ) Discordant (adjective) – শ্রুতিকটু; বেসুরো।
-
গ) Euphonious (adjective) – শ্রুতিমধুর; মধুর ধ্বনিপূর্ণ।
-
ঘ) Nefarious (adjective) – (আনুষ্ঠানিক) অনিষ্টকর; নিতান্ত দুরভিসন্ধিপূর্ণ; বদমায়েশ; পাপিষ্ঠ; অবৈধ।
0
Updated: 2 months ago
What is the verb form of the word 'ability’?
Created: 1 month ago
A
capable
B
inability
C
enable
D
unable
Ability (সামর্থ্য) শব্দের ক্রিয়াপদ রূপ হলো enable (সমর্থ করা)। Enable একটি ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় নিম্নরূপ:
-
Meaning:
-
কাউকে কোনো কাজ করার ক্ষমতা বা অনুমতি প্রদান করা; কোনো কিছু সম্ভব করা।
-
কোনো যন্ত্র বা সিস্টেমকে কার্যকর বা সক্রিয় করা।
-
অন্যদিকে, সংশ্লিষ্ট শব্দগুলো হলো:
-
Capable (Adjective) = সমর্থ
-
Inability (Noun) = অক্ষমতা
-
Unable (Adjective) = অক্ষম
0
Updated: 1 month ago
Which word is closest in meaning to 'Franchise'?
Created: 2 months ago
A
utility
B
frankness
C
privilege
D
superficial
Franchise - পূর্ণ নাগরিক অধিকার, ভোটাধিকার।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Utility - উপযোগিতা; উপযোগ।
খ) Frankness - অকপটতা; অমায়িকতা।
গ) Privilege - নাগরিক অধিকার,বিশেষ সুবিধা বা অধিকার।
ঘ) Superficial - পৃষ্ঠ বা উপরিতল সম্বন্ধী; উপরিগত; অগভীর; বাহ্য; বহিঃস্থ; পৃষ্ঠস্থ।
• সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -Privilege এবং Franchise শব্দটি সমার্থক অর্থ প্রকাশ করে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 2 months ago