Choose the correct answer. How long did you wait?
A
Till lunch time
B
Till he came
C
Until six o'clock
D
Since this morning
উত্তরের বিবরণ
• How long did you wait?
- এখানে প্রশ্নটি past form এ করা হয়েছে। সে হিসেবে উত্তরটিও past form এ করতে হবে।
- প্রশ্নটির উত্তর এভাবে করা যায় -
• I waited until / till he came. বা সংক্ষেপে untill/till he came. (until/till conjunction হিসেবে ব্যবহৃত)।
- এখানে till/until অর্থ যতক্ষণ না।
- সুতরাং বাক্যের অর্থ - Till he came অর্থ- যতক্ষণ না সে এসেছিল
- তাই, সঠিক উত্তর হবে - খ।
• আবার,
- Till/untill অর্থ যদি 'পর্যন্ত' হয় এবং Preposition হিসাবে ব্যবহৃত হয়, তাহলে ক ও গ উভয়েই উত্তর হতে পারে।

0
Updated: 4 months ago
Choose the correct spelling.
Created: 6 hours ago
A
Ruminant
B
Reminant
C
Rueminant
D
Rouminant
Ruminant
-
English Meaning: a type of animal that brings up food from its stomach and chews it again, for example a cow, sheep, or deer.
-
Bangla Meaning: রোমন্থক বা জাবর কাটা (প্রাণী)
Example Sentences:
-
The disease is spread by infected insects to ruminant animals, such as cows and sheep.
-
The crop is used as ruminant feed for cattle.
উৎস:

0
Updated: 6 hours ago
Let ______ solve the problem together.
Created: 3 weeks ago
A
you, him, and me
B
him, you, and me
C
me, you, and him
D
him, me, and you
Correct sentence:
Let you, him, and me solve the problem together.
বাংলা: চল সবাই মিলে সমস্যাটার সমাধান করি।
মূল নিয়ম:
-
Let এর পর সবসময় objective pronoun ব্যবহার করতে হবে।
-
Objective pronouns: me, him, her, us, you
-
Subjective pronouns ব্যবহার করা যায় না (I, he, she, we ❌)
-
-
বাক্যে একাধিক pronoun থাকলে বসানোর ক্রম:
-
সাধারণত 231 নিয়মে:
-
প্রথমে second person (you)
-
তারপর third person (him/her/them)
-
শেষে first person (me/I)
-
-
বিকল্প নিয়ম: 23, 21, 31
-
Examples:
-
Let you, him, and me join the team. ✅
-
Let him and me handle the task. ✅
-
Subjective form হবে: he and I, কিন্তু Let-এর পরে ব্যবহার করা যাবে না। ❌
এই নিয়ম মনে রাখলে Let-এর পর pronoun-ব্যবহার সবসময় সঠিক হবে।

0
Updated: 3 weeks ago
Identify the correct passive form of 'He is going to open a shop.'
Created: 1 month ago
A
He is being gone to open a shop
B
A shop is being gone opened by him
C
A shop will be opened by him
D
A shop is going to be opened by him
✅ সঠিক উত্তর
-
Active: He is going to open a shop.
-
Passive: A shop is going to be opened by him.
ব্যাখ্যা
‘Be going to’ একটি modal রূপ, তাই এটি passive voice-এ গেলেও going এর কোনো পরিবর্তন হয় না।
Passive voice করার নিয়ম:
যখন ‘going to’ যুক্ত বাক্য passive করতে হয়, তখন গঠনের নিয়ম হয়:
be going to + be + মূল verb-এর past participle (V3)
Active থেকে Passive করার সহজ নিয়ম
-
Active-এর object → Passive-এর subject হয়।
-
বাক্যের tense অনুযায়ী auxiliary verb বসে।
-
তারপর মূল verb-এর past participle (V3) বসে।
-
Active-এর subject → Passive-এর object হয়।
-
তার আগে by, with, at, to, in এর মতো প্রিপজিশন বসে।
উদাহরণটি দিয়ে মনে রাখুন:
He is going to open a shop. → A shop is going to be opened by him.
এখানে "a shop" হলো object → subject
"going to open" → "going to be opened"
"he" → "by him"

0
Updated: 1 month ago