A
Till lunch time
B
Till he came
C
Until six o'clock
D
Since this morning
উত্তরের বিবরণ
• How long did you wait?
- এখানে প্রশ্নটি past form এ করা হয়েছে। সে হিসেবে উত্তরটিও past form এ করতে হবে।
- প্রশ্নটির উত্তর এভাবে করা যায় -
• I waited until / till he came. বা সংক্ষেপে untill/till he came. (until/till conjunction হিসেবে ব্যবহৃত)।
- এখানে till/until অর্থ যতক্ষণ না।
- সুতরাং বাক্যের অর্থ - Till he came অর্থ- যতক্ষণ না সে এসেছিল
- তাই, সঠিক উত্তর হবে - খ।
• আবার,
- Till/untill অর্থ যদি 'পর্যন্ত' হয় এবং Preposition হিসাবে ব্যবহৃত হয়, তাহলে ক ও গ উভয়েই উত্তর হতে পারে।

0
Updated: 2 months ago
Identify the correct passive form of 'He is going to open a shop.'
Created: 1 day ago
A
He is being gone to open a shop
B
A shop is being gone opened by him
C
A shop will be opened by him
D
A shop is going to be opened by him
✅ সঠিক উত্তর
-
Active: He is going to open a shop.
-
Passive: A shop is going to be opened by him.
ব্যাখ্যা
‘Be going to’ একটি modal রূপ, তাই এটি passive voice-এ গেলেও going এর কোনো পরিবর্তন হয় না।
Passive voice করার নিয়ম:
যখন ‘going to’ যুক্ত বাক্য passive করতে হয়, তখন গঠনের নিয়ম হয়:
be going to + be + মূল verb-এর past participle (V3)
Active থেকে Passive করার সহজ নিয়ম
-
Active-এর object → Passive-এর subject হয়।
-
বাক্যের tense অনুযায়ী auxiliary verb বসে।
-
তারপর মূল verb-এর past participle (V3) বসে।
-
Active-এর subject → Passive-এর object হয়।
-
তার আগে by, with, at, to, in এর মতো প্রিপজিশন বসে।
উদাহরণটি দিয়ে মনে রাখুন:
He is going to open a shop. → A shop is going to be opened by him.
এখানে "a shop" হলো object → subject
"going to open" → "going to be opened"
"he" → "by him"

0
Updated: 1 day ago
Choose the correct sentence-
Created: 2 months ago
A
Let he and you be witnesses
B
Let you and him be witnesses
C
Let you and he be witnesses
D
Let you and he be witness
১. যদি কোনো বাক্যে একাধিক Pronoun থাকে, তাহলে সাধারণত এগুলো Second Person → Third Person → First Person (সংক্ষেপে '231' নিয়মে) সাজানো হয়। যেমন:
You, he and I are responsible.
এক্ষেত্রে verb সর্বদা plural হয়।
২. তবে, যখন অপরাধ বা দোষ স্বীকার করার বিষয় থাকে, তখন pronoun-এর ক্রম হয় First Person → Second Person → Third Person (যেমন '123' বা '132')। যেমন:
I, you and he committed the crime.
৩. Let-এর পর সবসময় Objective Pronoun ব্যবহৃত হয়।
উদাহরণ: Let you and him be witnesses.
এখানে you এবং him — উভয়ই Objective Pronoun।
অন্যদিকে, you and he হলো এর Subjective form, যা Let-এর পরে ব্যবহারযোগ্য নয়।

0
Updated: 2 months ago
Which of the following sentences is correct?
Created: 1 week ago
A
Why have you done this?
B
Why you had done this?
C
Why you have done this?
D
Why did you done this?
সঠিক উত্তর: Why have you done this?
WH-প্রশ্নবোধক বাক্যের গঠন:
গঠনরীতি:
WH-word + Auxiliary Verb + Subject + Main Verb + Object/Other Elements + (?)
-
এখানে প্রশ্নটি "Why" দিয়ে শুরু হয়েছে, যা একটি WH-word।
-
বাক্যটি প্রশ্নবোধক হওয়ায় Auxiliary verb (have) এর পর Subject (you) এবং Main verb (done) ব্যবহৃত হয়েছে।
-
শেষে বসেছে object বা বাক্যের অন্যান্য অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন (question mark)।
উদাহরণসমূহ:
-
Where has she gone for the vacation?
-
WH-word: Where
-
Auxiliary: has
-
Subject: she
-
Principal Verb: gone
-
-
Why have they not completed their assignments?
-
WH-word: Why
-
Auxiliary: have
-
Subject: they
-
Principal Verb: completed
-
-
How long have you lived in this city?
-
WH-word: How long
-
Auxiliary: have
-
Subject: you
-
Principal Verb: lived
-
-
Who has helped you with your project?
-
WH-word: Who
-
Auxiliary: has
-
Subject: you
-
Principal Verb: helped
-

0
Updated: 1 week ago