কোন দুটি মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ?
A
ব, ভ
B
ঢ়, ট
C
থ, দ
D
র, ল
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় মূর্ধন্য ব্যঞ্জন হলো সেই ব্যঞ্জনধ্বনি, যা উচ্চারণের সময় জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে। মূর্ধা হলো দন্তমূল এবং তালুর মাঝখানে থাকা উঁচু অংশ।
-
মূর্ধন্য ব্যঞ্জনের উদাহরণ: ট, ঠ, ড, ঢ, ড়, ঢ়
অন্য ব্যঞ্জনের উদাহরণ:
-
ওষ্ঠ্য ব্যঞ্জন: প, ফ, ব, ভ, ম
-
দন্ত্য ব্যঞ্জন: ত, থ, দ, ধ
-
দন্তমূলীয় ব্যঞ্জন: ন, র, ল, স
উৎস:
0
Updated: 1 month ago
'দার-দাঁড়' শব্দজোড়ের অর্থ কী?
Created: 1 month ago
A
প্রহরী - কিনারা
B
স্ত্রী - নৌকার বৈঠা
C
নৌকার বৈঠা - দরজা
D
স্ত্রী - প্রহরী
'দার' শব্দের অর্থ হলো স্ত্রী, আর 'দাঁড়' শব্দের অর্থ হলো নৌকার বৈঠা। এ ধরনের আরও কিছু শব্দজোড় রয়েছে যেগুলো আকারে কাছাকাছি হলেও অর্থে ভিন্ন।
-
দর: মূল্য
-
দড়: কঠিন, মজবুত
-
দাঁড়ি: যতি চিহ্ন
-
দ্বারী: প্রহরী
-
দাড়ি: শ্মশ্রু
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
Created: 2 months ago
A
মা
B
মেয়ে
C
ছাত্রী
D
সতীন
নিত্য স্ত্রীবাচক শব্দ: কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে। যেমন- এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি। নিত্য পুরুষবাচাক শব্দ: কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে। যেমন- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
0
Updated: 2 months ago
সমাসঘটিত অপপ্রয়োগ ঘটেছে?
Created: 1 month ago
A
অদ্যাবধি
B
নিরভিমানী
C
অর্ধরাত্র
D
সমূল
সমাসঘটিত অপপ্রয়োগ এর একটি উদাহরণ হলো ‘নিরভিমানী’। এর শুদ্ধ প্রয়োগ হলো নিরভিমান।
অন্যদিকে, নিম্নলিখিত শব্দগুলো সঠিক প্রয়োগ হয়েছে—
-
অদ্যাবধি
-
অর্ধরাত্র
-
সমূল
0
Updated: 1 month ago