'অজমূর্খ' - শব্দটি কোন সমাস?
A
তৎপুরুষ সমাস
B
বহুব্রীহি সমাস
C
কর্মধারয় সমাস
D
অব্যয়ীভাব সমাস
উত্তরের বিবরণ
বাংলা ব্যাকরণে উপমান কর্মধারয় সমাস হলো সেই সমাস যেখানে কোনো বিষয়কে অন্য কিছুর সঙ্গে তুলনা করা হয়। এ ধরনের সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দ যুক্ত থাকে এবং সাধারণত পরপদ বিশেষণ হয়।
-
উদাহরণসমূহ:
-
কাজলের মতো কালো → কাজলকালো
-
শশের মতো ব্যস্ত → শশব্যস্ত
-
অজের ন্যায় মূর্খ → অজমূর্খ
-
উৎস:
0
Updated: 1 month ago
"তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।"- এটি কোন ধরনের বাক্য?
Created: 1 month ago
A
সরল
B
জটিল
C
যৌগিক
D
মিশ্র
যৌগিক বাক্য হলো সেই বাক্য, যেখানে দুই বা ততোধিক স্বাধীন বাক্য যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়।
যোজক হিসেবে সাধারণত ব্যবহার হয়—
-
এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি।
-
এছাড়া, কমা (,), সেমিকোলন (;), কোলন (:), ড্যাশ (–) ইত্যাদি যোজকের কাজ করতে পারে।
উদাহরণ—
-
রহিম রাতে ভাত খায় আর রহিমা খায় রুটি।
-
তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।
-
লোকটি ধনী কিন্তু কৃপণ।
0
Updated: 1 month ago
সমাসঘটিত অপপ্রয়োগ ঘটেছে?
Created: 1 month ago
A
অদ্যাবধি
B
নিরভিমানী
C
অর্ধরাত্র
D
সমূল
সমাসঘটিত অপপ্রয়োগ এর একটি উদাহরণ হলো ‘নিরভিমানী’। এর শুদ্ধ প্রয়োগ হলো নিরভিমান।
অন্যদিকে, নিম্নলিখিত শব্দগুলো সঠিক প্রয়োগ হয়েছে—
-
অদ্যাবধি
-
অর্ধরাত্র
-
সমূল
(উৎস:
0
Updated: 1 month ago
‘নী’ প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি?
Created: 1 month ago
A
অরণ্যানী
B
চাকরানী
C
ভাগনী
D
মেধাবিনী
নী প্রত্যয় যোগে কিছু শব্দকে স্ত্রীবাচক করা যায়। যেমন: মেধাবী - মেধাবিনী, মায়াবী - মায়াবিনী, কুহক - কুহকিনী, যোগী – যোগিনী।
0
Updated: 1 month ago